ফটোগ্রাফি- সাতটি রেনডম ফুলের ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।
আসালামুআলাইকুম
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
কেমন আছেন সবাই,আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে আবার চলে এলাম আপনাদের সাথে নতুন একটি পোষ্ট নিয়ে। আজকে আমার জুড়িতে রয়েছে কয়েক প্রকারের ফুলের ফটোগ্রাফি। আশা করি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে অনেক ভাল লাগবে।
ফটোগ্রাফি হলো কারো নেশা আবার কারো পেশা। হাতে ক্যামেরা বা মোবাইল থাকলে ফটোগ্রাফি করতে ভালই লাগে। রমজানের আগে আমাদের বাসা থেকে একটু দূরে একটি নার্সারিতে গিয়েছিলাম। নার্সারিতে অনেক প্রকারের ফুল দেখলাম। ফুল দেখলে আবার ফটোগ্রাফি না করে থাকতে পারি না। সব গুলো ফটোগ্রাফি আমি রাতের বেলা করেছি। অনেক নার্সারির মালিক আবার ফটোগ্রাফি করতে দেয় না। কারন মানুষ না বুঝে ফুলে স্পর্শ করে ফেলে। আর ফুলে যদি স্পর্শ করা হয় সেই ফুলে দাগ পড়ে ফুলটি নষ্ট হয়ে যায়। আমি নার্সারির মালিক থেকে অনুমতি নিয়ে ফটোগ্রাফি গুলো করেছিলাম।
চাচার নার্সারীতে অনেক প্রকারের ফুলের গাছ রয়েছে। এমন অনেক গাছ দেখলাম যে গুলো আমি আগে কখনো দেখি নাই। অনেক ফুলের নাম চাচাকে জিঙ্গেস করেছি। চাচাতো পটাপট বলে ফেলছে কিন্তুু আমি তো মনে রাখতে পারি নাই। যায়হোক অনেক গুলো ফটোগ্রাফি করেছি। পর্ব আকারে আপনাদের সাথে শেয়ার করবো। চলুন আজকের ফটো গুলো দেখা যাক।
Location
এটি হলো সবার পরিচিত এবং সবার পছন্দের গোলাপ ফুল। এই গোলাপ ফুলটি আকারে একটু ছোট হলেও ঘ্রান থাকে অনেক্ষন। এই ফুলগাছটি সাধারণত গ্রামের বাড়িতে বেশি দেখা যায়। গ্রামের মানুষ খুব শখ করে বাড়ীর আঙ্গিনায় এই গাছটি লাগিয়ে থাকে।
Location
এটি হলো নার্গিস ফুল। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রিয় ফুল হলো এই নার্গিস। এই ফুল তীব্র সুগন্ধ, সাদা পাপড়ি ও পাপড়ির উপর লাল প্রান্তযুক্ত বলয় যুক্ত। নার্গিস ফুলের গাছ ২০-৪০ সেমি পর্যন্ত লম্বা হয়। এটি উত্তর আমেরিকা ও ইউরোপ মহাদেশে প্রাকৃতিক ভাবে জন্মায়।
Location
এটি হলো জারুল ফুল। বৃক্ষ জাতীয় জারুল ফুলের আদি নিবাস শ্রীলংকা। নীলাভ ও গোলাপি দু’রঙের জারুল ফুল বাংলাদেশের সর্বত্রই চোখে পড়ে। এই পাতাঝরা বৃক্ষ শীতকালে পত্রশূন্য থাকে। বসন্তে নতুন গাঢ় সবুজ পাতা গজায় জারুলের দৃষ্টিনন্দন রঙ ও রূপ রয়েছে। ফুলের পাপড়ি ছয়টি, ফুলের মাঝখানে হলুদ রঙের পরাগ রয়েছে। গাছ সাধারণত ১০ থেকে ১৫ মিটার উঁচু হয়।
Location
এরোমেটিক জুই বা পুষ্প কথন ফুল। আদিনিবাস ইউরোপের দক্ষিণাঞ্চল ও আফ্রিকার উত্তরাঞ্চল। সুন্দর ফুল ও তার ঘ্রাণের জন্য সারাবিশ্বে খ্যাতি ছড়িয়ে পড়েছে। এরই এক আত্মীয় আছে আমাদের দেশের বন-জঙ্গলে। আমাদের দেশি বুনো গাছটির নাম ছাগলবটি । দুটি প্রজাতির ফুল প্রায় একই রকম।
