মোবাইল নষ্ট হয়ে যাওয়ার পর ঠিক করতে গিয়ে বিড়ম্বনায় পড়লাম।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মোবাইল নষ্ট হয়ে যাওয়ার পর ঠিক করতে গিয়ে বিড়ম্বনায় পড়লাম।। বিগত ১০-১২ দিন আগে আমার মোবাইল নষ্ট হয়ে গেল। বলতে গেলে হাত থেকে মোবাইল করে মোবাইলের ডিসপ্লে এবং টাচ নষ্ট হয়ে গেল। এরপর আমি রকি ভাইকে ফোন করে মোবাইল ঠিক করার কথা বললাম। তখন রকি ভাই বলেছে দাগনভূঞা বাজারে যাওয়ার জন্য। যদিও দাগনভূঞা বাজার আমাদের বাড়ি থেকে ১২ থেকে ১৩ কিলোমিটার দূরে। তারপর একদিন বিকেল বেলা আমি দাগনভূঞা বাজারে গেলাম মোবাইল ঠিক করার জন্য। এরপর আমি তার পরিচিত দোকানে গিয়ে মোবাইল দেখালাম।
তারপর দোকানদার লোকটি আমার মোবাইল দেখে বলল টাচ এবং ডিসপ্লে দুটোই খারাপ হয়ে গেল। এবং এই গুলো ঠিক করতে দুই হাজার টাকা লাগবে। পরে আমি আরেক দোকানে দেখলাম রকি ভাইয়ের পরিচিত লোকের কাছে। তখন ওই লোক বলেছে ১৫০০ টাকা হলে মোবাইল ঠিক করা যাবে। তারপর আমি নিজেও রাজি হয়ে গেলাম মোবাইল ঠিক করার জন্য। এরপর লোকটি আমাকে বলল এক ঘন্টার মধ্যে মোবাইল ঠিক করে দেবে। এক ঘন্টা মোবাইল ঠিক করার কথা বলে সেই মোবাইলের কাজ নিলেন।
এরপর আমি যখন এক ঘন্টা পর গেলাম সে বলতেছে কালকে সকাল বেলা আসার জন্য। আজকে মোবাইল ঠিক করতে পারবে না। তারপর আমি বাড়িতে চলে আসলাম। এর পরের দিন গিয়ে মোবাইলটি নিয়ে নিলাম টাকা দিয়ে। আমি দেখলাম মোবাইলের টাচ এবং ডিসপ্লে ঠিক করেছে। এরপর আমি বাড়িতে চলে আসলাম মোবাইল নিয়ে। বাড়িতে আসার পর দেখতেছি আমার মোবাইলে কোন আওয়াজ বা কোন শব্দ নেই। বলতে গেলে মোবাইলের স্পিকার এবং আওয়াজ বন্ধ হয়ে গেছে। তারপর আমি রকি ভাইকে তাড়াতাড়ি জানালাম। রকি ভাই বলতেছে কোন সমস্যা নেই কোন সময় আসলে ঠিক করে নিয়ে যাওয়ার জন্য।
এবং ৮-৯ দিন পর্যন্ত আমি ওই দোকানে আর গেলাম না কারণ আমার সময় হয় নাই ।ও আমাদের বাড়ি থেকে দোকানটি দূরে। কালকে সন্ধ্যার পর আমি ওই দোকানে গেলাম মোবাইলটি দেখানোর জন্য। প্রথমে লোকটিকে আমি পরিচয় দিয়ে তারপর বলতেছি আমার মোবাইলে এই সমস্যা। তখন লোকটি বলতেছে ঠিক আছে এখনই দেখতেছি মোবাইল। এরপর লোকটি দোকানের অন্য লোককে দিয়ে মোবাইলটি খোলালেন। এবং খোলানোর পর মোবাইলটি দেখে তারা কি যেন কথা বলতেছে। এরপর দোকানের মালিক বলতেছে মোবাইলটি কে দিয়ে ঠিক করেছে। এবং দোকানের মধ্যে মোবাইল ঠিক করার লোক দুইজন এর দোকানের মালিক একজন তিনজন।
