You are viewing a single comment's thread from:

RE: তিরুবনন্তপুরমে ৪২৬ রানের এক অসাধারণ টি২০ ম্যাচ

in আমার বাংলা ব্লগ9 months ago

জী দাদা অস্ট্রেলিয়া আর ভারতের এই টি২০ সিরিজটার কথা বিশ্বকাপ চলা কালেই শুনেছিলাম। আর এটাও শুনেছি যে দুই দলের প্রধান প্রধান খেলোয়াররা খেলবে না। মাত্র কিছুদিন আগে এত বড় একটি টুনামেন্ট শেষ হয়েছে। তাই টপ লেভেলের ম্যানরা রেস্টে নিচ্ছে। কিছুদিন বিভিন্ন জাগায় ঘোরাঘুরি করে তাদের মনটা ফ্রেশ হবে। আজকে আপনি যে ম্যাচের রিভিউ দিয়েছেন সেই ম্যাচটা আমার দেখা হয়নি। তবে আপনার রিভিউ পড়ে সুন্দর ভাবেই বুঝেছি। ভারত এবংঅস্ট্রেলিয়া দুই দলই ভালো খেলেছে। তিরুবনন্তপুরম মাঠে খেলাটা হয়েছিল, আর এই পিচ সবসময় ব্যাটিং পিচ হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে অস্ট্রেলিয়া টসে জিতে পরে ব্যাট করার সিদ্ধান্তটা নিয়ে ভালোই করেছিল। কারণ বেশি রাতের দিকে কুয়াশা পড়লে ঘাস ভিজে থাকবে আর বলও খারাপ হয়ে যাবে, ফলে স্পিন বা পেচ কোনোটাই কাজ করবে না, ফলে এক্ষেত্রে রানও ভালো তোলা যাবে। ভারতের ব্যাটসম্যানরা মাঠে নেমে ভালো ভাবেই শুরু করেছিল। যশস্বী জয়সওয়াল আর রুতুরাজ গায়কওয়াড় দুই জনই ফিফটি করেছে। আবার ইশান কিশানও ফিফটি করেছে। একটি টি২০ ম্যাচে তিনজ ফিফটি করলে রান এমনিতেই ২০০+ হয়ে যায়। ২৩৫ রান করার কারনে তাদের খেলাটা ‍জিততে সহজ হয়েছে। আর অস্ট্রেলিয়ার ব্যাটসমনরাও ভালোই খেলেছে। তবে তাদের কেউ ফিফটি করতে পারেনি। তারপরও ১৯১ পর্যন্ত পৌছে গেছে। যায়হোক সব মিলিয়ে খেলাটা দারুন হয়েছে। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54357.85
ETH 2282.80
USDT 1.00
SBD 2.31