You are viewing a single comment's thread from:
RE: মেয়ের বার্থডে উপলক্ষে IPhone 15 plus
বর্তমান সময়ে স্কুল কলেজের প্রায় সকল শিক্ষার্থীর হাতেই এত করে ফোন রয়েছে কারণ সেই ফোন দিয়ে তারা হয়তো বা কোন স্কুলের প্রোগ্রাম অথবা করতে পারে। ফোন অনেক রকম ভাবেই ব্যবহার করা যায় কেউ হয়তোবা ফোন অন্যান্য কাজে ব্যবহার করে আবার কেউ নিজের প্রয়োজনীয় কাজে ব্যবহার করে তবে আপনার মেয়ের স্কুলের হোম ওয়ার্ক কাজে ব্যবহার করবে এটা জেনে খুবই ভালো লাগছে। এটা জেনে খুবই খারাপ লাগলো যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ফোনটা এত ছোট কিন্তু দামটা অনেক বেশি। যাইহোক আপনি এটা ব্যবহার করবেন আর আপনার মেয়ের জন্য অন্য আরেকটা ফোন কিনে দেবেন এটা জেনে খুবই খারাপ লাগলো। এই ফোনটা যেহেতু তার জন্য কেনা হয়েছে তাকেই দিয়ে দিন। ধন্যবাদ আপনাকে মেয়ের বার্থডে উপলক্ষে ফোন কিনে সেই মুহূর্তটা আমাদের মাঝে তুলে ধরার জন্য।
ভাইয়া আপনি কি আমার পোস্টটি ভালোভাবে পড়েছেন? এই ফোনটি আমার মেয়েই ব্যবহার করবে, আমি শুধু ফটোগ্রাফিটা করব। আর স্কুলে যাওয়ার সময় অন্য আরেকটি ফোন দিব, এছাড়া সবসময়ই তার কাছেই থাকবে। কারন এখনও সে অনেক ছোট রয়েছে হারিয়ে ফেলতে পারে স্কুলে।আর এটি তার বার্থডের গিফ্ট, আমি কেন নিব?
আরও বলেছেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ফোনটা এত ছোট কিন্তু দামটা অনেক বেশি।আমি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এর কথা বলিনি, বলেছি আইফোন ফিফটিন এর কথা। কয়েকটি সাইজ আছে এ ফোনের।
আশা করছি পরবর্তীতে কোন পোস্ট ভালোভাবে পড়ে তারপরে কমেন্টস করবেন, ধন্যবাদ।
খুবই দুঃখিত আপু বুঝতে হয়তোবা ভুল হয়েছে। পরবর্তীতে এরকম ভুল আর হবেনা। 🙏🙏