You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: দুর্গ রহস্য ( পর্ব ২ )

in আমার বাংলা ব্লগ10 months ago

দাদা একটা কথা আছে হোঁচট খেতে খেতে মানুষের শিক্ষা হয়। এখানে পাহাড়ি এলাকার জঙ্গলে যে আদিবাসী আর বেদে গোষ্ঠী এসে তাবু পাতলো আর তাদের সেখান থেকে উচ্ছেদ করার জন্য মহাজন তার কর্মচারী লোক পাঠিয়ে তাদের সেইসব আসবাবপত্র, তাবু সব ভেঙে ফেলে। এরপরে আবার বিহারের একটি জঙ্গলেও কিছু লোকজনের বাড়ি ওইরকম ভেঙে উচ্ছেদ করে দেয়। তাহলে আদি বাসিরা কি বসে থাকবে। তারা তো রক্তে মাংসে গড়া মানুষ। তাদের রাগ অভিমান আছে। সেখানে থেকেই তারা বিদ্রোহ করার জন্য দল গঠন করতে লাগে। তারা একে একে বেশ কিছুজন লোকজন নিয়ে একটা বাহিনী মতো গঠন করে এবং বন্দুক চালানোর ট্রেইনিং দিয়েও নেয়। এই দুর্গে যে খুনটা হয়েছিল সেটা ছিল মহাজনের লোক যে সবসময় জঙ্গলের কিনারায় বসবাস করা মানুষদের উপর অত্যাচার চালাতো। এর খুনটা যেটা দেখালো সেটা সাপে কাটার ফলে, কারণ তার পায়ে যে দাগ পাওয়া গিয়েছে সেটা সাপে কাটার দাগ। কিন্তু এইটা মূলত সত্য ঘটনা না যেটা ব্যোমকেশ আর বিহারের পুলিশের সন্দেহ। কারণ তার যদি সাপে কেটেই মৃত্যু হয়ে থাকে, তাহলে তার মাথায় আঘাত আসলো কি করে। এখানে সব থেকে বড় সন্দেহ। আর সব থেকে মূল বিষয় হলো, দুর্গের সব জায়গায় আটকানো, তাহলে সাপটা আসলো কিভাবে। আর এটা কেউ ইচ্ছাকৃত ঘটিয়েছে সেটাও সন্দেহের তালিকায় আছে। কারণ আদিবাসিরা বিদ্রহ করেছে সেটা মহাজনের লোক এসে মহাজনকে বলেছে। আর যে পাপ করেছে সে তো জানা থাকার কথাই। পাপের গড়া যখন পূর্ণ হয়ে যায় তখন মৃত্যু আসবেই। এখন দেখা যাক পুলিশ কিভাবে রহস্য ভেদ করে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 53929.89
ETH 2263.00
USDT 1.00
SBD 2.35