জেনারেল রাইটিং || কথার মাধুর্যতা

in আমার বাংলা ব্লগlast month


আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম

জেনারেল রাইটিং পোস্ট


IMG_20240517_092844.jpg

Photography device: Huawei P30 Pro-40mp



জানি আমার এই কথাগুলো অনেকের কাছে গুরুত্বহীন হবে। তবুও নিজের বিবেক থেকে কিছু বলে যেতে চায়। হয়তো আজকের টপিক্স দেখে বুঝে গেছেন কি বিষয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, ঠিক আইডিয়া করেছেন আপনারা। একজন সৎ ব্যক্তির বিশেষ কিছু গুণাবলী থেকে থাকে। তার মধ্যে কথার মাধুর্যতা অন্যরকম শ্রেষ্ঠ গুণ। এখন কথার মাধুর্যতা বলতে কী বোঝায়। সেটা আমাদের ভালোভাবে জানতে হবে।

প্রথমে খারাপ মানুষের প্রসঙ্গ দিয়ে শুরু করতে চাই। কথায় আছে দুষ্টু লোকের মিষ্টি কথা। ঠিক এমনই কিছু অসাধু খারাপ কার্যকলাপের ব্যক্তিদের মুখে কিন্তু খুব সুন্দর সুমিষ্ট ভাষা খুঁজে পাওয়া যায়, যেগুলো মানুষের মন ভুলানো কথা। তবে সচরাচর আমাদের সকলের কথা বাত্রা গুলো সুন্দর হওয়া প্রয়োজন রয়েছে। কর্কশ ভাষায় কথাবার্তা বলা কেউ কখনো পছন্দ করেনা। যেমন: পথ চলতে মানুষের সাথে কথা বলতে নিজের মধ্যে কিছু নম্র ভদ্র কথাবার্তা থাকতে হবে। কথা বলার ধরনটা থাকতে হবে এমন নম্র, যেন যার সাথে কথা বলবেন সে আপনার কথায় মুগ্ধ থাকে এবং আপনার কথার থেকে কোন আঘাত না পায়। মানুষের গায়ে যেমন আঘাত করা যায়, ঠিক তেমনি মুখের কথার মাধ্যমে মনে আঘাত দেওয়া যায়। এমন কোন কথা আমরা একে অপরের সাথে অর্থাৎ পরস্পরে কথোপকথনের মধ্যে বলবো না, যাতে মনে আঘাত দেয়। কথার মধ্যে থাকবে কোমলতা নম্রতা ভদ্রতা অর্থাৎ এক কথায় যাকে বলে কথার মাধুর্যতা। আর কথার এই মাধুর্যতার মধ্যে থাকবে বেশ কিছু নিয়ম শৃঙ্খলা। যেমন অবশ্যই কথা হতে হবে নরম সুরে, কখনো কারো সাথে কথা বলতে গেলে উচ্চস্বরে গলাবাজি করে কথা বলা মোটেও উচিত নয়।

