You are viewing a single comment's thread from:

RE: আবোল-তাবোল জীবনের গল্প [ সততা ]

in আমার বাংলা ব্লগ2 years ago

সত্যি রিক্সাওয়াল ব্যবহার এবং তার সততার গল্প সেদিন আমাকে বেশ মুগ্ধ করেছিলো। আসলে এই মানুষগুলো আছে বলেই এখনো আমরা সততার গল্প বলতে পারি, এই মানুষগুলো আছে বলেই এখনো আমরা সততার উদাহরণ উপস্থাপন করতে পারি। কিন্তু কেন জানি আমরা শিক্ষিত মানুষরা সেটা বুঝি না এবং বুঝতে চাইও না। বরং আমরা সর্বদা ব্যস্ত থাকার চেষ্টা করি নিজের সততাকে বিকিয়ে দিয়ে অসৎ উপায়ে আরো বেশী সম্পদ অর্জন করার। সবশেষে সততা থাকুক আমাদের মাঝে, সততা থাকুক আমাদের কাজ কর্মে, মানুষের স্বার্থকতা তখনই পূর্ণতা পাবে যখন মানুষ হিসেবে সততার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে পারবো।

আপনি খুব যথার্থই বলেছেন শ্রদ্ধেয়;অসৎ উপায়ে উপার্জনে আমরা উঠেপড়ে লেগে থাকি।আমাদের চিন্তাশীলতার অনেক অভাব লক্ষ্যনীয়।শ্রমজীবী সাধারন মানুষদের কাছে আমাদের শেখার অনেক কিছুই থাকে।কিন্তু প্রতিযোগিতার দুনিয়ায় চাহিদা মেটাতে আমরা যা করছি মোটেও এটি সমর্থনযোগ্য নয়। বিবেকের জাগরনে ন্যায়,সততায় বাচুক জীবন।

শিক্ষামূলক এমন গল্পে শিক্ষা হোক সকলের।

  • ধন্যবাদ শ্রদ্ধেয়।
Sort:  
 2 years ago 

হ্যা, ঠিক বলেছেন আমাদের মানসিকতা নষ্ট হয়ে যাওয়ার কারনে আমরা সঠিক বিষয়টি নিয়ে চিন্তা করতে পারি না। ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ শ্রদ্ধেয় এমন একটি সুন্দর কথনে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.12
JST 0.029
BTC 66524.25
ETH 3616.53
USDT 1.00
SBD 2.81