শুভ জন্মদিন “আমার বাংলা ব্লগ” কমিউনিটি।।
আস্সালামু আলাইকুম / নমষ্কার / আদাব
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,কেমন আছেন সবাই..? আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে সবারই ভাল থাকার কথা। কারন আজকে আমাদের প্রাণপ্রিয় কমিউনিটির শুভ জন্মদিন। ২০২১ সালের ১১ই জুন আমাদের সবার প্রিয় @rme দাদা প্রতিষ্ঠা করেছিলেন আমার বাংলা ব্লগ কমিউনিটি। দেখতে দেখতে দুইটি বছর চলে গেল। এই দুই বছরে আমাদের প্রিয় পরিবারটা অনেক বড় হয়েছে। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ আমাদের প্রিয় পরিবারের সদস্য হয়েছে। সবাইকে নিয়ে বর্তমানে আমরা বিশাল বড় একটি পরিবার।
এখানে অনেক ভাইবোন আছে যাদেরকে আমরা কখনো দেখি নাই,তাদের সাথে সরাসরি কথা বলি নাই। কোন পরিচয় ছিল না তাদের সাথে অথচ আজকে তারা আমাদের কত আপনজন হয়ে গেছে। একজন অসুস্থ হলে সবাই তার জন্য ব্যতিত হয়। তার জন্য হাত তুলে দোয়া করি। এই ভালবাসাটা তৈরী হয়েছে একমাত্র আমাদের প্রিয় কমিউনিটির মাধ্যমে,আমাদের প্রিয় দাদার মাধ্যেমে। যদি আমার বাংলা ব্লগ কমিউনিটি না থাকতো এখানে অনেক মেম্বার আছে যারা ব্লগিং করতো না। এক মাত্র বাংলা ভাষাকে ভালবেসে তারা ব্লগিং করছে।
আমি স্টিমিটে জয়েন করেছি ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে। তখন আমি ইংরেজিতে ব্লগিং করতাম। তখন বড় বড় আইডিতে কমেন্ট করে ভালই ইনকাম হতো। তবে ব্লগিং করে মজা পেতাম না,তৃপ্তি পেতাম না। ভাল লাগতো না ব্লগিং,মনকে জোর করে ব্লগিং করতাম। তারপর ধীরে ধীরে ব্লগিং করা ছেড়ে দিয়েছিলাম। কারন মন থেকে যেটা না চাওয়া হয় সেটাকে বেশি দিন ধরে রাখা যায় না। ইংরেজিতে ব্লগিং করাটা ঠিক তেমন ছিল। ২০১৯ এবং ২০২০ সালের দিকে ব্লগিং করাটা ভুলেই গেছিলাম।
২০২১ সালের দিকে হঠাৎ করে একদিন আমার আইডিতে ঢুকলাম। তারপর বিভিন্ন মানুষের প্রফাইলে ঘুরতে লাগলাম। কে কেমন ইনকাম করছে সেটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। হঠাৎ করে আমাদের প্রিয় মডারেটর @tangera আপুর বাংলা ভাষায় লেখা পাওয়ার আপের একটি পোষ্ট চোখে পড়লো। আমি তখন চমকিয়ে উঠলাম। স্টিমিটে বাংলা ভাষাতে ব্লগিং করা যায় আমি তখন বিশ্বাস করতে পারছিলাম না। তারপর আপুকে ম্যাসেজ করেছিলাম। আপু রিপলেও দিয়েছিল। তারপর থেকে আমি আমার বাংলা ব্লগকে খুঁজে বের করার চেষ্টা করলাম। অনেক খুজাঁ খুঁজি করে অবশেষে পেয়ে গেলাম আমার প্রাণপ্রিয় কমিউনিটি আমার বাংলা ব্লগকে। আজকে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন গর্বিত ফেরিফাইড মেম্বার।
আমি অনেক কমিউনিটি দেখেছি ছয় মাস বা এক বছরের মধ্যেই বিলুপ্ত হয়ে গেছে। কিন্তুু আমার বাংলা ব্লগ কমিউনিটির মধ্যে সবাই একে আপরকে মান্য করে,শ্রদ্ধা করে,বিশ্বাস করে। যার জন্য দিনে দিনে আমার প্রিয় পরিবারটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সম্মানিত দাদা দক্ষ হাতে সব কিছু নিয়ন্ত্রন করছেন। কারো কোন অসুবিধা হলে সেটা তিনি সমাধান করার চেষ্টা করেন। যার জন্য আজকে আমাদের কমিউনিটি স্টিমিট বিশ্বে একটি রোল মডেল হয়ে গেছে। আজকে আমাাদের কমিউনিটি বিশ্বের এক নাম্বার কমিউনিটি। আমি কখনো চিন্তাও করি নাই যে,বাংলাতে ব্লগিং করতে পারবো। আর এসম্ভবটি সম্ভব হয়েছে প্রিয় দাদার জন্য।