আমরা সবাই একটা কথা যেমন বলে থাকি "ব্যবহারে বংশের পরিচয়" কথাবার্তার ক্ষেত্রে কিন্তু ঠিক তাই। আপনি যেভাবে মানুষের সাথে কথা বলবেন, আপনার কথার মাধ্যমে কিন্তু আপনার পরিচয় ফুটে উঠবে অন্যের মাঝে। আপনি প্রতিনিয়ত ভদ্রভাবে কথার মাধুর্যতা বজায় রেখে মানুষের সাথে কথা বলুন, আপনি দিনে দিনে মানুষের দৃষ্টিতে অনেক শ্রদ্ধার অথবা স্নেহের পাত্র হয়ে উঠবেন। তবে শুধু কথার এই মাধুর্যতা বজায় রেখে নাই সার্বিক দিক আপনার বজায় রাখতে হবে, তবে সে সার্বিক দিকের মধ্যে প্রথমত আপনার কথার চালচলনটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাজে এমন কিছু মানুষ দেখা যায়, খুবই ভালো মানুষ। মানুষের সাথে কখনো খারাপ আচরণ করে না মানুষের উপকারে লিপ্ত থাকে। এক কথায় সৎ ব্যক্তি যাদের বলে। সে সমস্ত মানুষগুলো কিন্তু সমাজের দৃষ্টিতে অনেক সময় খারাপ বলে গণ্য হয় তার কথাবার্তা ধরনের জন্য। কথাবার্তা যদি শৃঙ্খলার মধ্যে না থাকে মাধুর্য সম্পন্ন না হয় তাহলে অনেকে বলবে মানুষটা ভালো ঠিকই কিন্তু তার ব্যবহার ভালো নয়। এই যে মানুষের দৃষ্টিতে ভালো ব্যবহারটা আপনার কথার মাধুর্যতার মধ্য দিয়ে প্রকাশ পায়। তাই অবশ্যই দশ জন মানুষের মন খুশি রেখে কথা বলতে হলে, অবশ্যই আমাদের কথার মাধুর্যতা থাকতে হবে। যেখানে সুন্দর ব্যবহার, নম্র ভাষা, বিনয়ী ভাষা, নরম সুরে কথা বলা, গলা চড়িয়ে না কথা বলা, হালকা হাসিমুখে বিনয়ের সাথে কথা বলা এগুলোর মধ্যে দিয়ে একজন মানুষ তার ব্যবহার সুন্দর করতে পারে। আর কথাবার্তার মাধুর্যতা ফিরিয়ে আনতে পারে। তাই আসুন আমাদের প্রতিনিয়ত পথ চলায়, মানুষের সাথে কথা বলায়;এমন সুন্দর ব্যবহার মনের মধ্যে সৃষ্টি করি। যেখানে কথার মাধুর্যতা অব্যাহত থাকবে।

IMG_20240513_120902.jpg



PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ



received_434859771523295.gif


পোস্ট এর বিবরণ


বিষয়জেনারেল রাইটিং
ফটোগ্রাফি ডিভাইসHuawei P30 Pro-40mp
ক্রেডিট@jannatul01
দেশবাংলাদেশ
ব্লগারআমার বাংলা ব্লগ কমিউনিটি


আমার পরিচয়



আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png

Sort:  
 last month 

অনেক অনেক ভালো লাগলো আপনার সুন্দর এই রাইটিং দেখে। বেশ দারুন কথা উপস্থাপন করেছেন আপনি। আসলে যত দিন যাচ্ছে তত মানুষের ব্যবহার যেন খারাপ হয়ে পড়ছে। বেশিরভাগ মানুষের মধ্যে লক্ষ্য করা যায় কথার ধরন খারাপ। নম্র ভদ্র ব্যবহার নেই বললেই চলে। কথার মাধুর্যতা রয়েছে এমন মানুষ খুবই কম। যাইহোক অনেক অনেক ভালো লাগলো পড়ে।

 last month 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 last month 

আমাদের প্রত্যেকের উচিত নিজেদের ব্যবহার পরিবর্তন করা। আর কথার মাঝে মাধুর্যতা ফিরিয়ে আনা। আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লেগেছে। আপু আপনি অনেক সুন্দর করে গুছিয়ে কথাগুলো লিখেছেন। আর গুরুত্বপূর্ণ কথাগুলো সবার মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।

 last month 

অনেক ভালো লাগলো আপনার মন্তব্য দেখে।

 last month 

ঠিক বলেছেন আপু আমাদের প্রত্যেকেরই উচিত নিজেদের কথার মধ্যে মাধুর্যতা আনার। কথায় যদি কোন মাধুর্যতা না থাকে তাহলে খুবই খারাপ লাগে। খুব সুন্দর কয়েকটি কথা তুলে ধরেছেন আপু। আপনার লেখাটি পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 29 days ago 

সুন্দর এই বিষয়টা ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 29 days ago 

খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলে আমাদের সকলেরই উচিত কথার ভিতরে মাধুর্যতা নিয়ে আসা৷ যদি আমরা কথার মধ্যে কোন ধরনের মাধুর্যতা নিয়ে আসতে না পারি তাহলে কখনোই আমাদের কথা শুনতে কারো কাছে ভালো লাগবে না৷ ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷

 29 days ago 

পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 57983.59
ETH 3132.93
USDT 1.00
SBD 2.44