রেসিপি পোস্ট : - বরই আচার রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

IMG20240216121205-01.jpeg

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি। "আমার বাংলা ব্লগ" এর সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

সুন্দর একটি রেসিপি পোস্ট নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি।আপনাদের সঙ্গে বেশিরভাগ সময়ই আমি নাস্তার রেসিপি শেয়ার করে থাকি। আজকের রেসিপিটি একটু ভিন্ন ধরনের। কারণ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বরই আচার রেসিপি। বরই এর আচার খেতে আমার খুব ভালো লাগে। আমার পরিবারের সবাই বরই খেতে খুব পছন্দ করে। তাই গাছ থেকে পাড়া পাকা বরই দিয়ে এই আচারটি তৈরি করেছি। বরইয়ের টক ঝাল মিষ্টি আচার খেতে আমার বেশ ভালো লাগে। তাই তৈরি করে ফেললাম টক ঝাল মিষ্টি বরই আচার।আচারটি খেতে খুবই সুস্বাদু ছিল। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেয়া যাক কিভাবে তৈরি করলাম বরইয়ের আচার।

বরই আচার রেসিপি

IMG20240216121506-01.jpeg

IMG20240216121524-02.jpeg

IMG20240216121311.jpg

IMG20240216121307.jpg

IMG20240216121305.jpg

প্রয়োজনীয় উপকরণ

১.পাকা বরই
২.লাল মরিচ
৩.চিনি
৪.পাঁচফোড়ন
৫.তেজপাতা
৬.তেল
৭.লবণ

IMG20240216101712.jpgIMG20240216101747.jpg

IMG20240216101805.jpg

ধাপ-১:

প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিব।এরপর পাকা মরিচগুলো
দুই থেকে তিন মিনিট সময় ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে এক থেকে দুই মিনিট সুন্দর ভাবে ভেজে নিব।

IMG20240216103042.jpgIMG20240216103307.jpg
ধাপ-২:

এখন পাটায় ভাজা মরিচগুলো সুন্দরভাবে বেটে নিব। তারপর ভেজে রাখা পাঁচফোড়নও বেটে গুড়ো করে নিব।

IMG20240216103959-01.jpegIMG20240216104402-01.jpeg
ধাপ-৩:

এরপর কড়াইয়ে পানি গরম করে এর মধ্যে পাকা বরইগুলো দিয়ে দিব। কিছু সময় জাল করে বরইগুলো সিদ্ধ করে নিব।সিদ্ধ করে কড়াই থেকে নামিয়ে নিব।

IMG20240216103401-01.jpeg

ধাপ-৪:

এখন কড়াইয়ে পরিমাণমতো তেল দিয়ে হালকা গরম করে এর মধ্যে দুইটা পাকা মরিচ দিয়ে দিব।দুই থেকে তিন মিনিট পাকা মরিচ ভেজে নেয়ার পরে তেজপাতা ও পাঁচফোড়ন দিয়ে দিব।

IMG20240216104757-01.jpegIMG20240216104902-01.jpeg
ধাপ-৫:

তেজপাতা ও পাঁচফোড়ন কিছু সময় ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করা বরইগুলো।কিছু সময় বরই নেরে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব চিনি।

IMG20240216105231-01.jpegIMG20240216105400-01.jpeg
ধাপ-৬:

চিনি দিয়ে অনেক সময় নাড়তে থাকবো। চিনি গলে গেলে এর মধ্যে দিয়ে দিব লবণ এবং গুড়ো করে রাখা মরিচ ও পাঁচফোড়ন।

IMG20240216105739-01.jpegIMG20240216110303-01.jpeg
ধাপ-৭:

এখন বরইগুলো চামচের সাহায্যে সুন্দরভাবে নেড়ে নিব। যখন বরই এর মধ্য থেকে পানি শুকিয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব।

IMG20240216113933-01.jpegIMG20240216120118-01.jpeg

IMG20240216120127-01.jpeg

পরিবেশন

IMG20240216121146.jpg

IMG20240216121233.jpg

IMG20240216121236.jpg

IMG20240216121242.jpg

IMG20240216121250.jpg

IMG20240216121246.jpg

তৈরি করে ফেললাম টক ঝাল মিষ্টি বরই এর আচার। এই ধরনের আচার খেতে সবারই অনেক ভালো লাগে।আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে মন্তব্যে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের মত এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোন পোস্ট নিয়ে। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীরেসিপি পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 2 years ago 

এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনার পরিবারের সকলেই বড়ই আচার খেতে অনেক বেশি পছন্দ করে এবং ভালোবাসে। অন্যান্য আচারের থেকে বড়ই এর আচার আমার কাছে সব থেকে বেশি সুস্বাদু লাগে, আর আপনি যেরকম ভাবে প্রস্তুত করেছেন বোঝাই যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বরইয়ের আচার আমারও খুবই পছন্দের। আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি অনেক সুন্দর টক ঝাল মিষ্টি বরই আচার তৈরি করেছেন। আসলে এখন বরই মৌসুম এভাবে আচার তৈরি করে রাখলে সারাবছর খাওয়া যায়। আপনার আচার দেখে লোভ লেগে গেল। প্রতি ধাপ অনেক সুন্দর করে দেখেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিকই বলেছেন, এভাবে আচার তৈরি করে রাখলে সারাবছর খাওয়া যায়। আমার আচার তৈরির রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 2 years ago 

