আপনার এই গল্পের দৃশ্যটা আমার কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুই বিঘা জমি কবিতা সঙ্গে অনেকটাই মিল রয়েছে। যখন আমি এই গল্পটি পড়ছিলাম তখন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই কবিতার কথা মনে পড়ছিল। আমি মনে মনে হয়তো ভাবছিলাম দুই বিঘে কবিতায় শেষের দিকে যেমনটা হয়েছিল এটাও মনে হয় তেমনটাই হবে কিন্তু না আপনি পুরো ব্যাপারটা উল্টিয়ে দিলেন। আসলেই সমাজে এখন লক্ষ্য করলে দেখা যায় যে বিত্তশালী মানুষেরা সব সময়ই জোর করে অন্যদের থেকে জমি ছিনিয়ে নেয়, এই কাজটা আগে অনেক বেশি হত এখনো হয় তবে অনেকটাই কমে গেছে। যাইহোক পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম ভাই।
হাহাহা হুম খানিকটা এরকম অর্থাৎ দুটোর মধ্যে মিল রয়েছে জমি সংক্রান্ত বিষয়, তবে আমার এই গল্পটা রোমাঞ্চকর একটু ভৌতিক দিকের দিকে নিয়ে যাব আমি আশা করি পরবর্তী পার্ট আপনারা পড়বেন।