You are viewing a single comment's thread from:

RE: সৎ ভাবে চলতে পারাটা জীবনের সার্থকতা।

in আমার বাংলা ব্লগlast year

আসলে আমাদের সবারই নিজ থেকে সৎ ভাবে চলার চেষ্টা করা উচিত। যদিও বা সৎভাবে চলাটা খুবই কঠিন। তারপরও যত সম্ভব চেষ্টা করে যেতে হবে সৎ ভাবে চলার। আসলে অসৎভাবে চললে যতই লাভবানই হয় না কেন মানসিক শান্তি কখনোই পাবো না। আরে লাভবান টাও শুধু ক্ষনিকের জন্য থাকবে। কারণ একদিন এটার ফল নিশ্চয়ই আমাকেই ভোগ করতে হবে হয়তোবা সেটা ইহকালে নয়তো বা সেটা পরকালে। আর অন্যদিকে সৎভাবে চলাচল করলে যত বাধা বিপত্তি যন্ত্রণা কষ্ট আসুক না কেন মনের ভিতর আলাদা একটা প্রশান্তি পাওয়া যাবে। আর হ্যাঁ একটা কথা সবসময় মাথা রাখতে হবে সৎ ভাবে চলি বা অসৎ ভাবে চলি সেটার ফল একদিন আমি ভোগ করব। যাইহোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Sort:  
 last year 

একদম ঠিক ভাই যদিও বা সৎভাবে চলাটা খুবই কঠিন। তারপরও যত সম্ভব চেষ্টা করে যেতে হবে সৎ ভাবে চলার।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59876.72
ETH 3191.77
USDT 1.00
SBD 2.43