আকাশের সব টুকু নীল নিয়ে [benificiary ১০% @shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ১০ ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | বুধবার| শরৎকাল|



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে নীল আকাশ এর বর্ণনা সম্পর্কে উপস্থাপন করবো। আশা করছি আপনাদের ভালো লাগবে


সবাইকে শুভ রাত্রি।
সনু নিগমের সেই বিখ্যাত গান টা দিয়েই আজকের পোষ্ট শুরু করেছি। গান টা হলোঃ-

আকাশের সব টুকু নীল নিয়ে চলে গেছো তুমি অনেক দূরে,স্বপ্ন দেখা ভুলে গেছে মন বাজলো না তো মগ্ন কোন সুরে।
গান টা আমার খুবই প্রিয়,ঠিক তেমনই ভাবে আজকের আকাশটা সেজেছিল নীল রং এ। আকাশের দিকে তাকিয়ে থাকতে কার না ভালো লাগে বলেন,আমরা সবাই আকাশের দিকে তাকিয়ে থাকতে খুবই পছন্দ করি,বিশেষ করে যখন আমাদের মন খারাপ থাকে তখন আকাশের দিকে তাকিয়ে মনের দুঃখ কষ্টের কথা প্রকাশ করলে আমাদের মন ভালো হয়ে যায়।

Photo


IMG20210721183107.jpg

IMG20210724173313.jpg

ছবিঃ-নীল আকাশ

গত রাতে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির কারনে পুকুর,ডোবা সব প্রায় পানিতে ভরে গেছে,মনে মনে ভাবছিলাম হয়তো সকালে সূর্য উঠবে না। কিন্তু অবাক করা বিষয় হলো সকাল হতে না হতেই সকল মেঘ কাটিয়ে সকালে সোনালী রোদ চারিদিকে মুখরিত হয়ে ওঠে। মনে হচ্ছিল আজ সূর্য তার সর্বোচ্চ তিব্রতা নিয়ে সমস্ত রাগ একত্রিত করে জেগে উঠেছে। সকাল সকাল শুরু হয়ে গেল প্রচুর গরম, গরমের সাথে মৃদু বাতাস ও ছিল দুই এ মিলে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর দিন ছিল।

Photo


IMG20210724173238.jpg

IMG20210716111518.jpg

ছবিঃ-দুপুরের আকাশ

ঘুম থেকে উঠে সকালের খাবার খেয়ে বাজারে চলে যাই সকাল টা উপভোগ করার জন্যে। দুপুর নামতে নামতেই দিনটা যেন আররএকটি রুপে রুপান্তরিত হলো,সারা আকাশ নীল বর্ণে ছেয়ে গেলো। মনে হচ্ছিল কে যেন নীল কাপড় দিয়ে আকাশ ঢেকে দিয়েছে। আকাশে জলীয়বাষ্প গুলো উড়ে বেড়াচ্ছিল। নীল আকাশের ভেতর দিয়ে যখন জলীয়বাষ্প উড়ে যাচ্ছিল তখন কি যে এক অপরূপা দৃশ্য দেখা যাচ্ছিল তা বলে বোঝানো যাবে না।

Photo


IMG20210721174312.jpg

IMG20210714095635.jpg

ছবিঃ-বিকেলের আকাশ

দুপুর গরিয়ে বিকেল চলে আসলো, যেহেতু দিন টা খুবই ভালো ছিল তাই ভাবলাম যাই একটু নদীর পাশ থেকে ঘুরে আসি। নদীর পাশে গিয়ে দেখলাম অপরূপ এক সৌন্দর্য। নীল আকাশের প্রতিচ্ছবি পরেছে নদীর বুকে। নদীতে কোন ঢেও ছিল না নদী ছিল খুবই শান্ত। শান্ত নদীতে মেঘের দৃশ্য দেখতে খুব ভালো লাগছিল। বিকেল যে এতোটা সুন্দর হয় তা হয়তো নদীর পাশে না গেলে হয় তো বুঝতামই না।

Photo


IMG20210712192814.jpg

IMG20210727184714.jpg

ছবিঃ-সন্ধ্যার আকাশ

সন্ধ্যার একটু আগে আকাশ টা পুরো নীল রং ঢেকে গিয়েছিল। যা দেখে আমি সত্যিই খুব অবাক হয়েছিল। আমি নিজেকে আর একটু খুশি রাখার জন্যে একটা নৌকা নিয়ে আমি মাঝ নদীতে যাই। মাঝ নদীতে নৌকা একটি খুঁটির সাথে বেঁধে কিছু সময় বসে থাকি।সন্ধা হওয়ার পরে আমি ওখানেই বসেছিলাম।

নীল আকাশ দেখে তখন আমার সনু নিগমের সেই গানটা মনে পরেঃ-

আকাশের সব টুকু নীল নিয়ে চলে গেছো তুমি অনেক দূরে,স্বপ্ন দেখা ভুলে গেছে মন বাজলো না তো মগ্ন কোন সুরে।

সন্ধ্যার পরে একটু মৃদু বাতাস ওঠে আর তখন নদীতে ঢেউ শুরু হয়। নীল আকাশ আর নদীতে ঢেউ যার কারনে নৌকা দুলছিল। আমি মনে কিছুটা ভয় নিয়ে তারাতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা হই।
নীল আকাশের দেখার প্রতি ভালোবাসা ছিলো আছে এবং থাকবে।



আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন



Sort:  
 3 years ago 

প্রথম ছবিটি অসাধারণ ছিল আর বাজারে যাওয়াটা আমাদের মোটামুটি সবারই অভ্যাস এবং আপনার দৈনন্দিন কাজকর্মগুলো মোটামুটি এরকম স্বাভাবিক এবং আপনার দিনের রুটিনটা দেখে ভালো লাগলো।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

অনেক সুন্দর ফটোগ্রাফি সাথে লেখাটাও সুন্দর হয়েছে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া💜

 3 years ago 

এসব প্রকৃতির প্রেমে পড়বে না এরকম মানুষ পৃথিবীতে নেই বললেই চলে। খুব সুন্দর লাগছে নদীর উপরে নীল আকাশটা। আপনার ফটোগ্রাফি টাও সুন্দর হয়েছে।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ

You have been upvoted by @sm-shagor A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67584.80
ETH 3438.61
USDT 1.00
SBD 2.70