You are viewing a single comment's thread from:

RE: অদ্ভুত শিক্ষা ব্যবস্থা

in আমার বাংলা ব্লগ4 months ago

আমার ছোট বোন ক্লাস সেভেনে পড়ে। আমিও দেখি মাঝে মাঝে এই শিল্প সংস্কৃতির জন্য বেশ কিছু জিনিস তৈরি করতে হয় আর্ট ও করতে হয়। আরও একটা সাবজেক্ট রয়েছে জীবন ও জীবিকা। এই সাবজেক্ট টায় খুব সম্ভবত রান্নাও করতে হয়। এই শিক্ষা ব্যবস্থাটা হয়তো ভালোই হচ্ছে ওদের জন্য। আমিও এর বিপক্ষে নয়। তবে আপনি যা বললেন কয়েকদিন পর বিভিন্ন ধরনের সরঞ্জাম কিনতে হয়। তবে একদিকে ভালই হয়েছে ওরা হাতের বিভিন্ন কাজ শিখতে পারছে। তবে কয়েকটা স্কুলে পড়াশোনা না করলে এসব আদার একটিভিটি গুলো বেশি করা হয়। এটা মোটেই কাম্য নয়। তবে আমার ছোট বোন যেখানে পড়ে সেখানে এসবের পাশাপাশি পড়াশোনা পরীক্ষা সবকিছুই হয়।

Sort:  
 4 months ago 

পরীক্ষা পড়াশোনা তা তো অবশ্যই হবে, অনেকের পক্ষেই বাসা থেকে রান্না করে নিয়ে যাওয়া সপ্তাহে সপ্তাহে, কিংবা ড্রইংয়ের জন্য এতসব সরঞ্জাম জোগাড় করতে পারে না। তার থেকে বড় জিনিস হচ্ছে বাচ্চাদের এগুলো করে দিতে হচ্ছে গার্জিয়ানদেরকে। এই জিনিসগুলো বাচ্চাদেরকে শেখানো এক জিনিস সম্পূর্ণ গার্জিয়ান তাদেরকে হেল্প করে দেওয়া এক জিনিস, বাচ্চারা বড় হলে এমনিতেই শিখতে পারবেন এখন এই জিনিসগুলো গার্জিয়ানদেরকেই করে দিতে হচ্ছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 61434.10
ETH 2474.37
USDT 1.00
SBD 2.64