কয়েকটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি এ্যালবাম || 🦊[benificiary ১০% @shy-fox]🦊

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ১৩ বৈশাখ | ১৪২৯ বঙ্গাব্দ | মঙ্গলবার | গ্রীষ্মকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে কয়েকটি রেনডম ফটোগ্রাফি সম্পর্কে উপস্থাপন করবো । আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।



  • কয়েকটি রেনডম ফটোগ্রাফি
  • আজ ১৩ বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ
  • মঙ্গলবার


তো চলুন শুরু করা যাক...!


শুভ বিকেল সবাইকে.....!!



আমরা সচরাচর সবাই ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি। আমাদের সবার ফটোগ্রাফির মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো অনেক বেশি করে থাকি। কারণ এই প্রকৃতির মাঝে অপরূপ সৌন্দর্য বিদ্যমান থাকে। বাংলার এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে অনেক কবি সাহিত্যিক চোখ না জড়ানো অনেক রকম কবিতা ছন্দ উপন্যাস লিখেছেন। তারই ধারাবাহিকতা বজায় রেখে আমরা অনেকেই প্রাকৃতিক জগতের প্রেমে পড়ে যাই। এই প্রেম এমন প্রেম যে যত দেখি ততই ভালো লাগে। যদি কারো মন খারাপ থাকে তাহলে কেউ যদি তার মনের গহীন গহবর থেকে প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করতে পারে তাহলে, অবশ্যই তার মন ভালো হয়ে যাবে। আমি মাঝে মাঝেই প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের প্রেমে পড়ে যাই, তাই মাঝে মাঝে কিছু প্রাকৃতিক এই সৌন্দর্যের স্মৃতি আমার ফোনের মাধ্যমে ধারণ করে রাখে। যখনই মন খারাপ হয় তখন এই প্রাকৃতিক ছবিগুলো দেখে আমি নতুন রূপে প্রাকৃতিক দৃশ্যের প্রেমে মজে যাই। আজ আমি আপনাদের মাঝে সেই রকম কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি উপস্থাপন করব। যা সত্যিই প্রেমময়ী।


ফটোগ্রাফিঃ-০১

IMG20220328182200-01.jpeg

Location
Device :realme 6i
Photo Edit:Snapseed
ফুল পছন্দ করেনা এরকম মানুষ হয়তো পৃথিবীতে খুব কমই আছে আর সেই ফুল গুলোর মধ্যে যদি ফুলটা কিছুটা রক্তাক্ত লাল বর্ণের হয় তাহলে তো আর কোন কথাই নেই। আমরা সকলেই রক্তাক্ত লাল ফুল অনেক বেশি পছন্দ করি। এটা একটি জবাফুল আমি কিছুদিন আগে একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেটা আমাদের পলিটেকনিক এ। সেখানে গিয়ে আমি জবা ফুলের অনেকগুলো গাছ দেখেছিলাম কিন্তু সবগুলো গাছেই ছোট ছোট ফুল মাত্র ধরেছে। এই একটিমাত্র ফুল ছিল যেটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে। তাই আমি ফটোগ্রাফি করেছিলাম এবং সেই ফুলটা আপনাদের মাঝে শেয়ার করলাম। ফুল গাছে আরো প্রচুর পরিমাণে ফুলের কড়ি এসেছে। আশা করা যায় কয়েক সপ্তাহের মধ্যে পুরো গাছ রক্তাক্ত লালবর্ণ ধারণ করবে।
ফটোগ্রাফিঃ-০২

IMG20220328174332-01.jpeg

Location
Device :realme 6i
Photo Edit:Snapseed
নদীতে জেলেরা মাছ ধরবে এটাই স্বাভাবিক। আর এই মাছ ধরার দৃশ্য দেখতে কার না ভালো লাগে আপনারাই বলুন। এইতো কিছুদিন আগে আমি পদ্মা নদীতে ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি দেখতে পাই কয়েকজন জেলে ছোট্ট একটি নৌকা করে মাছ ধরছে। তাদের মাছ ধরার দৃশ্য টা আমার কাছে অন্যান্য জেলেদের থেকে একটু আলাদা লেগেছে। আমি তাদের দেখতে পেয়েছিলাম তারা স্রোতের বিপরীত দিক থেকে নৌকা চালিয়ে আসছে খুবই আস্তে আস্তে। আর একজন জল ফেলছে অপরজন অন্য পাশ দিয়ে জল তুলছে। বিকেলবেলা এরকম সুন্দর একটি মুহূর্ত দেখতে পেয়ে নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিল। তবে মাঝে মাঝে তাদের এরকম জীবন ব্যবস্থা দেখে নিজের কাছে খুবই খারাপ লাগে। শত ঝড়-বৃষ্টি রোদ্রের মধ্যে তারা নদীতে কাটিয়ে দেয় শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটাবে বলে।
ফটোগ্রাফিঃ-০৩

