লাইফ স্টাইল :-মাদ্রাসায় মিটিং উপলক্ষে খাওয়া-দাওয়া করার মুহূর্ত।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অথবা কোথাও ঘুরতে গেলে ওইসব বিষয় নিয়ে পোস্ট লিখতে অনেক ভালো লাগে। বেশিরভাগ সুন্দর মুহূর্ত গুলোর পোস্ট পড়তে এবং লিখতে অনেক ভালো লাগে। সব সময় চেষ্টা করি আমার সুন্দর মুহূর্তের অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ঘুরতে গেলে নিজে মনটাও ফ্রেশ থাকে। তাই সবসময় চেষ্টা করি কোথাও ঘুরতে যাওয়ার হাসিখুশির মুহূর্তটা আপনাদের মাঝেও শেয়ার করার জন্য। আশা করি আপনাদেরও পোস্টটি অনেক ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মাদ্রাসায় মিটিং উপলক্ষে খাওয়া-দাওয়া করার মুহূর্ত। আমাদের মাদ্রাসায় প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হইল। আর আজ পরীক্ষা শেষ হয়েছে। আর সেই উপলক্ষে মাদ্রাসায় মিটিং এবং খাওয়া-দাওয়া করার আয়োজন করেছে। কোরবানি ঈদের আগে আমাদের মাদ্রাসায় এই প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হল। যদিও আমরা নুরালি বোর্ড পরীক্ষার পরে পরীক্ষা নিয়েছে। আর আমাদের মাদ্রাসায় বড় হুজুর পরীক্ষা শেষের দিন মিটিং দিলেন। পরীক্ষা সম্বন্ধে এবং পরীক্ষার রেজাল্ট সম্বন্ধে সবকিছু মিটিং এর মধ্যে তুলে ধরে। আর যেহেতু মিটিং হয়েছে প্রায় দুপুরের সময় এই কারণে খাওয়া-দাওয়ার আয়োজন করল।
তবে আমরা প্রথমে মাদ্রাসায় মিটিং চালু করলাম। মাদ্রাসায় বেতন এবং পরীক্ষার ফি নিয়ে কথা বললেন এবং আমাদেরকে ওই টাকাগুলো দিলেন বড় হুজুর। তারপর কোন তারিখ মাদ্রাসা চালু হবে এবং পরীক্ষার রেজাল্ট কত তারিখের মধ্যে দিতে হবে সেই সম্বন্ধীয় কথা বলেছেন। আর কিছুদিন আগে তালিমুল কোরআন মাদ্রাসা বোর্ড থেকে অডিটর আসলো। আর আমাদের মাদ্রাসায় মোটামুটি রিপোর্ট ভালো থাকায় বিদায় সে সম্বন্ধেও কথা তুলেছেন। আর এরকম মিটিং হলে মাদ্রাসায় ভালো-মন্দ সবকিছু তুলে ধরে। আবার কোন শিক্ষক যদি ছাত্র ছাত্রীর উপর আঘাত করে পড়ালেখার উপরে। তাহলে ওই বিষয় নিয়ে কথা বলে।
কিছুদিন আগে আমাদের এক শিক্ষক একটা ছাত্রকে বিশ বার কানে ধরালো এবং উঠালো বসালো। এ নিয়ে বড় হুজুরের কাছে বিচার দেওয়ার কারণে ওই শিক্ষককে মিটিং এর মধ্যে শিক্ষকদের সামনে মানা করলো যেন এরকম সামনে ভুল না করে। কারণ ছোট ছাত্র-ছাত্রীর সাথে সব সময় সুন্দর ব্যবহার করতে হবে। শিক্ষক ক্লাসে যাওয়ার সময় ছাত্রদেরকে সালাম দেওয়ার জন্য বলেছে। আর আমরা যখন বারোটা বাজে মিটিং শেষ করলাম তখন বড় হুজুর খাওয়া-দাওয়ার আয়োজন করল। আর আমরা সবাই একসাথে খাওয়ার রুমে গেলাম। তবে দেখি মাদ্রাসায় খাসির বিরিয়ানি করেছেন।
এরপর আমরা মাদ্রাসার শিক্ষক সবাই ও বড় হুজুর একসাথে বিরিয়ানি খেতে বসলাম। ওই সময় আমি কয়েকটা ফটোগ্রাফি করেছিলাম। তবে বিরিয়ানি খেতে আমার কাছে এমনিতে বেশি ভালো লাগে। আর খাসির বিরিয়ানি হলে তো আরো বেশি ভালো লাগে। কারণ খাসির বিরিয়ানি খেতে আমার কাছে অসম্ভব মজা লাগে। আর আমরা সবাই বসে শিক্ষকগুলো নিজের মতো করে বিরিয়ানি খেলাম। আর বিরিয়ানি মধ্যে একটু ঝাল হওয়ার কারণে খেতে একটু বেশি মজা লেগেছে। কারণ আমার কাছে ঝাল খেতে একটু বেশিই মজা লাগে। আমাদের পরিবারের সবাই একটু ঝাল বেশি খায়।
এরপর আমরা খাওয়া-দাওয়া করতে করতে বড় হুজুরের সাথে আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। যদিও এই প্রতিষ্ঠানটি আমাদের বাড়ির সামনে এবং জায়গাটি আমাদের বাড়ির। আর এলাকার মধ্যে আমি একজন মাত্র শিক্ষক আছি। আর সবগুলো শিক্ষক বাইরের। আর আজকে সব শিক্ষক তাদের বাড়িতে চলে যাবে ঈদ উপলক্ষে। আর ঈদের সময় ১১ দিন পরে মাদ্রাসা বন্ধ দিয়েছে। সত্যি ১১ দিন বন্ধ পেয়ে আমাদের কাছে অনেক ভালো লাগলো। আর মিটিং এর মধ্যে সবাই নিজেদের মধ্যে অনেক কথা বলেছি একজনের সাথে একজন। আর হয়তো ঈদের পরে আবার সবাই একসাথে হব মাদ্রাসা চালু হলে। এই হচ্ছে মাদ্রাসায় মিটিং উপলক্ষে খাওয়া-দাওয়া করার মুহূর্ত।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1929803731446780391?t=lt0E2EoT3H_6QZpE-aWkIQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Jamal7183151345/status/1929777690724450752?t=Y1pN52hpAx_5zOUWB5wlVQ&s=19
https://x.com/Jamal7183151345/status/1929804347946553832?t=cpzWskyhBKbUhjdJHqbItQ&s=19
https://x.com/Jamal7183151345/status/1929804916043743248?t=SrBV4f9kTJDpZdqjqGa5hA&s=19
https://x.com/Jamal7183151345/status/1929805356836049169?t=kGRYUxX8lyWKunckGSYHLA&s=19
https://x.com/Jamal7183151345/status/1929805874069164403?t=nzyxJOvb2_ZuKbdFpPDJ2A&s=19
https://x.com/Jamal7183151345/status/1929806615143694715?t=FcFW1PQQM0AYhTFpecQe7Q&s=19