ক্যাবল কার দিয়ে ড্রিম হলিডে পার্কে ভ্রমণ এর ভিডিওগ্রাফি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আজকে আপনাদের সাথে একটি ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করছি। আপনারা অনেকেই খুব সুন্দর সুন্দর ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করেন। আমিও চেষ্টা করছি সুন্দর ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করার। আশা করছি এই ভিডিওগ্রাফি পোস্টটাও আপনাদের কাছে ভালো লাগবে।
আজকে আমি আপনাদের সাথে ড্রিম হলিডে পার্কের ভ্রমণের একটা ভিডিওগ্রাফি শেয়ার করছি। এই পার্কে ভ্রমণের মুহূর্তগুলো বেশ কয়েকটা পোষ্টের মাধ্যমে আমি শেয়ার করেছিলাম। আজকে সেখানে একটা ভিডিওগ্রাফি শেয়ার করছি। ভিডিওগ্রাফি তে কেবল কারে ওঠার কিছু মুহূর্ত শেয়ার করছি। ক্যাবল কার রাইড টা আমার কাছে বেশ ভালো লাগার কারণ উপর থেকে সবকিছুর সুন্দর ভিউ দেখা যায়। তবে এই পার্কের ক্যাবল কার টা আমার কাছে তেমন একটা ভালো লাগে না কারণ এটা খুব বেশি উপর দিয়ে যায় না। একটু উপর দিয়ে না গেলে আসলে ভালো লাগে না। তারপরও পুরো সময়টা বেশ ভালোই লেগেছে। যদিও কেবল কার দিয়ে পুরো পার্ক টা ঘোরা হয়নি।
যাইহোক আশা করছি আমার আজকের ভিডিওগ্রাফি টি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। যেহেতু ভিডিওগ্রাফি করার ক্ষেত্রে তেমন দক্ষতা নেই আমার। তাই জানি না কত টুকু ভালো ভাবে ক্যাপচার করতে পেরেছি।
এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
ধন্যবাদান্তে
@isratmim
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/IsratMim16/status/1952621028074815558?t=0ub4O1GorsB96q-ix5mkPw&s=19
ড্রিম হলিডে পার্কে ভ্রমণ করেছেন আর চমৎকার সময় অতিবাহিত করেছেন দেখে খুবই ভালো লাগলো আপু। জায়গাটি অনেক সুন্দর এবং চমৎকার পরিবেশ অনেক ভালো লেগেছে দেখে।