IMG20220402104432-01.jpeg

Location
Device :realme 6i
Photo Edit:Snapseed
আপনারা সকলেই জানেন যে আমি মাঠ ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালোবাসি। মাঠের সঙ্গে রয়েছে আমার আলাদা রকম একটা সম্পর্ক। মাঝে মাঝে বিকেল বেলা ফোনটা হাতে নিয়ে বের হয়ে মাঠ এর উদ্দেশ্যে। এই মাঠ ভ্রমণের উদ্দেশ্য থাকে মূলত দুইটা, প্রথম উদ্দেশ্য হচ্ছে প্রকৃতির সঙ্গে কিছুটা নিরিবিলি পরিবেশে সময় কাটানো এবং কিছু ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করা। সত্যি বলতে প্রকৃতির মাঝে সময় কাটাতেই আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। এইতো কিছুদিন আগে বিকেলবেলা মাঠ ঘুরতে গিয়েছিলাম নিজেদের জমি দেখতে। সেখানে গিয়ে আমি দেখতে পাই একজন কৃষক তার নিজের জমিতে পাওয়ার টিলার ব্যবহার করে জমি চাষ করছে এবং জমি চাষ করার ফলে মাটির মধ্যে থাকা পোকামাকর বের হয়ে আসছিল। আর পাখিগুলো তার লাঙ্গল এর পিছে পিছে ছুটছিল ওই ছোট ছোট পোকা খাওয়ার জন্য। দৃশ্যটা আমার কাছে অনেক বেশি আকর্ষণীয় লেগেছিল।
ফটোগ্রাফিঃ-০৪

IMG20220315203902-01.jpeg

Location
Device :realme 6i
Photo Edit:Snapseed
আচ্ছা আপনারাই বলুন চা খেতে কার না ভালো লাগে..!! আর সেই চা খাওয়ার মুহূর্তটা যদি হয় কোন এক স্কুল মাঠে বা স্টেশনের লাইনের উপর তাহলে ব্যাপারটা কেমন হয়। আকাশের সেদিন পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ থাকার কারণে চারিদিকে ঝলমল হয়ে উঠেছিল আমরা কয়েকজন ঘুরতে বের হয়েছিলাম। পূর্ণিমার চাঁদের সঙ্গে লাল রঙের এক কাপ চা সেই সাথে হালকা মৃদু বাতাস কি দারুন এক অনুভুতি ছিল আপনারাই ভাবুন তাহলে। সকলে মিলে অনেক চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করার পর অনেক রাত করে বাড়িতে ফিরেছিলাম।
ফটোগ্রাফিঃ-০৫

IMG20220220154951-01.jpeg

Location
Device :realme 6i
Photo Edit:Snapseed
বৃষ্টি মাত্র শেষ হয়েছে। বৃষ্টি শেষ হওয়ার পরে বৃষ্টির ছোট ছোট ফোটা একটি গোলাপ ফুলের পাপড়ির উপরে। এই গোলাপ ফুলের উপর বৃষ্টির ছোট ছোট বোটা দেখতে আমার কাছে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল, আমি মনে করি এটা শুধু আমার কাছেই সুন্দর দেখাচ্ছে না বরং আপনাদের সকলের কাছে এটা অনেক বেশি আকর্ষণীয় মনে হবে বলে আমার ধারণা। কিছুদিন আগে ঘুরতে গিয়ে বৃষ্টির মধ্যে আটকে পড়েছিলাম আশ্রয় নিয়েছিলাম কোন এক জায়গাতে। অনেকটা সময় বৃষ্টি হওয়ার পর যখন বৃষ্টি থেমে গেল তখন বের হওয়ার সময় এরকম একটি ফুলের দৃশ্য দেখে আমি আর স্থির থাকতে পারেনি। তাই মুঠোফোনটা বের করে এই গোলাপ ফুলের কয়েকটি ফটোগ্রাফি করেছিলাম। সেই কয়েকটি ফটোগ্রাফিক গুলোর মধ্যে একটি আপনাদের মাঝে আজকের শেয়ার করলাম।
ফটোগ্রাফিঃ-০৬

