বেগুন আমারও খুবই পছন্দের সবজি। তা যেভাবে রান্না করা হোক না কেন। ডিম দিয়ে বেগুনের অমলেট রেসিপিটি আমার কাছেই ইউনিক লেগেছে। এভাবে ডিম বেগুণের অমলেট তৈরি করে কখনো খাওয়া হয়নি। আপনার তৈরি করা রেসিপিটি দেখে ভালো লাগলো। নতুন একটি রেসিপি শিখতে পারলাম। ধন্যবাদ আপনাকে।
চেষ্টা করলাম ,একটু ইউনিকভাবে তৈরি করে স্বাদ নিতে।ধন্যবাদ আপনাকে।