কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
ফুল আমরা কমবেশি সবাই খুব পছন্দ করি। প্রত্যেকটা ফুল বিভিন্ন দিক থেকে সুন্দর। এই কাঠ গোলাপ ফুল গুলো আমার খুব পছন্দের। বিশেষ করে সাদা এবং হলুদ রঙের ফুলগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। প্রত্যেক বছর এই সময়টাতে আমাদের ছাদ বাগানে বেশ ভালোই কাঠ গোলাপ ফুল ফোটে। আমার কাছে এই ফুলগুলো দেখতেও ভালো লাগে। ছাদে প্রায় তিন ধরনের কাঠ গোলাপ ফুলের গাছ রয়েছে। এই সাদা রঙের ফুলগুলো একটু কম ফোটে।
উপরের এই ফুলটা একদম ভিন্ন ধরনের ফুল ছিল। এই গাছে সাধারণত একদম গোলাপি রঙের ফুল ফোটে। তবে এই ফুলের কয়েকটা পাপড়ি তে কিছুটা সাদা রং ছিল। এজন্যই ফুলটা ভিন্ন ধরনের। আগে কখনো এরকম দেখিনি। এই গাছ টা তেও আগে কখনো এরকম ফুল ফোটে নি।
এগুলো হচ্ছে হালকা গোলাপি রঙের। আর মাঝখানে কিছুটা অংশ হলুদ রং। এগুলো দেখতে খুব সুন্দর। তবে এগুলো একসাথে অনেকগুলো ফুটে থাকে। গুচ্ছা কারে ফুল গুলো দারুন লাগে দেখতে। এই গাছে সব সময় অনেক কলিও দেখা যায়। অনেক ফুল ফুটে এই গাছে। তবে আমার সাদা ফুল গুলো বেশি পছন্দ কিন্তু সেগুলো একটা দুইটা করে ফুটে থাকে। ফটোগ্রাফি গুলো যেদিন ক্যাপচার করেছি সেদিন আকাশটা একটু মেঘলা ছিল। যাইহোক, আশা করি ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে।
ধন্যবাদান্তে
@isratmim
https://x.com/IsratMim16/status/1932099248184795310?t=es45EQ-40SFckxiTHj1jIQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
এমন সুন্দর কিছু রংয়ের কাঠগোলাপের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এমন সুন্দর রংয়ের কাঠ গোলাপ দেখতে ভীষণ ভালো লাগে। তবে হলুদ রঙের কাঠ গোলাপটি আমার একটু বেশি পছন্দ। বেশ ভালো লাগলো আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলি দেখে।
কাঠ গোলাপ ফুল আমারও ভীষণ পছন্দের। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
হ্যাঁ আপু সবার কম বেশি ফুল পছন্দ। আজকে আপনি কিছু কাঠগোলাপ ফুলের চমৎকার ফটোগ্রাফি করেছেন ভিন্ন ভিন্ন রকমের। ভালো লাগলো শুনে ছাদে তিন রকমের কাঠগোলাপ ফুল গাছ আছে। আর এ ফুলগুলো যখন ফুটে গাছের মধ্যে দেখতেও কিন্তু চমৎকার লাগে। ধন্যবাদ এত চমৎকার চমৎকার কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।
ওয়াও আপনি আজকে অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন যেগুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফি কিন্তু চোখ জুড়ানো ছিল। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে যা বলে বোঝাতে পারবো না। আপনার প্রতিটা ফটোগ্রাফির প্রশংসা করতেই হচ্ছে।
সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে কাজে আরো উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে।
ওয়াও আজকে আপনি চমৎকার কয়েকটি কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফুল সৌন্দর্যের এবং পবিত্রতার প্রতীক। ফুলের ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি পোস্ট গুলো ভিজিট করতে ও অনেক বেশি ভালো লাগে আমার। এতো সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
ওয়াও দারুন দারুন কিছু কাঠ গোলাপের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা কাঠগোলাপ এর ফটোগ্রাফি গুলো দেখে আমার মুগ্ধ হয়ে গেলাম।ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের অসাধারণ ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালোই লাগলো৷ যেভাবে আপনি আজকের সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ আপনি যেভাবে এত সুন্দর ভাবে এই সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে খুব ভালই লাগলো৷ এখানে আপনি এত সুন্দর ফুল এর ফটোগ্রাফি শেয়ার করার মধ্য দিয়ে আপনার ফটোগ্রাফির দক্ষতাকেও খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷
আপনাদের ভাল লাগাই আমার এই কাজের সার্থকতা। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।