You are viewing a single comment's thread from:

RE: লাস্ট মোমেন্টে দারুন একটা ম্যাচ উপভোগ করা গিয়েছে

in আমার বাংলা ব্লগ11 months ago

দাদা গোল বলের খেলা তো কখন কি হয় বলা যায় না। ঐদিন অস্ট্রেলিয়া মনে হয় টস জিতে ব্যাটিং না নিয়ে ভুল করেছে। যার জন্য তাদের উপর এত বড় রানের পাহাড় এসে দাড়ালো। এত রান করার পেছনে শক্তি হলো গিল আর শ্রেয়াস দুইজনেই সেঞ্চুরি। দারুন একটা ব্যাটিং পারফরমেঞ্চ ছিল তাদের। তবে লাস্ট এর দিকে সূর্য যেভাবে বোলারদের সূর্যাস্ত করলো, সেটা না দেখলে বলে বোঝানো যাবে না, নজরকাড়া অসাধারণ ব্যাটিং ছিল। রান একদম কাটায় কাটায় ৪০০ এর টার্গেট দিয়ে দিলো। ওয়ানডে ম্যাচে সচরাচর ৪০০ রান এর কোটা খুবই কম দেখা যায়, সাড়ে তিনশোর মত দেখা যায় বেশিরভাগ, তবে এটা ছিল একটা বড়ো চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার জন্য। আমি ভেবেছিলাম অস্ট্রেলিয়া মারকুটে হয়ে খেলবে। তবে ওয়ারনারের পরে আর তেমন মারকুটে ব্যাটসম্যান দেখি নাই। তবে লাস্টের দুইজন বলার আশার আলো দেখালোও শেষ পর্যন্ত আর জয়ের বন্দরে পৌছতে পারে নাই। দারুন একটি ম্যাচ ছিল। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59493.68
ETH 2649.33
USDT 1.00
SBD 2.45