গ্রামের বাড়িতে এরকম অগ্নিকাণ্ডের কথা প্রায় শুনে থাকি গরম চুলার উপরে লারকি গুলো রাখার কারণে আগুন তাড়াতাড়ি ধরে গিয়েছিল। আপনি খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। অনেক বিপদের সময় কি করব ঠিক মাথায় আসেনা কিন্তু আপনি ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে উনাদেরকে খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পেরেছেন এবং তাদের সহযোগিতা করার কারণে আগুন তাড়াতাড়ি নিভাতে পেরেছেন যেন ভালো লাগলো ।তাই আমাদের উচিত লাড়কির চুলা হোক বা গ্যাসের চুলা হোক আমাদের খুব সচেতন থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপু, আমি মাথা ঠান্ডা রেখে ৯৯৯ কল করে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী খুব দ্রুত আনতে পেরেছিলাম বলে, গ্রামের অনেকে আমার খুবই প্রশংসা করছিল। কেননা তারা কেউই ৯৯৯ কল করে ফায়ার সার্ভিস এর দমকল বাহিনী ডাকার কথা ভুলে গিয়েছিল। তবে আমি মাথা ঠান্ডা রেখে কাজটি করেছিলাম বলে সবাই আমাকে ধন্যবাদও জানিয়েছিল। যাইহোক আপু, আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।