পুরাতন টেবিল ক্যালেন্ডার এর মধ্যে পেইন্টিং
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। পেইন্টিং আমার একদমই করা হয় না। অনেকদিন পর আজকে একটা পেইন্টিং শেয়ার করছি। পেইন্টিং টা আমি একটা টেবিল ক্যালেন্ডার এর পিছনে করেছি। এটা গত বছরের একটা ক্যালেন্ডার ছিলো। অনেকদিন ধরে টেবিলের উপর এটা পরে ছিলো। ভাবলাম এভাবে ফেলে না রেখে একটা পেইন্টিং করে রাখলে ভালোই লাগবে দেখতে। তাই এই পেইন্টিং টা করেছি। আমি পেইন্টিং খুব সুন্দর ভাবে পারি না। ম্যান্ডেলা আর্ট গুলো আমার ভালো লাগে। পেইন্টিং এ দক্ষতা নেই বললেই চলে। তারপরও মাঝে মাঝে চেষ্টা করি পেইন্টিং করার। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।
পেইন্টিং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি
- পুরাতন টেবিল ক্যালেন্ডার
- পোস্টার কালার
- তুলি
- মাস্কিং টেপ
প্রথমে ক্যালেন্ডারের শক্ত কাগজ এর চারপাশে মাস্কিং টেপ লাগিয়ে দিলাম।
এবার আমি কাগজের অর্ধেক অংশে নীল আকাশ অংকন করে নিয়েছি। এর নিচে মাঝখান বরাবর একটা রাস্তা অংকন করে নিলাম। রাস্তা আর্ট করার ক্ষেত্রে আমি সাদা এবং কালো রং মিক্স করে নিয়েছি। এর পাশে একটা গাছ অংকন করে নিয়েছি।
এরপরে বাকি অংশে সবুজ ও হলুদ রং মিক্স করে মাঠ রং করে নিয়েছি। দূরে কিছু পাহাড়ের মত অংকন করে নিলাম।
এবার আমি গোলাপি এবং সাদা রং ব্যবহার করে চেরি ব্লোসোম ট্রি অংকন করে নিয়েছি। প্রথমে আমি গোলাপি রং ব্যবহার করেছি এরপর আমি সাদা রং ব্যবহার করেছি। নিচে কিছু পাতা পড়ে আছে এরকম দৃশ্য অংকন করে নিয়েছি।
এরপর আকাশে সাদা মেঘ অংকন করে নিয়েছি।
সবশেষে চারপাশের মাস্কিং টেপ উঠিয়ে নিলাম। এভাবেই পেইন্টিং টা শেষ করলাম।
ধন্যবাদান্তে
@isratmim
কে বলেছে আপনি আর্ট এ দক্ষ না! বেশ সুন্দর এঁকেছেন তো পুরনো ক্যালেন্ডারের পাতায়। নীচে পরে থাকা চেরী ফুল এর মতো ডিটেইলস ও এঁকেছেন। সব মিলিয়ে ভীষণ সুন্দর লাগছে আমার কাছে। চেষ্টা করতে করতেই দক্ষতা চলে আসে।
হ্যাঁ আপু চেষ্টা করব যাতে আরো সুন্দরভাবে করতে পারি।সুন্দর মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করার জন্য ধন্যবাদ।
অনেক সুন্দর হয়েছে আপনার ছবি অঙ্কন করা। খুবই ভালো লাগলো আপনার এত সুন্দর ছবি অঙ্কন করতে দেখে। দারুন প্রতিভা দিয়ে আপনি ছবি অংকন করতে সক্ষম হয়েছেন। এত সুন্দর ছবি একে দেখানোর জন্য ধন্যবাদ।
সুন্দরও গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার পেইন্টিংটি দারুণ হয়েছে। এটা দেখে সত্যিই মুগ্ধ হলাম। টেবিল ক্যালেন্ডারের পেছনে এমন একটি সুন্দর শিল্পকর্ম তৈরি করা আপনার সৃজনশীলতার চমৎকার উদাহরণ। ম্যান্ডেলা আর্টের প্রতি আপনার ভালোবাসা খুবই ভালো লাগলো, আর ছবির মধ্যে আপনার অনুভূতি ফুটে উঠেছে। দক্ষতা না থাকলেও আপনি যেভাবে চেষ্টা করছেন, তা প্রশংসনীয়। আপনাকে ধন্যবাদ এতো সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ। আপনার জন্য রইল শুভকামনা।
বাহ আপু পুরনো টেবিল ক্যালেন্ডারের খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন। আসলে যারা পেইন্টিং করতে ভালোবাসে কিংবা যেকোনো ধরনের ক্রিয়েটিভ কাজ করতে ভালোবাসে তারা কোন জিনিসই ফেলে দিতে চায় না।তারা প্রত্যেকটি ফেলনা জিনিস দিয়ে আকর্ষণীয় জিনিস তৈরি করার চেষ্টা করে। আপনার পেইন্টিংটি সুন্দর হয়েছে আপু। আপনি অবশ্য বরাবরই অসাধারণ পেইন্টিং আমাদের সাথে শেয়ার করে থাকেন।
সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
পেইন্টিংয়ে আপনার দক্ষতা না থাকলেও,আপনি কিন্তু দারুণ একটি পেইন্টিং করেছেন আপু। পুরাতন টেবিল ক্যালেন্ডারের মধ্যে পেইন্টিংটা দেখতে বেশ ভালোই লাগছে। বিশেষ করে গাছটি দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো চমৎকার একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
পেইন্টিং টি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই খুশি হলাম ধন্যবাদ সুন্দরও গঠনমূলক মন্তব্য করার জন্য।
দারুন পেইন্টিং শেয়ার করেছেন আপু।আপনি পুরাতন টেবিল ক্যালেন্ডার এর মধ্যে পেইন্টিংটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। সময় নিয়ে চমৎকার এ পেইন্টিংটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।
চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
টেবিল ক্যালেন্ডার বা যেকোনো ক্যালেন্ডার পুরনো হয়ে গেলে আর তেমন কাজে লাগে না। আপু আপনি দারুন একটি আইডিয়া কাজে লাগিয়েছেন। আপনার আর্ট দেখে ভালো লাগলো।
আপনাদের ভাল লাগাই আমার কাজে সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
বাহ! পুরনো ক্যালেন্ডার এ দারুণ পেইন্ট করেছেন। এটা তো এখন নতুন হয়ে গিয়েছে। এটা সামনে রাখলেও সুন্দর লাগবে এখন। আপনি ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.