আসলে ভাইয়া স্কুল জীবনে পড়াকালীন অটিস্টিক শিশুর গল্প পড়েছি আসলে মানুষ একা থাকতে থাকতে এক সময় অটিস্টিক মানুষের মত হয়ে পড়েছিল রাতুল। অটিস্টিক মানুষেরা একা থাকতেই বেশি পছন্দ করে ঠিক তেমন রাতুল হয়ে পড়েছিল আপনার পোস্ট পড়ে যা বুঝতে পারলাম। আসলে এমনটা হওয়া উচিত নয়,বিপদে পড়লে তখন বন্ধ খুঁজে পাওয়া যায় না। মানুষের সঙ্গে মিলেমিশে থাকাই উচিত।