IMG20211212183941-01.jpeg

Location
Device :realme 6i
Photo Edit:Snapseed
এটা একটি হসপিটাল। এটা কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এই হসপিটালের নাম পপুলার ডায়াগনস্টিক সেন্টার। কয়েকদিন আগে আকাশে পূর্ণিমার চাঁদ থাকার কারণে চারিদিকে ঝিকমিক করছিল সেই সাথে ছিল প্রচন্ড গরম। প্রচন্ড গরম থাকার কারণে রুমের মধ্যে আর থাকতে পারছিলাম না তাই বের হয়ে পড়ি রাস্তায় একটু ঘুরাঘুরি করার জন্য। পায়ে হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে যাই, রাস্তায় তেমন মানুষজন ছিলনা আমরা শুধু মাত্র তিনজন। হাঁটতে হাঁটতে আমি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে গিয়ে এরকম সুন্দর একটি দৃশ্য দেখতে পাই। আর আপনারা তো জানেনই সুন্দর দৃশ্য মানে সেখানে ফটোগ্রাফি করা অবশ্যক।
ফটোগ্রাফিঃ-০৭

IMG20220212133125-01.jpeg

Location
Device :realme 6i
Photo Edit:Snapseed
মাঠ ভ্রমণ করতে গিয়ে আমি দেখেছিলাম ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়িতে মূলত ঘোড়ার ঘাস কেটে চাপানো হয়েছে। সত্যি বলতে আমার যদি একটা ঘোড়া থাকতো আমি তাকে দিয়ে কখনই কাজ করতাম না। আমি তাকে দিয়ে বিকেল বেলা লাগাম ধরে তার পিঠের উপর চড়ে মাঠের দিগন্তজোড়া প্রকৃতি দেখে বেড়াতাম। তাকে নিয়ে আমি ছুটতাম ঝড়ের গতিতে। মাঝে মাঝে ঘোড়া দেখলে নিজের মধ্যে থাকা এই অনুভূতিটা গভীরভাবে মনে পড়ে যায়।


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন

ছবির বিবরণ
বিভাগফটোগ্রাফি
ডিভাইজRealme 6i
বিষয়কয়েকটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি এ্যালবাম
ছবির কারিগর@jibon47
ছবির অবস্থান[সংযুক্তি](দেওয়া আছে)

Sort:  
 3 years ago 

প্রাকৃতিক এই সৌন্দর্যের স্মৃতি আমার ফোনের মাধ্যমে ধারণ করে রাখে।

আমার মনের কথাটা আপনি বলছেন। আমিও এই কাজটা করি। কোনো জায়গায় বেড়াতে গেলে আমি চেষ্টা করি কিছু ফটোগ্রাফি করার জন্য। আপনার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেছি ভাই। 💕💕

 3 years ago 

আমি তো সবসময় ধান্দা খুঁজে বেড়াই কখন কোথায় কোন ফটোগ্রাফি টা করতে হবে। সব সময় চেষ্টা করি নতুন নতুন ফটোগ্রাফি করার জন্য।

 3 years ago 

আসলে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। আপনি খুব সুন্দর অত্যন্ত দক্ষতার সহকারে আলোকচিত্রকর ক্যামেরাবন্দি করেছেন। এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বিশেষ করে ঘোড়ার গাড়ী দেখে খুব ভালো লাগলো। এত অসাধারণ আলোচিত শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 3 years ago 

যদিও এখন তেমন একটা ঘোড়ার গাড়ি দেখা যায় না তবে মাঝে মাঝে মাঠে গেলে ঘোড়ার গাড়ি দেখা যায়। ঘোড়ার গাড়ি দেখতে আমার খুবই ভালো লাগে।

 3 years ago 

আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে মন ছুয়ে গেল সত্যি আপনি দেখছেন দোর ফটোগ্রাফি করেন আগে জানতাম আজকের ফটোগ্রাফির মধ্যে বিশেষ করে প্রথম দ্বিতীয় ও চতুর্থ এবং পঞ্চম নাম্বার ফটো সবথেকে বেশি ভালো লেগেছে আমার কাছে সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল

