জাম্বুরি পার্ক - আগ্রাবাদ, চট্টগ্রাম // প্রথম পর্ব // 10% beneficiary - @shy-foxsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুল্লিহা ভালো আছি। তবে গত তিন ধরে কিছুটা অসুস্থ। আজকে আমি আপনাদের সাথে আমার ভ্রমণের কিছু মুহূর্ত শেয়ার করব। এবার দুর্গা পূজোর ছুটিতে চট্টগ্রাম গিয়েছিলাম। এটা মোটামুটি সবাই জানেন। কারণ এর আগেও চট্টগ্রাম ভ্রমণের চারটি পোস্ট শেয়ার করেছিলাম। সেগুলো ছিল সানসেট পয়েন্ট এবং হিল ভিউ পার্ক নিয়ে। আজকে আপনাদের সাথে জাম্বুরি পার্কের প্রথম পর্ব নিয়ে হাজির হয়েছি। এই পার্ক টি চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত। যেদিন আমরা ঢাকা ফিরবো সেদিনই এখানে গিয়েছিলাম। যেহেতু চলে আসবো, তাই ভেবেছিলাম কাছাকাছি কোথাও যাওয়ার জন্য। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।

দ্বিতীয় পর্বে আপনাদের সাথে এই পার্কের রাতের বেলার সৌন্দর্যের ফটোগ্রাফি শেয়ার করব।

প্রথম

IMG-20221007-WA0009.jpg

এই জাম্বুরি পার্ক টি একটি উন্মুক্ত উদ্যান। পার্কের ভিতরে পরিবেশটা খুব সুন্দর। বিভিন্ন ধরনের গাছ এবং ফুল গাছ রয়েছে। এ ছাড়া পার্কের রাস্তাগুলোও খুব সুন্দর। এটি উন্মুক্ত হওয়ার কারণে ভিড় মোটামুটি একটু বেশি থাকে।

দ্বিতীয়

এই পার্কটিতে রয়েছে চক্রাকার হাঁটার পথ। কিছুক্ষণ হাঁটার পর মনে হয় যেন একই জায়গায় এসে পড়লাম। এই বিষয়টাই আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে এরিয়াটা আসলেই বেশ বড়। চারপাশে আগ্রাবাদ শহরের বড় বড় স্থাপনা গুলো দেখতে বেশ ভালো লাগে।

IMG-20221007-WA0010.jpg

তৃতীয়

পার্কের মাঝখান বরাবর রয়েছে খুব সুন্দর একটি জলাধার। এখানে রাতের বেলা বিভিন্ন রঙের বর্ণিল ফোয়ারা রাতের বেলা চালু করা হয়। যার কারনে তখন পার্কটি আরও বেশি আকর্ষণীয় লাগে দেখতে।

IMG-20221007-WA0011.jpg

চতুর্থ

20221007_171228313.jpg

পঞ্চম

জলাধারের মধ্যে খুব সুন্দর ছোট একটি ফোয়ারার মত আছে। যেখানে পানির সাউন্ড টা খুব ভালো লাগে শুনতে। আর পানি গুলোও খুব পরিষ্কার।

20221007_170412808.jpg

ষষ্ঠ

চক্রাকার এই পার্কে প্রবেশের জন্য ছয়টি গেট রয়েছে। মূলত বিকেল থেকে রাত আটটা পর্যন্ত এটি খোলা থাকে। আমরা খুব বেশিক্ষণ সেখানে ছিলাম না। যেদিন চট্টগ্রাম থেকে ঢাকা ফিরব সেদিন আমরা এই পার্কে গিয়েছিলাম। রাত সাড়ে নয়টায় আমাদের গাড়ি ছিল যার কারণে খুব দ্রুত সেখান থেকে চলে আসি।

20221007_170611757.jpg

সপ্তম

সেখান থেকে সূর্যাস্তটা খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছিল। একদম সম্পূর্ণ সূর্যাস্ত টাই দেখতে পেরেছিলাম। এরপর আমরা সেখানে খোলা মাঠে বসে সবাই মিলে কতক্ষণ কথা বললাম।

20221007_171543644.jpg

অষ্টম

IMG-20221007-WA0008.jpg

সূর্যাস্তের পর আকাশটা খুব সুন্দর লাগছিল দেখতে। পুরো আকাশে হলুদ একটা আভা চলে এসেছে।
আজকের ফটোগ্রাফি ছিল এই পর্যন্তই। পরের পর্বে আরো সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করব।

Location

ডিভাইস নেম:- স্যামসাং গ্যালাক্সি A03s

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
 3 years ago 

এর আগে একজনের ফটোগ্রাফিতে চট্টগ্রামের হিল ভিউ পার্ক দেখেছিলাম।আজ দেখতে পেলাম চট্টগ্রামের জাম্বুরী পার্কের সৌন্দর্য।তবে জাম্বুরি পার্কের সৌন্দর্য টা বেশ ভাল দেখাচ্ছে। পার্কের রাতের দৃশ্যটাও আমার কাছে খুব দারুণ মনে হয়েছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ ফটোগ্রাফির মাধ্যমে জাম্বুরী পার্কের দৃশ্যটা আমাদের দেখানোর জন্য।

 3 years ago 

সুন্দর গঠনমূলক মন্তব্য করে। পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক শুভকামনা,