কাঁচা বড়ই কিংবা বড়ইয়ের আচার দুটোই খেতে আমি ভীষণ পছন্দ করি। বিশেষ করে টক ঝাল মিষ্টি বড়ই আচার খেতে একটু বেশি ভালো লাগে। আপনার তৈরি করা বড়ইয়ের আচার দেখে ভীষণ লোভনীয় লাগছে। দেখেই বোঝা যাচ্ছে বড়ই আচার খেতে অনেক মজা হয়েছিলো তৈরির প্রতিটা ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করে দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমিও বরই খেতে খুব পছন্দ করি।হ্যাঁ, এই আচার খেতে অনেক সুস্বাদু ছিল।

 2 years ago 

আচার পছন্দ করে না এমন মানুষ কমই আছে । আচার খেতে আমার কাছে বেশ ভালই লাগে। আপনার আচার গুলো দেখেই লোভনীয় লাগছে দেখে এখান থেকে তুলে নিয়ে খেতে ইচ্ছে করছে। তৈরি করার ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। মজাদার ও পছন্দের রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আমারও মনে হয় সকালেই আচার খুবই পছন্দ করে। আমার তৈরি বরই আচার খেতে সত্যি অনেক সুস্বাদু ছিল। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি অনেক লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করলেন। আসলে বড়ই আচার এমন একটি জিনিস যা দেখলে জিভের পানি চলে আসে। আপনার আচার তৈরি রেসিপি দেখে খুব লোভ লাগলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

 2 years ago 

মজাদার বড়ই আচার রেসিপি তৈরি করেছেন। এই আচার রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আসলে বড়ইয়ের আচার রেসিপি আমার খুবই প্রিয়। কিছুদিন আগে আমি কিনে খেয়েছি। আজকে আপনার রেসিপি দেখে তৈরি করা শিখে নিলাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আচার হচ্ছে এমন একটা জিনিস যা দেখলেই সবারই খেতে ইচ্ছা করে। বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন,অনেক সুস্বাদু হবে।

 2 years ago 

আপু এই রাতে আপনার বড়ই এর আচার দেখে তো জিভে জল চলে এলো ।এটি এমন একটি জিনিস যা দেখলে যে কারোরই লোভ লাগবে ।কয়েকদিন আগে আমিও বরইয়ের আচার তৈরি করেছি। তবে পাকা বড়ই দিয়ে নয়, কাঁচা বরই দিয়ে। আপনার আচারটি দেখে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কাঁচা বরই দিয়ে কখনো আচার তৈরি করে খাওয়া হয়নি। একদিন তৈরি করে খেয়ে দেখব। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

যে কোনো ধরনের আচার আমার খুব পছন্দের। আজ আপনি খুব লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার আচার দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। বরই আচার রেসিপি তৈরি বেশ দুর্দান্ত হয়েছে। ‌ বিশেষ করে বরই আচারে পাঁচফোড়ন দেওয়াতে খেতে বেশ ভালো লাগবে। এত সুন্দর আচার রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

যেকোনো ধরনের আচারে পাঁচফোড়ন দিলে এর সুগন্ধ অনেক বৃদ্ধি পায়। এবং স্বাদও অনেক বেড়ে যায়।

 2 years ago 

আসলে প্রথমে এই বলি যে, আপনার এই বড়ই এর আচারের রেসিপিটা দেখে আমার জিভে জল চলে এসেছে। কিন্তু বর্তমান সময়ে এ ধরনের দেশী বড়ই খুব কম পাওয়া যায়। কারণ এখনই বাজারের পুরোটা জুড়েই বিভিন্ন ধরনের হাইব্রিড বড়ই পাওয়া যায়। এছাড়াও আপনার এই বড়ই এর আচার তৈরির রেসিপিটা আমার কাছে মনে হচ্ছে অনেক পুরনো ধরনের একটা রেসিপি। আসলে এ ধরনের আচারের রেসিপি বর্তমান সময়ে বিলুপ্ত হওয়ার পথে। আশাকরি আপনার এই আচারটি খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই আচারটি খেতে সত্যিই অনেক সুস্বাদু ছিল।সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু কি আর বললো আপনার বরই আচার দেখে লোভ সামলানো যাচ্ছে না। আমার অনেক পছন্দের এটা আচার।আপনি বেশ চমৎকার ভাবে বরই আচারের রেসিপি শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

এই ধরনের আচার দেখলে লোভ সামলানো সত্যি অনেক কষ্টকর।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.33
JST 0.031
BTC 109440.28
ETH 3894.61
USDT 1.00
SBD 0.86