ভ্রমণ // হঠাৎ কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই মিরপুর চিড়িয়াখানা ভ্রমণ।(পর্ব-৭)

in আমার বাংলা ব্লগlast year

ষষ্ঠ পর্বের পর থেকে

বলতে বলতে অনেকগুলো পর্ব আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম। আজকেও আমি আপনাদের মাঝে আরো কিছু পশুর ছবি শেয়ার করব‌। সত্যি বলতে যতই ঘুরাঘুরি করছি প্রচন্ড রকমের কষ্ট হচ্ছে কিন্তু মন চাচ্ছে না তারপরেও যে এখান থেকে সবগুলো পশুপাখি না দেখে চলে যাই। কষ্ট হওয়ার একটাই কারণ অনেক বড় জায়গা নিয়ে এই চিরাখানাটি তাই অনেক সময় পর্যন্ত হাঁটাহাঁটি করে সবগুলো পশুপাখি দেখতে হয়। সব সময় তো আর আসা হয় না তাই একটু কষ্ট হলেও চেষ্টা করেছি সবগুলো পশুপাখি ঘুরে ঘুরে দেখার জন্য তাই কষ্টকে কষ্ট না ভেবে শুধু সামনের দিকে এগিয়ে যাচ্ছি একটার পর একটা পশুপাখি দেখে। এদিকে আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসছে আমাদেরও প্রায় সবগুলো পশুপাখি দেখার শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সাথে থাকা বাচ্চা গুলোর সবচেয়ে বেশি কষ্ট হয়েছে কারণ ওরা প্রথমদিকে অনেক বেশি দৌড়াদৌড়ি করেছি কিন্তু এখন আর কোনভাবে হাঁটতে পারছে না। যাইহোক তারপরও আমরা সবগুলো পশুপাখি দেখে তারপর বের হব এটাই আমাদের মূল লক্ষ। তাহলে বন্ধুরা চলুন আজকে আমি যে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছি এক এক করে সেগুলো দেখে আসবেন।

20230825_181407_0000.png

  • আমরা আরো কিছু সামনে অগ্রসর হওয়ার পর দেখতে পেলাম অনেক বড় একটি খাঁচা যেটা আপনারা সাইনবোর্ড দেখেই বুঝতে পারছেন যেখানে এখন জিরাফের ফটোগ্রাফি গুলো দেখা যাবে। এখানে বেশ কয়েকটি জিরাফ রয়েছে প্রায় ছয়টা মত জিরাফ রয়েছে। জিরাফগুলো অনেকটা দূরে অবস্থান করছিল তারপরও আমি চেষ্টা করেছি আমার মত করে এগুলোকে ছবি তোলার জন্য। বেশ বড় বড় এই জিরাফ গুলো দেখতে খুব চমৎকার লাগছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

IMG_20230825_111855.jpg

IMG_20230825_111909.jpg

IMG_20230825_111919.jpg

  • এবার আমরা যেই পশুটি দেখব সেই পশুটির নাম হচ্ছে গাধা। আসলে গাধা খুব ভাগ্যবান একটি নাম তার কারণ হলো আমরা মানুষরা কথায় কথায় একজন আরেকজনকে গাধা বলে থাকি। এটা কেন বলি এটা আমরা সকলেই বুঝি এটাকে নতুন করে আর বলার কিছু নেই। গাধা দেখতে অনেকটাই ঘোড়ার মত তবে তার থেকে অনেক ছোট আকৃতির হয়ে থাকে। ঘোড়ার মত এত চঞ্চল নয় বলে এবং খুব নিরিবিলি স্বভাব বের হয়ে থাকে তাছাড়া অনেক বেশি পরিশ্রম করে বলেই তাই একে গাধাই বলা হয়ে থাকে। যাইহোক আমি আমার মতো করে ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি এই ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