Location
এই ফুলটির নাম হলো হলুদ জবা ফুল। এই ফুলটি খুবই কমন একটি ফুল। সাধারণত গ্রাম গঞ্জের সবখানেই দেখতে পাওয়া যায়। আমি স্টিমিট প্লাটফর্মে আসার পর এই ফুলটির কয়েকটি কালার দেখতে পেয়েছি। হাজার ফুলের মাঝে এগুলোর আর মূল্য দেয় না কেউ। বাগানের সুন্দর্য বৃদ্ধি করার জন্যই এটি লাগানো হয়।
Location
এই ফুলটির নাম হল দোপাটি ফুল। দোপাটি ফুলের গাছ আমাদের দেশের প্রায় প্রত্যেক বাড়ীতেই দেখা যায়। এর চাষ পদ্ধতি খুব সহজ এবং এই গাছে প্রচুর ফুল ফুটে। সব ঋতুতেই এ গাছ জন্মায়। বর্ষায় আকারে বড় ও সুন্দর ফুল দেয়। । গাছের কান্ড খুব নরম এবং গাছ বেশ ঝোপালো হয়। ফুল সাদা, লাল, বেগুনি, গোলাপি প্রভৃতি রঙের হয়ে থাকে। ফুল সিঙ্গল ও ডাবল হয়। এই ফুল বাগানের বর্ডারের জন্য বিশেষ উপযোগী।
Location
চাঁপা বা চম্পা। চাঁপা ফুলের গাছ চিরসবুজ। মানে গাছে সারা বছরই পাতা থাকে। পাতাগুলো লম্বাটে। আর ফুলের রঙ সাধারণত সাদা, হালকা হলুদ কিংবা সোনালি হতে পারে। বসন্ত থেকে বর্ষাকাল পর্যন্ত চাঁপা ফুল ফোটার সময়। বসন্তকালেই সবচেয়ে বেশি ফোটে। তবে এক শীতকাল ছাড়া প্রায় সব সময়েই চাঁপা ফুল ফুটতে দেখা যায়। চাঁপা ফুল নানা জাতের হয়। আমাদের দেশে সবচেয়ে বেশি দেখা যায় স্বর্ণচাঁপা আর হিমচাঁপা। স্বর্ণচাঁপা ফুলটির জন্মভূমি হিমালয়ের পাদদেশ। রং সোনালি হলুদ। আর হিমচাঁপার রং সাদা। আদিবাস উত্তর আমেরিকা। তবে বাংলাদেশের সমতলভূমিতে ফুলটি ভালোই জন্মায়।
বন্ধুরা আজ এখান থেকেই বিদায় নিতেছি। আশা করি আমার অগুছালো কথা ও বর্ণনা গুলো আপনাদের মনে একটু হলেও জায়গা নিতে পারবে। সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন। ভুল হলে ক্ষমা করবেন। কারন ক্ষমা মহৎ গুন।
ফটোগ্রাফির বিবরণ:
| ডিভাইস | মোবাইল |
|---|---|
| মডেল | রেডমি নোট-৮ |
| স্থান | নারায়নগঞ্জ, ঢাকা । |
| কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
| ফটোগ্রাফার | @joniprins |
| তারিখ | ১৫-০৩-২০২৩ |
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP






















চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন ভাইয়া ৷ ফটোগ্রাফি গুলো এক কথায় অসম্ভব সুন্দর হয়েছে ৷ ভীষণ ভালো লাগলো আমার ফটোগ্রাফি গুলো দেখে ৷ ধন্যবাদ আপনাকে মুগ্ধ করার মতো কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷
ধন্যবাদ ভাইয়া আপনাদের কমেন্ট পেলে উৎসাহ বেড়ে যায়।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
This post was selected for Curación Manual (Manual Curation)
@tipu curate
Upvoted 👌 (Mana: 6/8) Get profit votes with @tipU :)