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনার ফটোগ্রাফি ও আপনার বর্ণনার মাঝে বুঝতে পারলাম পার্কটির পরিবেশ আসলে অনেক সুন্দর। এরকম পরিবেশে সবাই যেতে চায় তাই হয়তো একটু বেশি ভিড় ছিল। আপনার ফটোগ্রাফির সাথে বর্ণনা গুলো অনেক সুন্দর ছিল।

 3 years ago 

সুন্দর ও গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক শুভকামনা।

 3 years ago 

ছুটিতে চট্টগ্রামে গিয়ে বেশ দারুণ ঘোরাঘুরি করেছেন আপনি। জাম্বুরি পার্ক টাও তো দেখছি বেশ দারুণ। সুন্দর লাগছে ছবিতে দেখেই। এবং আপনার ফটোগ্রাফি গুলো সুন্দর ছিল। বেশ ভালোভাবে শেয়ার করে নিয়েছেন পুরোটা। ধন্যবাদ আপনাকে।।

 3 years ago 

ঠিকই বলেছেন। ছুটিতে চট্টগ্রামে বেশ কয়েক জায়গায় ঘোরাঘুরি করেছি। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

নতুন একটি জায়গা সম্পর্কে জানতে পারলাম। চট্রগ্রামের অনেক জায়গায় গিয়েছি কিন্তু এ পার্কটি এখনো দেখা হয়নি। দারুন ছবি তুলেছেন। আশাকরি ভবিষ্যতে ঘুরে আসবো কখনো । ধন্যবাদ।

 3 years ago 

সম্ভব হলে একবার গিয়ে ঘুরে আসবেন। পার্ক টি দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 3 years ago 

পার্ক ভ্রমণ করে সুন্দর অনুভূতি এবং সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলা।। পার্কে মনে হচ্ছে অনেক লোকের সমাগম হয় সেই সাথে পরিবেশটা অনেক সুন্দর।। আমার কাছেও এরকম সুন্দর পরিবেশে বিকেলের সময়টা অতিবাহিত করতে অনেক ভালো লাগে।। আপনার দ্বিতীয় পর্বের রাতের বেলার সুন্দর ফটোগ্রাফি দেখার অপেক্ষায় রইলাম।।

 3 years ago 

ঠিক বলেছেন এই পার্কটিতে অনেক লোকের সমাগম হয়। আর পার্ক এর পরিবেশটাও খুবই সুন্দর। এরকম পরিবেশে বিকেলে ঘুরতে যাওয়ার মজাটাই অন্যরকম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

বিকেলে প্রায় সময়ই এই পার্কে যাওয়া হয়। আমার খুবই পছন্দের একটা জায়গা। তবে ইদানিং মানুষ প্রচন্ড থাকায় খুব একটা যাওয়া হয় না ওখানে। তবে খুবই ভালো লাগছে চট্রগ্রামে এসে এই পার্কটিতে ঘুরতে গিয়েছেন জেনে। আর ফটোগ্রাফিক গুলো খুব সুন্দর হয়েছে।

 3 years ago 

আমার কাছেও খুবই ভালো লেগেছে জাম্বুরি পার্কে ঘুরাঘুরি করতে। চট্টগ্রামের প্রায় বেশ কয়েকটি জায়গা খুব ভালোভাবে উপভোগ করেছি। মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

পার্ক টি বেশ সবুজে ঘেরা।সারা সপ্তাহ কর্মব্যস্ততার পর ছুটির দিনে এরকম একটি পার্কে গেলে মন উৎফুল্ল হবে।পার্কের পরিবেশ ও অনেক সুন্দর।আর ফটোগ্রাফ গুলোও অনেক সুন্দর ছিল।ধন্যবাদ আপু জায়গাটি সম্পর্কে আমাদের জানানোর জন্য।

 3 years ago 

সত্যি বলেছেন কর্মব্যস্ততার পর ছুটির দিনে এই ধরনের জায়গাগুলোতে বেড়াতে গেলে খুবই ভালো লাগে। আর পার্কের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে। চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আসলেই পার্কের সৌন্দর্য চোখে পড়ার মতো।
আর পার্কের মাঝখানে জলাধারা এই বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার মাধ্যমে চট্টগ্রামের জাম্বুরি পার্কের সাথে পরিচিত হলাম। অনেক অনেক শুভকামনা রইলো আপু মনি।

 3 years ago 

ঠিকই বলেছেন পার্কের সৌন্দর্যটা চোখে পড়ার মতো। পার্কটি দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি চট্টগ্রাম জাম্বুরী পার্কে খুব সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন। আপনার পূর্বের কয়েকটি পোস্ট আমার দেখা হয়েছে। বোঝা যাচ্ছে আপনি বেশ সময় কাটিয়েছেন চট্টগ্রামে এবং সেখানকার বেশ সুন্দর সুন্দর জায়গায় আপনি ঘুরাঘুরি করে এসেছেন।। জাম্বুরি পার্কের ফটোগ্রাফি করে দেখতে বেশ সুন্দর লাগছে।

 3 years ago 

হ্যাঁ চট্টগ্রামে খুব আনন্দ উল্লাস করে সময় কাটিয়েছি। আর সেখানকার প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 111199.73
ETH 4315.13
SBD 0.83