You are viewing a single comment's thread from:
RE: দুঃসময়ের বন্ধুই প্রকৃত আপনজন (শেষ পর্ব?)
সালাউদ্দিন সাহেবের ঘটনাটি পড়ে খুবই খারাপ লেগেছিল প্রথম পর্বটি যখন পড়েছিলাম সত্যিই নিজের কাছে অনেক বেশি খারাপ লাগছিল। আজকের অংশটুকু প্রথম দিকে খুবই খারাপ লেগেছিল বিশেষ করে তার বোন যখন বলেছিল তার জামাইকে একটা বুদ্ধি বের কর যাতে করে তাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া যায়। যাদের জন্য সে তার সবকিছু হারিয়েছে তারাই তাকে এখন কোথাও ঠাঁই দিচ্ছে না। তবে রমিজ সাহেব এর এ রকম উদার মন দেখে সত্যি খুবই ভালো লাগলো এরকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সমাজের বুকে এরকম অনেক বন্ধু আছে যারা বিপদে বন্ধুর পাশে গিয়ে দাঁড়ায়, এরকম বন্ধু খুঁজে পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। অবশেষে সালাউদ্দিন সাহেব রমিজ সাহেবের কাছে খুবই ভালো থাকবে বলে আশা করি। বন্ধুত্বের চিরবন্ধন অটল থাকুক এভাবেই।