 3 years ago 

যদিও আমি তেমন ভাল ফটোগ্রাফি করতে পারিনা মাঝেমধ্যে চেষ্টা করি তবে আমার এই ফটোগ্রাফি গুলোর মধ্যে কিছু কিছু ফটোগ্রাফি আপনার কাছে ভাল লেগেছে এটা জেনে খুবই ভালো লাগলো আমার। ধন্যবাদ

 3 years ago 

আপনার হাতে জাদু আছে বলতে হয় না হলে কি এত সুন্দর কেউ ফটোগ্রাফি করতে পারে। আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে এবং আপনি আপনার ফটোগ্রাফি সম্পর্কে খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

যদিও আমি তেমন ভাল ফটোগ্রাফীর করতে পারি না তবে মাঝে মাঝে চেষ্টা করি মুঠোফোনে ফটোগ্রাফি করার জন্য। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

 3 years ago 
 3 years ago 

ভাই আপনি ঠিকই বলেছেন আপনি যেরকম প্রকৃতিপ্রেমী আমিও একই রকম প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চায়। আমারও যখন মন খুব খারাপ লাগে তখন আমি এই প্রকৃতির মাঝে এসে একটু সময় দিয়ে নিজের মনকে ফুরফুরা করে রাখি। আপনার আজকের প্রকৃতির ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার ছিল গোলাপ ফুলটিকে যা লাগছে না ভাই, মন চাচ্ছে এখনই নিয়ে নেই। অসংখ্য ধন্যবাদ খুবই চমৎকার বেশ কিছু অসাধারণ ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সত্যি বলতে আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ। যখন খুব একা একা লাগে তখন হারিয়ে যাই প্রকৃতির মাঝে চলে যাই মাঠে কিছুটা সময় একা থাকার জন্য সেইসাথে প্রকৃতির সাথে গুনগুনিয়ে গল্প করতে অনেক বেশি ভালো লাগে।

 3 years ago 

দারুন সুন্দর সুন্দর কিছু রান্ডম ফটোগ্রাফি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন ।রেন্ডম ফটোগ্রাফি গুলো দেখতে আসলেই অনেক ভালো লাগে, খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পাওয়া যায়। ট্রাক্টরের জমি চাষ করা অনেকদিন পরে দেখলাম এই দৃশ্যটা আমার কাছে সামনাসামনি দেখতে অনেক ভালো লাগে ।আসলেই অনেক ভালো ফটোগ্রাফি করেন আপনি।

 3 years ago 

আমার এই ফটোগ্রাফিক পোস্ট আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে আমি অনেক আনন্দিত। সেইসাথে আপনি অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন। এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ

 3 years ago 

আমাদের কমিউনিটির সকলের মতো আমিও প্রকৃতির ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসি। প্রকৃতির মধ্যে সকল সৌন্দর্য নিহিত রয়েছে। আপনিও গ্রাম বাংলার প্রকৃতির সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রতিটি ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।

 3 years ago 

প্রকৃতিকে ভালবাসি না এমন মানুষ হয়তো খুব কমই আছে। আমরা সচরাচর সবাই প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি ব্যক্তিগতভাবে আমি মাঝে মাঝে প্রকৃতির প্রেমে পড়ে যাই। নিজেকে হারিয়ে ফেলি প্রকৃতির মাঝে

 3 years ago 

আসলে ভাই আমারও ফটোগ্রাফি অনেক পছন্দের। যখন একটু সময় পাই ফটোগ্রাফি করার চেষ্টা করি। যদিও আমি প্রফেশনাল না। তবে সামনে যা পায় তাই ফটোগ্রাফি আকারে তুলে ধরার চেষ্টা করি। ভাই আপনার ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ ফটোগ্রাফি স্কিল আপনার। বিশেষ করে জবা ফুল এবং নদীতে মাঝিদের মাছ ধরার দৃশ্য যে অসম্ভব সুন্দর লাগতেছে। এছাড়াও সাদা গোলাপ টি অসাধারণ লাগতেছে। আমার মনে হয় সব গুলো ছবি অনেক অসাধারণ হয়েছে ভাই।ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমিও তেমন ভাল ফটোগ্রাফার না তবে মাঝে মাঝে চেষ্টা করি ফটোগ্রাফি করার জন্য। ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে এভাবে চেষ্টা করতে থাকলে একটা সময় যে অবশ্যই ভালো ফটোগ্রাফার হবো ইনশাল্লাহ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.032
BTC 80502.73
ETH 3190.86
USDT 1.00
SBD 2.77