IMG_20230825_111928.jpg

IMG_20230825_111938.jpg

IMG_20230825_112013.jpg

  • আরো সামনে হাঁটতে হাঁটতে চলে আসলাম এশিয়ান হাতির বিশাল জায়গা নিয়ে থাকা একটি খাঁচার কাছাকাছি। হাতি দেখতে কার না ভালো লাগে। যখন রাস্তার আশেপাশ দিয়ে একটা হাতি হেঁটে যায় তখন আমরা দৌড়ে গিয়ে হাতি দেখার জন্য অবাক দৃষ্টিতে তাকাই। এখানেও ঠিক তেমনি হাতি দেখে আমরা সবাই দাঁড়িয়ে দেখতে থাকলাম অনেক বড় বড় আকৃতির হাতিগুলো তারা তাদের মত করে খাবার খাচ্ছে। এরই মধ্যে আমার ছোট ভাই বায়না ধরেছে সে হাতিকে পাশে রেখে একটা ছবি তুলবে। যদিও হাতিগুলো অনেক দূরে তারপরও আমি তাকে হাতির খাঁচার সামনে দাঁড় করিয়ে একটা ছবি তুলে নিলাম এবং সেই ছবিটি সহ আপনাদের মাঝে এশিয়ান হাতির এই ফটোগ্রাফি গুলো শেয়ার করলাম। আশা করি এ ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20230714_181713.jpg

IMG_20230825_113630.jpg

IMG_20230825_114235.jpg

তো বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী পর্ব নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা অবিরাম।

লোকেশন

চলবে............

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

খুব সুন্দর ভাবে আপনি চিরিয়াখানার ঘুরাঘুরি নিয়ে সপ্তম পর্ব উপস্থাপন করেছেন।আসলে গাধা আদেও গাধা না সে খুব বুদ্ধিমান একটি প্রানি একটা বয়ে পরেছিলাম তার বুদ্ধিমত্তার কাহিনী মনে পরছে না।খুব সুন্দর হয়েছে।

 last year 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

কোথাও ঘুরে বেড়ানো আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আপনি হঠাৎ করে মিরপুর চিড়িয়াখানায় ঘুরতে গেছেন শুনে বেশ ভালো লাগলো ।চিড়িয়াখানায় থাকে বিভিন্ন ধরনের পশুপাখি। এটা আপনি ঠিকই বলেছেন আমরা কথায় কথায় গাধা বলে থাকি। অনেক ভালো লাগলো আপু আপনার পোস্ট পড়ে।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

হঠাৎ করে ঘুরতে যাওয়া আমার কাছে অনেক ভালো লাগে আর সেটা যদি সেটা পরিকল্পনা বিহীন হয় তাহলে তো আর কথাই নেই। ঘুরতে গেলে অনেক জ্ঞান অর্জন করা যায় এবং নিত্য নতুন জিনিসের সাথে পরিচিত লাভ করা যায়। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সুন্দরও গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপনেক স্বাগতম আপু।

 last year 

বাহ্ আপু অনেক সুন্দর লাগলো বাংলাদেশ চিড়িয়াখানা ভ্রমণের সপ্তম পর্বটি পড়ে। আপনি সত্যি বলেছেন গাধা অনেক পরিশ্রম করে বলেই গাধা বলা হয়। আপনার এই পর্বটি পড়ে অনেক মজা লাগলো। সুন্দর একটি ভ্রমন পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন মিরপুর চিড়িয়াখানা ভ্রমণ এর সপ্তম পর্ব। আপনার শেয়ার করা ভ্রমণের এর আগের প্রত্যেকটি পর্ব আমি পড়েছিলাম। বেশ ভালো লেগেছিল আপনার পোস্টগুলো পড়ে। আসলে যে কোন জায়গায় ভ্রমণ করতে বেশ ভালো লাগে প্রত্যেকটি মানুষের। হাতিগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে আপু। দেখে বোঝা যাচ্ছে আপনারা চিড়িয়াখানাতে বেশ সুন্দর সময় অতিবাহিত করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ সবাই মিলে খুব ভালো সময় পার করেছি। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আমি ঢাকা চিড়িয়াখানা এখনো যায়নি। তবে আপনার পোষ্টে একটি পশু দেখে খুব হাঁসি পাচ্ছে। ঢাকা চিড়িয়াখানায় গাদাও আছে। গাদা যেহেতো একটি প্রাণী থাকতেই পারে। সাত পর্বে তো অনেক পশু দেখলাম। বিশাল বড় এড়িয়াই মনে হচ্ছে। ধন্যবাদ।

 last year 

আপনার শেয়ার করা সবগুলো পর্ব দেখা হয়নি তবে এর আগেও দুইটি পর্ব দেখেছি। ছোট ভাইয়ের আবদার মেটাতে ছবি তুলেছেন। তাছাড়া সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে চিড়িয়াখানার মধ্যে রাখা পশুগুলোর সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58482.75
ETH 2615.94
USDT 1.00
SBD 2.42