পাঙ্গাস মাছের ভুনা।। ১০ % প্রিয় লাজুক খাঁক

হ্যালো বন্ধুরা,,,
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমি ও মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছি।আজ আমি আবারো উপস্থিত হয়েছি নতুন কিছু নিয়ে। আজ আমি আপনাদের সাথে গ্রাম বাংলার একটি পরিচিত মাছ পাঙ্গাস মাছ রান্না করে দেখাবো।এই মাছটি গ্রামের মানুষ অনেক পছন্দ করে।তবে এই মাছটি দামে অনেক সস্তা তাই এটি সবার একটি পরিচিতি মাছ।তো চলুম শুরু করা যাক,,,,


IMG_20220114_194214.jpg


প্রয়োজনীয় উপকরণঃ


  • পাঙ্গাস মাছ
  • পিয়াজ
  • রসুন
  • আদা
  • তেল
  • মশলা



রান্না করার পদ্ধতিঃ



🏵️
ধাপঃ১
🏵️


IMG_20220114_205214.jpg

  • প্রথমে বাজার থেকে ১কেজি মাছ নিয়ে আসি।আর মাছগুলো মায়ের সাহায্য নিয়ে সেগুলো পরিষ্কার করে নেই।আর একটি বাটিতে রেখে দেই।

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunXiE7arBNuf15MvfK3qkAxnBtSL4s4Wbk8uodtv1769FzfGkWCc1T9LX1QhLG7AzpNjGHBCnJbMh81S9A3...TAHb8Yt5K9cYp4pkAqRZ4fr3hdLWnnZT4kn1Zbuk41S6wSo6SW4NoUxsH9NHPiNio1nbuZnBhr3Zi6cVuNBUEVJjjuFG8gEUx7Xc2u4RvgoXrTGU9bwsg75mLA.png

🏵️
ধাপঃ ২
🏵️


IMG_20220114_204353.jpg

  • তারপর মায়ের সাহায্য নিয়ে পিয়াজ রসুন কেটে নেই।কারণ আমি পিয়াজ কাটতে পারি না।কারণ আমার চোখ দিয়ে পানি বের হয়।তাই সেগুলো মায়ের দাড়ায় কেটে নেই।

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunXiE7arBNuf15MvfK3qkAxnBtSL4s4Wbk8uodtv1769FzfGkWCc1T9LX1QhLG7AzpNjGHBCnJbMh81S9A3...TAHb8Yt5K9cYp4pkAqRZ4fr3hdLWnnZT4kn1Zbuk41S6wSo6SW4NoUxsH9NHPiNio1nbuZnBhr3Zi6cVuNBUEVJjjuFG8gEUx7Xc2u4RvgoXrTGU9bwsg75mLA.png

🏵️
ধাপঃ৩
🏵️


IMG_20220114_205234.jpg

  • যেহেতু মাছ ভুনা করা হবে তাই কাচা মরিচ গুলো ভালো করে পিসে নিতে হবে।তাই লবন দিয়ে সেগুলো ভালো করে পিসে নিতে হবে।
🏵️
ধাপঃ৪
🏵️


IMG_20220114_204432.jpg

IMG_20220114_204500.jpg

  • সবগুলো কমপ্লিট হয়ে গেলে চুলায় একটি কড়াই বসিয়ে দেই।আর তাতে তেল কিছু তেল দিয়ে চুলায় তাপ দিতে থাকি।তেল গরম হয়ে গেলে সেখানে পিয়াজ আর রসুন সেখানে ঢেলে দেই।আর নাড়তে থাকি।তারপর সেখানে কাচামরিচ পেসা দিয়ে দেই। আর নাড়তে থাকি । যাতে করে নিচে দাগ না লাগে।

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunXiE7arBNuf15MvfK3qkAxnBtSL4s4Wbk8uodtv1769FzfGkWCc1T9LX1QhLG7AzpNjGHBCnJbMh81S9A3...TAHb8Yt5K9cYp4pkAqRZ4fr3hdLWnnZT4kn1Zbuk41S6wSo6SW4NoUxsH9NHPiNio1nbuZnBhr3Zi6cVuNBUEVJjjuFG8gEUx7Xc2u4RvgoXrTGU9bwsg75mLA.png

