বাচ্চাদের মাছ ধরার কিছু দৃশ্য (১০%প্রিয় লাজুক খ্যাকের জন্য)

IMG_20240419_100658_481.jpg

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ আমি@jahidulislam01 বাংলাদেশ থেকে আজ শুক্রবার এপ্রিল ,(১৯-৪-২০২৪) আশা করি আমার প্রাণপ্রিয় সকল বন্ধুরা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহতালার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগে কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে বিশেষ করে বাংলা ভাষায় সবাই আমরা কাজ করে থাকি বাঙালি হিসেবে। আজকে আমি নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে গ্রাম্য এলাকায় বাচ্চাদের মাছ ধরার কিছু দৃশ্য। ছোটবেলায় এমন অনেক মাছ ধরেছি কিন্তু আজও মাছ ধরার ইচ্ছা জেগেছিল কিন্তু শরীরটা একটু অসুস্থ।

IMG_20240419_100712_972.jpg

এই ছেলেটি একটি মাছ নড়া দেখে সবার মধ্যে থেকে দড়িয়ে চলে গেল মাছটি ধরার জন্য। আসলে ছোটবেলায় এমন অনেক মাছ ধরেছি চারিদিকে চোখ থাকতো কোনদিকে কাঁদার মধ্যে মাছ নড়ে উঠছে। সবাই মিলে মাছ ধরার মজাই আলাদা, এরা চ্যাং মাছ পেয়েছে অনেক গুলা। সবাই মিলে একত্রে মাছগুলো ধরে একটি হাড়ের মধ্যে রেখেছিল পর্যায়ক্রমে সেগুলো দেখানো হবে আপনাদের।

IMG_20240419_100859_755.jpg

সকালবেলা করে তবুও অনেক রোদ পড়ছে তাই এরা কয়েকজন মাছ ধরছে এবং কয়েকজন ডাঙ্গায় বসে আছে হয়তোবা একটু পরে এরাও আবার নেমে পড়বে মাছ ধরার উদ্দেশ্যে। পুকুরটি থেকে এরা জ্যাং মাছ ধরছে বড়রা রুই মিরগি জাপানি এগুলো ধরে উঠে গিয়েছে ছোট বাচ্চারা নেমে এবার এরা খুঁটে খুঁটে চ্যাং গুলা ধরবে।

IMG_20240419_100854_395.jpg

বড়রা মাছগুলো ধরে পাশের একটি পুকুরে জালের মধ্যে রেখেছিল। পরে মাছগুলো ধরে নেট জলের মধ্যে রেখেছিল রাখার উদ্দেশ্য হচ্ছে মাছগুলো যেন জীবিত থাকে এর জন্য। এবার তারা মাছগুলোকে একটি হাড়ের মধ্যে তুলে নেবে দুইটি লোক যাচ্ছে একজন হাড়ি হাতে এবং একজন মাছটি ধরবে সেই মুহূর্তে একটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি।

IMG_20240419_100658_481.jpg

  • এরা সবাই মিলে অনেক আনন্দের সাথে মাছগুলো ধরছে কারণ চ্যাং মাছ অনেক ছিল। এরপরের ছবিটি দেখলাম ওনার বুঝতে পারবেন কতগুলো মাছ সবাই মিলে ধরেছে।

IMG_20240419_100800_087.jpg

এই হাঁড়ির মধ্যে দেখতে পারছেন অনেকগুলো চ্যাং মাছ। এরা সবাই এই রৌদ্রে কষ্ট করে মাছগুলো ধরেছে এবং আনন্দ পাচ্ছে মাছগুলো ধরার সাথে সাথে। এই ছিল আজ আমার গ্রাম্য বাচ্চাদের মাছ ধরার কিছু দৃশ্য আশা করি আপনাদের ভাল লেগেছে।