তারপর দোকানের মালিক ওই লোকদেরকে চিল্লাচিল্লি করতেছে। কাজ বরাবর করলে কর না হলে কাজ ছেড়ে দাও। তোমাদের কারণে আমার দোকানের বদনামি হবে। এবং লোকটি অনেক দূর থেকে এখানে আসলো মোবাইল ঠিক করার জন্য। পরে বলতেছে আপনার মোবাইলে সাউন্ড বক্স লাগানো হয় নাই। এই কারণে আপনার মোবাইলে আওয়াজ হতে কিছু নেই। তারপর দোকানের মালিক তাড়াতাড়ি নিজে মোবাইলটি ঠিক করে দিলেন। এবং দুঃখ প্রকাশ করে সবাইকে দিয়ে যেকোনো যে কোন কাজ করানো যায় না।
যদিও আমার মোবাইল ঠিক করে দিয়ে সেই কোন টাকা আর নিলেন না। তবে ১০-১২ দিন আমি সত্যি বলতে কারো সাথে ঠিকমত কথা বলতে পারি না এবং কোন জরুরী মেসেজ ও আওয়াজ শুনতে পারি না। তবে আমাদের এই কমিটিতে মেসেজ এবং কাজ করতে পারি টাস ঠিক থাকার কারণে। সত্যি বলতে এই কয়দিনে আমার কাছে অনেক খারাপ লেগেছে। এই হলো মোবাইল ঠিক করতে গিয়ে অনেক বড় ভোগান্তিতে পড়া।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Jamal7183151345/status/1843538924356125010?t=LElzgUetgqWX-dniBQK-kw&s=19
মোবাইল ফোন খারাপ হয়ে গেলে সত্যি খুবই খারাপ লাগে । কারন মোবাইল ফোন এমন একটি প্রয়োজনীয় জিনিস যেটা ছাড়া চলা অসম্ভব। আপনি প্রথমবার যখন ফোন ঠিক করে এনেছিলেন তখন সবকিছু তারা ভালোভাবে চেক করে আপনাকে দেয়নি।এই জন্য আপনাকে আবারো দ্বিতীয়বার সেই দোকানে ফোন নিয়ে যেতে হয়েছিল। সত্যি এটা দুঃখজনক ব্যাপার। কিছু কিছু কর্মচারী রয়েছে যারা একদম ঠিক মত কাজ করতে চায় না ।এতে করে দোকানের বদনাম হয়। আপনি ফোন টি ভালোভাবে ঠিক করতে পেরেছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া পোস্টটি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য
আমার পোস্টটি পড়ে আপনি খুব চমৎকার মন্তব্য করেছেন। আসলে মোবাইল নষ্ট হয়ে যাওয়ার পর ঠিক করতে গিয়ে আমি নিজে অনেক বিপদে পড়ে গেলাম। ভালো থাকবেন আপু।
মোবাইল সার্ভিসিং করাতে গেলে অনেক সময় ওরা তাড়াহুড়া করে ঠিক করে দেয়। আর তখন কোনো না কোনো ঝামেলা হয়ে যায়। তাড়াহুড়া করে আপনার মোবাইলের সাউন্ড বক্স লাগানো হয়নি বলেই, আপনি কয়েকটা দিন ভোগান্তির মধ্যে ছিলেন। যাইহোক শেষ পর্যন্ত মোবাইল ঠিক হয়েছে, এটা জেনে খুব ভালো লাগলো। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভাইয়া তাড়াতাড়ি করে কোন কাজ করলে তারা কোন ঝামেলা রেখে দেয়। ভালো লাগলো আপনার অসাধারণ মন্তব্য শুনে।