You are viewing a single comment's thread from:
RE: DIY প্রোজেক্ট-ও সৃষ্টিশীলতার গল্প ||~~
কতদিন পরে তোমার পোস্ট পড়ার সুযোগ হল। তোমার শিল্পসত্ত্বা নিয়ে নতুন করে কি আর বলবো। তুমি সৃষ্টিশীল মানুষ। তাই বহির্জগতের কোন মৃত্যু বা ধ্বংসলীলা তোমার সৃষ্টিকে থামাতে পারেনা। সেটাই আবার প্রমাণ করলে। তুমি যে সৃষ্টির আনন্দে মেতে থাকো তা বৃহৎ চেতনায় উন্মোচিত। তার কাছে এই সাময়িক দুঃসময় নেহাতই তুচ্ছ। অসাধারণ বানিয়েছো ক্লে দিয়ে এই ফুলদানি। তোমার সৃষ্টি আরো নতুন দিগন্ত খুলে দিক ধীরে ধীরে। ভালো থেকো সব সময় তোমার সৃষ্টিকে আঁকড়ে ধরে।
একদিকে ইন্টারনেট ছিল না অন্যদিকে রক্তক্ষয়ী যুদ্ধ এবং আমার দুই ছেলে সিয়াম ও শিবু সেই ঢাকায় ছিল আমি বাসায় একা ছটফট করতে ছিলাম। এবং অনুভব করতে লাগলাম আমার দম বন্ধ হয়ে আসছে প্রায়। তখন নিজে নিজেই সিদ্ধান্ত নিলাম আমাকে সুস্থ থাকতে হবে আমার সন্তানদের জন্য। যেই ভাবা সেই কাজ। বাসায় আগে থেকেই কিছু ক্লে কেনা ছিল।সেগুলো দিয়ে বেশ কয়েকটি প্রজেক্ট বানিয়ে ফেললাম দু দিনে। আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করে নেব। জীবন মানেই যুদ্ধ। আর আমি শৈশব থেকেই একজন যোদ্ধা।