Sort:  
 2 months ago 

বেশ ভালো লাগলো মাছ ধরার এত সুন্দর দৃশ্য দেখে। ছোটবেলায় আমরা ঠিক এভাবে অনেক মাছ ধরেছি পুকুরে। এখনো ধরা হয় মাঝে মধ্যে। তবে ভালো লাগলো অনেক জন এভাবে মাছ ধরছে দেখে। বেশ চমৎকার একটি অনুভূতি আমাদের মাঝে ব্যক্ত করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে মতামত প্রদান করার জন্য।

 2 months ago 

আজকে তোমার লেখা পোস্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে গ্রামের ছেলেরা কষ্ট করে হলেও এভাবে মাছ ধরতে খুবই পছন্দ করে। মাছ ধরার ফটোগ্রাফি গুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে হাড়ি ভর্তি চ্যাং মাছ গুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছে। গ্রামের ছেলেদের মাছ ধরার চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ঠিক বলেছেন ভাই মাছ পাই বা না পাই আনন্দটাই বেশি ধন্যবাদ এত সুন্দর ভাবে প্রশংসামূলক কমেন্ট করার জন্য।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাই মাছ ধরার কিছু দৃশ্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আপনার আজকের পোস্টটি পড়ে আমি আমার ছেলেবেলায় হারিয়ে যাচ্ছিলাম। আমিও এভাবে একটা সময় মাছ ধরতাম।

যাইহোক আপনি আমাদের একজন সুপরিচিত ব্লগার। আমি চাই আপনি আরো চমৎকারভাবে এগিয়ে যান। তবে আপনার পোস্ট কোয়ালিটি এবং বানানের যথেষ্ট সমস্যা রয়েছে। আমি আপনাকে কিছু পরামর্শ দিতে চাই।

প্রথমত আমার বাংলা ব্লগের যারা পুরনো মেম্বার রয়েছেন আপনি তাদের পোস্টগুলো বেশি বেশি পড়তে পারেন। এতে আপনার পোস্ট কোয়ালিটি সম্পর্কে বেশ ভালো ধারণা হবে।

  • পোস্টের টাইটেলে সাইফক্স কে আপনি বেনিফিসিয়ারি দিয়েছেন সেটা উল্লেখ করার প্রয়োজন নেই।

  • ছবি নিয়ে কোন পোস্ট করলে সেখানে অবশ্যই লোকেশন সেট করবেন।

  • ছবি শুধুমাত্র পোস্ট করলেই হবে না। ছবিটি প্রয়োজনীয় ইডিটিং এবং সুন্দর করে উপস্থাপন করতে হবে।

  • পোস্ট শেষ করার পর দুই থেকে তিনবার চেক করবেন কোথাও বানানের ভুল রয়েছে কিনা।

  • পোস্ট লেখার পরে আপনার নিজের সম্পর্কে কিছু কথা সেখানে উপস্থাপন করবেন। তাহলে যিনি পোস্টটি পড়ছেন সেই মানুষটির আপনার সম্পর্কে স্পষ্ট ধারণা হবে। এতে করে আপনার পোস্টে সবার আগ্রহ বাড়বে।

ধন্যবাদ ভাই এগিয়ে যান দোয়া রইল।

ধন্যবাদ আপনাকে অনেক বিষয়ে ধারণা দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 months ago 

আশাকরি আমার পরামর্শগুলো খেয়াল রাখবেন।

 2 months ago 

বাচ্চাদের মাছ ধরার সুন্দর একটি দৃশ্য শেয়ার করেছেন ভাইয়া। আসলে মাছ ধরার দেখতে কার না ভালো লাগে। ছোটদের এই মাছ ধরা দেখলে মন চাই। ওদের সাথে গিয়ে মাছ ধরি। আর আপনি অসুস্থ থাকার কারণে আজকে মাছ ধরতে পারেননি জেনে খারাপ লাগলো। সুন্দর একটি পোস্ট সবার মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ঠিক বলেছেন সবারই মাছ ধরা এবং যাহারা মাছ ধরতে পারে অনেক ভালো লাগে শুভকামনা রইল।