আমাদের প্রিয় কমিউনিটির প্রাণ হলো ডিস্কোর্ড। সারা দিনে কমপক্ষে দশ থেকে পনের বার ডিস্কোর্ডে যায়। ডিস্কোর্ডে না গেলে,ম্যাসেজ না করলে কেমন যেন লাগে। কি যেন করি নাই,কি যেন বাকি আছে, এমন লাগে। সব মিলিয়ে বাংলাতে ব্লগিং করতে খুবই ভাল লাগে। সারদিন ব্যস্ত থাকলেও দিন শেষে কিছুক্ষন ব্লগিং না করে ঘুমাতে যায় না। বর্তমানে আমার প্রাণ হলো আমার বাংলা ব্লগ কমিউনিটি।
আর কিছুক্ষন পরেই আমাদের প্রিয় কমিউনিটির দ্বিতীয় বর্ষের অনুষ্ঠান শুরু হবে। সবাই খুব আগ্রহের সাথে অপেক্ষা করছে। শুভজন্মদিন উপলক্ষে তিন দিন ব্যাপি নানা আয়োজন হাতে নেওয়া হয়েছে। একে একে সব কিছুই পরিবেশন করা হবে।
সবাইকে ধন্যবাদ।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ। আমার বাংলা ব্লগে আপনার জয়েন করার গল্পটি পড়ে ভালই লাগলো। আসলে এটি একটি পরিবার। আমরা সবাই মিলে মিশে আছি। একজনের ব্যথায় আমরা সকলে ব্যথিত হচ্ছি। সুন্দর লিখেছেন।
জী আপু এখানে আমরা সবাই একটি পরিবারের সদস্য। ধন্যবাদ আপু।
আমাদের সবার প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিন উপলক্ষে আপনার সুন্দর অনুভূতি জেনে অনেক ভালো লাগলো ৷ আসলেই এটি একটি কমিউনিটি নয় শুধু , একটা বড় পরিবার ৷ আর এই পরিবারের মাধ্যমে আমরা অনেকেই অনেক কিছু পেয়েছি ৷ আর এতো কিছু সম্ভব হয়েছে কেবল দাদার জন্য ৷ তাই দাদা এবং এই পরিবারের জন্য শুভকামনা এবং ভালোবাসা অবিরাম ৷
জী ভাইয়া এই পরিবারের সদস্য হতে পেরে আমি সত্যিই গর্বিত। ধন্যবাদ ভাইয়া।
আমাদের প্রিয় দাদা কে সবাই প্রথমে ধন্যবাদ দিতেই হবে। কারণ আমাদের প্রাণের ভাষা বাংলা ভাষা আজ আমাদের মনের ভাব প্রকাশ করার সুযোগ করে দিয়েছে। আপনার মত আমিও এই প্লাটফর্মে যুক্ত হওয়ার পর খুব ভালোই লাগলো। ঠিক বলেছেন এখানেও অপরিচিত লোক গুলো এখন আমাদের অনেক পরিচিত এবং মনে হয় আমরা একই ফ্যামিলির। একজনের অসুখ হলে আমরা সবাই তার জন্য দোয়া করি। দূরদূরান্তে সবাই মনে হয় কাছের লোক। দেখতে দেখতে কিভাবে আমাদের এই প্লাটফর্মের দুই বছর হয়ে গেল। যদিও আমি প্রথম থেকে যুক্ত ছিলাম না। সত্যি বলতে এখন এই প্লাটফর্ম আমার মনের মধ্যে গেঁথে গেছে।
জী আপু আমি কখনো চিন্তাও করতে পারি নাই বাংলাতে ব্লগিং করতে পারবো। এক মাত্র দাদার মাধ্যমে এটা সম্ভব হয়েছে। ধন্যবাদ আপু।
কমিউনিটিকে ভালোবেসে এত সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি অনেক খুশি। আপনার এই সুন্দর পোস্ট আমাকে মুগ্ধ করেছে। সত্যি আমাদের এই বাংলা ব্লগ কমিউনিটি আছে বলে আমাদের এত সুন্দর একটি গুরুত্বপূর্ণ আচরণ এবং সম্পর্ক দিন দিন আর আন্তরিকতা সৃষ্টি করছে। মনমুগ্ধকর ভাবে বাংলা ব্লগের প্রতি উইশ করেছেন তাই ধন্যবাদ।
জী ভাইয়া এই কমিউনিটির জন্য আজকে আমরা এত কিছু পেয়েছি। ধন্যবাদ ভাইয়া।