সাতটি রেনডম ফুলের ফটোগ্রাফি নিয়ে খুবই সুন্দর একটা অ্যালবাম তৈরি করেছেন তো। যেকোনো জিনিসের ফটোগ্রাফির থেকে আমার কাছে ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লাগে। ভিন্ন ভিন্ন রকমের ফুলের ফটোগ্রাফি একসাথে দেখে ভালো লেগেছে আমার কাছে। প্রত্যেকটা ফুলের বর্ণনা খুবই সুন্দর ভাবে দিয়েছেন আপনি। এত সুন্দর একটা ফটোগ্রাফির পোস্ট সবার মাঝে ভাগ করে নিলেন দেখে ভালো লাগলো।
ধন্যবাদ আপু আপনাদের ভাললাগাই আমার অনুপ্রেরনা।
সাতটি রেনডম ফুলের ফটোগ্রাফি নিয়ে দারুণ একটা অ্যালবাম করেছেন। সত্যি বলেছেন ভাইয়া ফটোগ্রাফি করা কারো নেশা আবার কারো পেশা। যাইহোক আপনার প্রতিটি ফুল চমৎকার হয়েছে। তবে হলুদ জবা ও জামরুল ফুল আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জী আপু জামরুল ফুলটি আমার কাছেও অনেক ভাল লেগেছে। ধন্যবাদ আপু।
ঠিক বলেছেন ভাইয়া ফটোগ্রাফি করা কারো নেশা আবার কারো পেশা। আমার কাছে ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। হাতে ফোন থাকলে সামনে যায় দেখি তাই তুলতে ইচ্ছে করে। ধন্যবাদ আপনাকে ভাইয়া সাতটি রেনডম ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
জী আপু আমারও এখন নেশা পেশা দুইটিই হয়ে গেছে। ধন্যবাদ আপু।
আপনি আজ ব্যতিক্রমে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের মাঝে। সবগুলো ফুল খুব চমৎকার হয়েছে। বেশ আনকমন ফুল দেখে আরো বেশি আগ্রহ বেড়েছে পোস্টটি মনোযোগ সহকারে দেখার। চম্পা ফুল আসলেই দারুন। জারুল ফুল আমি এই প্রথম দেখেছি।
জী আপু আপনি ঠিক বলেছেন, সবগুলো ফটোগ্রাফিই ব্যতিক্রম ধরনের ছিল। ধন্যবাদ আপু।
খুবই সুন্দর সুন্দর সাতটি রেনডম ফুলের ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম তৈরি করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো বলতে গেলে জাস্ট অসাধারণ ছিল। যেকোনো কিছুর ফটোগ্রাফি করলে সেই জিনিসটার সৌন্দর্যতা যেন আরো বেশি বৃদ্ধি পায়। যার কারণে দেখতেও ভীষণ ভালো লাগে আমার কাছে। বলতে হচ্ছে জাস্ট মনমুগ্ধকর ছিল আপনার এই ফটোগ্রাফি পোস্ট।
ভাইয়া স্টিমিটে জয়েন হয়ে ফটোগ্রাফির প্রতি আগ্রহ বেড়ে গেছে। ধন্যবাদ ভাইয়া।
যদি ফটোগ্রাফি গুলো আপনি রাতে করেছেন কিন্তু অনেক সুন্দর হয়েছে রাতের বেলায় ও। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে করতে যেকোনো সুন্দর কিছু দেখলে ফটোগ্রাফি নিতে ইচ্ছে করে। জারুল ফুল এবং নার্গিস ফুল আমার কাছে অনেক ভালো লেগেছে দেখতে। নার্সারিতে ঢুকলেই নার্সারির মালিক ফটোগ্রাফি করতে দেয় না সেটা ঠিক বলছেন আপনি। সবগুলো ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।
আপু জারুল ফুলটা আমার কাছেও অনেক ভাল লেগেছে। ধন্যবাদ আপু।