You are viewing a single comment's thread from:
RE: দেখতে গেলাম ফেনী নদীর নির্মিত কাঠের ব্রিজ, দেখে চোখ কপালে উঠলো!
সর্বপ্রথম যখন আপনাদের ফেনী নদীর উপরে কাঠের বিরিজ হয়েছিল, তখন কার পোস্টে যেন আমি দেখেছিলাম। সর্বপ্রথম এই কাঠের ব্রিজ টি তৈরি করার পরে অনেক মানুষ সেটাকে দেখতে গিয়েছিল। কিন্তু এখন যা অবস্থা দেখলাম তাতে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। যত টাকা দিয়ে কাঠের সেতু তৈরি করা হয়েছিল তখন যদি আরো কিছু অর্থ ব্যয় করে লোহার অথবা ইট সিমেন্টের ব্রিজ তৈরি করে ফেলতো তাহলে হয়তো এতগুলো টাকা নষ্ট হতো না। ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ ভাইজান আপনার মূল্যবান মন্তব্য উপস্থাপন করার জন্য। আপনার সাথে আমি শতভাগ একমত, যে টাকা দিয়ে কাঠের সে দুটি নির্মিত হয়েছে, তার সাথে কিছু টাকা এড করলে লোহার অ্যাঙ্গেল দিয়ে সেতু তৈরি করা যেত। একটি নদীর উপর দিয়ে কাঠের ব্রিজ দেওয়া সেটা সত্যি অবাক করা বিষয়। কথায় আছে না, টাকা জলে ফেলে দেওয়া, এখানে তার বাস্তব প্রমাণ। এতগুলো টাকা জেনে, শুনে, বুঝে জলে ফেলে দিল।