🏵️
ধাপঃ৫
🏵️


IMG_20220114_205940.jpg

IMG_20220114_204650.jpg

  • এভাবে কিছু সময় নাড়ার পর মাছ গুলো ঢেলে দেই।আর নাড়তে থাকি।তারপর একটা ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখি। যাতে করে মাছ গুলো একটু সিদ্ধ হয়।

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunXiE7arBNuf15MvfK3qkAxnBtSL4s4Wbk8uodtv1769FzfGkWCc1T9LX1QhLG7AzpNjGHBCnJbMh81S9A3...TAHb8Yt5K9cYp4pkAqRZ4fr3hdLWnnZT4kn1Zbuk41S6wSo6SW4NoUxsH9NHPiNio1nbuZnBhr3Zi6cVuNBUEVJjjuFG8gEUx7Xc2u4RvgoXrTGU9bwsg75mLA.png

🏵️
ধাপঃ৬
🏵️


IMG_20220114_204632.jpg

  • এভাবে কিছু সময় রাখার পর ঢাকনা একটু খুলে একবার দেখি কি রকম অবস্থা। এভাবে কিছুক্ষণ দেখার পর যখন দেখি মাছগুলো একটু সিদ্ধ হয়েছে তখন থেকে নাড়তে থাকি।

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunXiE7arBNuf15MvfK3qkAxnBtSL4s4Wbk8uodtv1769FzfGkWCc1T9LX1QhLG7AzpNjGHBCnJbMh81S9A3...TAHb8Yt5K9cYp4pkAqRZ4fr3hdLWnnZT4kn1Zbuk41S6wSo6SW4NoUxsH9NHPiNio1nbuZnBhr3Zi6cVuNBUEVJjjuFG8gEUx7Xc2u4RvgoXrTGU9bwsg75mLA.png

🏵️
ধাপঃ৭
🏵️


IMG_20220114_210327.jpg

  • এভাবে শেষ পর্যন্ত নাড়তে থাকি। যাতে করে নিচে দাগ না লাগে।এভাবে নাড়ার পর সেগুলো চুলা থেকে নামিয়ে নেই।আর একটি বাটিতে রেখে দেই।

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunXiE7arBNuf15MvfK3qkAxnBtSL4s4Wbk8uodtv1769FzfGkWCc1T9LX1QhLG7AzpNjGHBCnJbMh81S9A3...TAHb8Yt5K9cYp4pkAqRZ4fr3hdLWnnZT4kn1Zbuk41S6wSo6SW4NoUxsH9NHPiNio1nbuZnBhr3Zi6cVuNBUEVJjjuFG8gEUx7Xc2u4RvgoXrTGU9bwsg75mLA.png

ধন্যবাদ সবাইকে। এতো সময় ধরে আমার সাথে থাকার জন্য। আবার কালকে দেখা হবে নতুন কিছু নিয়ে ততক্ষণ সবাই সুস্থ ও সুন্দর থাকুন।

Sort:  
 3 years ago 

ঠিকই বলেছেন আমার কাছেও মনে হয় পাঙ্গাস মাছটি গ্রামের মানুষের খাবার, গ্রামে গেলে দেখা যায় প্রতিটি মানুষের হাতে একটি করে পাঙ্গাশ মাছ হাট থেকে পাঙ্গাস মাছ নিয়ে বাড়ি ফিরে ।আপনার পাংগাস মাছ রান্নাটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর হয়েছে ।মাছের কালারটি খুব সুন্দর এসেছে। তবে আপনি শেষে বাটিতে ঢেলে পরিবেশন করলে আমার কাছে মনে হয় বেশি ভালো হতো। তারপরও সবকিছু মিলিয়ে চমৎকার হয়েছে ধন্যবাদ।

মনে ছিল না আপু।পরের বার অবশ্যই করব।আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

ব্যাক্তিগত ভাবে আমার কাছে পাঙ্গাস মাছ আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে আমার আম্মু এর মাথা দিয়ে তোয়াইস নামে একটা রেসিপি বানায় সেটা অনেক ভালো লাগে। ওটা আমার পছন্দের বলা চলে। আপনার রেসিপিটিও অনেক ভালো হয়েছে। শুভকামনা রইলো ভাই।

