You are viewing a single comment's thread from:

RE: দূর্গা পুজো ২০২৩ ( পর্ব ৩ )

in আমার বাংলা ব্লগlast year

দাদা আজকে আপনার দূর্গা পুজোর তৃতীয় পর্ব দেখলাম। যেটা রয়েছে আপনাদের বিখ্যাত সাউথ কলকাতার মধ্যে। যে ক্লাবটির নাম হলো "একডালিয়া এভারগ্রিন ক্লাব"। এই ক্লাবে এই বছর মহারাষ্টের জৈন মন্দিরের থিম তুলে ধরেছে। কলকাতার প্যান্ডেল দেখতে গেলে আপনাদের অনেক সকাল সকাল বের হতে হয়। তা না হলে ভিড়ের জন্য সব কিছু দেখা যায় না। উপরের ছবিটা দেখলেই বুঝা যায় কতটা কারুকার্য সহকারে মন্ডপটি সাজানো হয়েছে। একদম মহারাষ্টের জৈন মন্দির যেন কলকাতায় চোখের সামনে। প্যান্ডেলের বাইরে বিভিন্ন ধরণের কারুকার্য দেখলাম আর সাথে লাইটিং এর জন্য খুব সুন্দর ভাবেই ফুটে উঠেছে। মণ্ডপের ভিতরের যাওয়ার পথটা একদম মন্দিরের মতো দেখতে করেছে। মূর্তিগুলো সব বেশ ভালোই ডিজাইন করে তৈরী করেছে, সাউথ কলকাতায় এই বিষয়গুলো অন্যান্য জায়গার সাথে মিলিয়ে দেখলে, অনেক পার্থক্য লক্ষ্য করা যায়। ‍দূর্গা মূর্তি সহ পাশে আরো কার্তিক, গণেশ, লক্ষ্মী, স্বরস্বতী এর মূর্তিগুলোও অনেক সুন্দর লাগছে। মানুষের ভিড় আছে মোটামুটি। সবাই দেখলা ভিতরে প্রবেশ করেই মোবাইল উচুঁ করে ফটোগ্রাফি করায় ব্যস্ত। বতর্মানে আমরা এমন এক যুগে এসে পড়লাম যেখানে সারা বিশ্বে কি হচ্ছে না হচ্ছে মূহর্তেই খুবর পেয়ে যায়। এক জাগায় একটি মন্ডপ ভালো লাগলো সাথে সাথে পিক তুলো শেয়ার করে দিলেন। আর সাথে সাথে বন্ধুবান্দবরাও চলে আসে। যায়হোক সব মিলিয়ে দারুন ফটোগ্রাফি আর বর্ণনা শেয়ার করেছেন। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.17
JST 0.028
BTC 68552.89
ETH 2454.37
USDT 1.00
SBD 2.36