 2 months ago 

বাচ্চাদের মাছ ধরার মুহূর্তটা দেখতে পেরে খুবই ভালো লাগলো। সত্য কথা বলতে এই পোস্ট দেখার মাধ্যমে আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। কত যে এভাবে কাঁদার মধ্যে নেমে মাছ ধরেছি তা বলে বোঝানো সম্ভব নয়।

ঠিক বলেছেন ভাই কিছুদিন আগেও আমাদের বড় পুকুর ছিল ভাগে সবাই মিলে মাছ ধরেছে কত আনন্দ করে।

 2 months ago 

আপনার শরীর অসুস্থতার কথা শুনে অনেক খারাপ লাগলো দোয়া করি যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন। আর আমিও ছোট বেলায় এমন অনেক মাছ ধরতাম তখন তো অন্যরকম একটা মাছ ধরার নেশা ছিল, যাইহোক এখন অনেক ব্যস্ততার কারণে এগুলো আর সম্ভব হয়ে ওঠে না তবে আপনার পোস্টটা দেখে ছোটবেলার কথাগুলো অনেক মনে পড়ছিল।

জি ভাই একটু অসুস্থ আপনার জন্য দোয়া কামনা রইল ধন্যবাদ।

 2 months ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বাচ্চাদের মাছ ধরার কিছু দৃশ্য। আসলে আপনার এই পোস্টটি দেখে ছোটবেলায় কাঁদার মধ্যে মাছ ধরার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমি একবার এমন ভাবে মাছ ধরেছিলাম কিন্তু মাছ ধরে বাড়ি ফেরার পরে অনেক জ্বর ঠান্ডা সর্দি কাশি হয়েছিল বাড়ি থেকে অনেক বকা দিয়েছিল সেই কথা আজও মনে পড়ে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

মামা আপনার মূল্যবান কমেন্ট আমার অনেক ভালো লেগেছে। ঠান্ডা জ্বর কাশি সব এসেছে তারপরও আমরা মাছ ধরা বন্ধ করিনি।

 2 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি দৃশ্য তুলে ধরেছেন। আসলে ভাই আপনার পোস্ট দেখে মনে পড়ে গেল সেই ছোটবেলার মাছ ধরার কথা। আসলে ভাইয়া আমিও ছোটবেলায় এভাবে অনেক মাছ ধরেছি। আপনি দেখতে খুবই সুন্দর করে ফটোগ্রাফি করে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন দেখে বেশ ভালো লাগলো। আর তারা যতগুলো মাছ পেয়েছে সত্যিই অবিশ্বাস্য। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আসলে এই পোস্টটি দেখে সবারই ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে যাবে কত না আমরা মাছ ধরেছি ছোটবেলায়।

 2 months ago 

মাছ ধরতে এবং মাছ ধরা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। ছোটবেলায় আমাদের পুকুর ছেঁকলে এভাবে আব্বার সঙ্গে অনেক মাছ ধরেছি। তবে বড় হয়ে আর হয়নি। এখন মাঝে মাঝে ছিপ দিয়ে মাছ ধরা হয়। আপনার পোস্টে এভাবে বাচ্চাদের মাছ ধরা দৃশ্য দেখতে পেরে খুবই ভালো লাগলো। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন মাছ ধরার আনন্দ অন্যরকম, মাছ ধরা পরিশ্রম হলেও মজা রয়েছে।

 2 months ago 

আজকে অতীতের কথা মনে পড়ে গেল বাচ্চাদের মাছ ধরার কিছু দৃশ্য দেখে।এইভাবে মাছ ধরতাম। ভীষণ ভালো লাগতেছে। আপনি বেশ সুন্দরভাবে মুহূর্তগুলো তুলে ধরেছেন। ছোটবেলায় অনেক সময় আনন্দ করেছি। এখন আর সে আনন্দ টান নাই। আজকেও এই মুহূর্তগুলি দেখে অনেক ভালো লাগলো। আপনি বিস্তারিত তুলে ধরেছেন।

জি ভাই ছোটবেলায় আমরা এভাবে কত মাছ ধরেছি কতনা আনন্দ ছিল। বর্তমানে সেগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65160.59
ETH 3545.92
USDT 1.00
SBD 2.43