ধন্যবাদ ভাইয়া। আর আপনাকে অনেক ধন্যবাদ । আর আপনার মায়ের সেই রেসিপির অপেক্ষায় রইলাম।

 3 years ago 

পাঙ্গাস মাছ কেন যেন আমার একদমই পছন্দ না। আমাদের বাসায় এই মাছটি খুবই কম খাওয়া হয়। যদি কখনো খাওয়া হয় সেটি বড় পাঙ্গাস মাছ ১০/১৫ কেজি ওজনের হয়। কিন্তু আপনার আজকের পাঙ্গাশ মাছের রেসিপি দেখে মনে হচ্ছে যে খুবই মজাদার হয়েছে। আপনি খুব সুন্দর করে রান্নাটি সম্পন্ন করেছেন তা আপনার রান্নার ধাপগুলো দেখে বোঝা যাচ্ছে।

ধন্যবাদ আপু আপনাকে

 3 years ago 

ওয়াও অসাধারণ হয়েছে ভাইয়া আপনার পাঙ্গাস মাছের ভুনা টি। আপনার রান্নার পদ্ধতি দেখে মনে হচ্ছে অনেক টেস্ট হয়েছে। আমার খেতে ইচ্ছা করতেছে ভাইয়া। সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ ভাইয়া আপনাকে

পাঙ্গাস মাছ এটি অনেক সুন্দর একটি মাছ। বিশেষ করে ছোটদের জন্য এটি একটি প্রিয় মাছ। কেননা এই মাছে কাটা খুবই কম থাকে। আর শীতের সময়ে এই মাছ খেতে তো বেশ দারুন লাগে। কারণ মাংসের মতোই মাছটি রান্না করে রাখলে চর্বির জন্য জমে যায়। আপনার মাছ রান্নাটির প্রতিটি ধাপ ছিল অসাধারণ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

হমম ভাই সাথে সাথে একটু গরম করপ খেলে একটু ভালো লাগে।আর আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 
পাঙ্গাস মাছ আমার খুবই প্রিয় একটি মাছ। আমি খুবই পছন্দ করি এই মাছ বিশেষ করে এর তেলের জন্য। আপনার রান্না করা পাঙ্গাস মাছের রেসিপি টি দারুণ হয়েছে ভাইয়া। দেখেই জিভে জল এসে গিয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত প্রকাশের জন্য

পাঙ্গাস মাছ আমার অনেক পছন্দ হয়েছে। আর পাঙ্গাস মাছের ভুনা তরকারি যদি সামনে পাই তাহলে তো কোন কথাই নেই পুরোটাই শেষ করে ফেলি। আর পাঙ্গাস মাছের রেসিপি অনেক সুন্দর হয়েছে এবং সুস্বাদু হয়েছে বোঝাই যাচ্ছে। বেশ চমৎকার হবে প্রতিটি ধাপ ফুটিয়ে তুলেছেন। শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

যদিও আমি পাঙ্গাস মাছ খাই না তবে আপনার পাঙ্গাস মাছের রেসিপি খুব সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সত্যি কথা বলতে আপনার রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে মনে হয় অনেক স্বাদ হবে । আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

অনেক ধন্যবাদ আপনাকে। আর হ্যা অনেক মজা হয়েছিল

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png
পাঙ্গাস মাছ হয়তো অনেকে পছন্দ করেন না। তবে আমি মনে করি সঠিক ভাবে রান্না করতে পারলে এই মাছ অনেক মজা লাগে।
আপনার রেসিপি দেখে খুবই ভালো লাগলো। রেসিপির কালার দেখেই অনেক লোভনীয় মনে হচ্ছে। আর আপনার উপস্থাপনার কৌশল অনেক ভালো ছিলো। এগিয়ে যান, আপনার জন্য শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আমি ও ভিষণ ভাবে পছন্দ করি ভাইয়া।আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

রেসিপিটি দারুন। তবে সত্যি কথা বলতে আমি কখনো পাঙ্গাস মাছ খাই নি। রন্ধন প্রক্রিয়া টি চমৎকার ছিল। খুবই ভালো লেগেছে।মাখা মাখা একটা ভাব । ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 56796.26
ETH 2497.29
USDT 1.00
SBD 2.23