লাউয়ের খোসার যে ভর্তা করা যায় সেটা আমি আজকেই প্রথম জানতে পারলাম। আর হ্যাঁ এটা ভালো বলেছেন যে লাউ আমাদের শরীরের জন্য বেশি উপকারী লাভের শাক ও আমাদের শরীরের জন্য বেশি উপকারী তাহলে লাউয়ের খোসা আবার বাদ যাবে কেন এটাতেও তো অনেক পুষ্টি আছে। তবে এই রেসিপিগুলো যে আপনি আপনার শাশুড়ি আম্মার কাছ থেকে শিখেছেন যেন ভালো লাগলো। যাইহোক আশা করা যায় এই ভর্তাটা খেতে বেশ সুস্বাদু লাগবে। ধন্যবাদ আপনাকে লাউয়ের খোসা ভর্তা করার এই ইউনিক রেসিপি টা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জ্বি ভাইয়া এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি। আসলে লাউয়ের খোসা যে খাওয়া যায় এটা আমি কখনোই জানতাম না। যাইহোক লাউয়ের খোসা ভর্তা খেতে খুবই সুস্বাদু হয়। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।