স্বরচিত কবিতা - তোমার প্রতিচ্ছবি

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা।।বহুকাল পর যেন এখানে লিখছি। অনেকদিন হলো পোস্ট করিনি। পুজোর আমেজ চারিদিকে! আশা করি সকলে পুজোর মধ্যে সুস্থ আছেন। শুভ শক্তি আপনাদের সকল দুঃখ যন্ত্রণা দূর করে দিক। আপনাদের সকল বাধা পার করার শক্তি দিক। এটাই প্রার্থনা করি। শুধু একটাই কথা বলবো। একদিন সব ঠিক হয়ে যায়।আমরা মেনে নিতে শিখে যাই। শক্ত হয়ে যাই। তাই সকলে ধৈর্য্য হারাবেন না।

কিছু হারিয়ে যাওয়ার পেছনের কারণগুলোও হারিয়ে যায় একদিন। কিন্তু যার সাথে প্রতিসময় পার হয়েছে। তার প্রতিচ্ছবি যে চারিদিকে!
আশেপাশের জড় বস্তু গুলোর সাথে সব স্মৃতি জড়িয়ে থাকলেও, আমাদের গতিশীল জীবনে স্থান পরিবর্তন হয়। তাই জড় বস্তু তে সেই স্মৃতির প্রভাব বেশি হলেও , যতক্ষণ নাহ সেই স্থানে না যাওয়া হচ্ছে, ততক্ষণ ওই প্রবল তীর বিধে যাওয়ার আঘাত লাগেনা।
কিন্তু যে মানুষকে আপনি প্রকৃতির সাথে অনুভব করেছেন। আপনি পৃথিবীর যে প্রান্তেই বৃষ্টি দেখবেন, সেই কোনো কালের পুরোনো বৃষ্টি স্মৃতি আপনার চোখে তো ভাসবেই!
যার অনেক সময় কেটেছে তোমার সাথে - ইট পাথর আর যন্ত্র গুলোর মাঝে। সেগুলো নাহ হয় নিজের জায়গাবদল করে ক্ষণিকের জন্য সরিয়েই দিল সে। সরিয়ে দিল সব অভ্যেস। কিন্তু যে বৃষ্টি , যে রোদ , যে শীত, যে বসন্ত , যে হেমন্ত, যে শরত, যে অবাঞ্ছিত হঠাৎ অভিজ্ঞতাগুলো , সেগুলো সরায় কি ভাবে?? পদ্ধতি জানা আছে?
স্মৃতি শক্তি হারিয়ে যাক ।এটাই হতে পারে হয়তো।

20220908_192152.jpg

তোমার এই প্রতিচ্ছবি আমার সৃষ্টি নয়।
সেও তোমার।
যা দিতে পেরেছি,
সেও তোমারই।

তোমার প্রতিচ্ছবি

যার কেটেছে গ্রীষ্ম
তোমার হাত ধরে।
সে তো ঝলসানো রোদে
সূর্য দেখে না।
দেখে তোমার প্রতিচ্ছবি।

যার কেটেছে বর্ষা
তোমার হাত ধরে।
সে তো কালো মেঘে
বৃষ্টি দেখে না।
দেখে তোমার প্রতিচ্ছবি।

যার কেটেছে শরৎ
তোমার হাত ধরে।
সে তো শিউলি ফুলে
দূর্গা দেখে না।
দেখে তোমার প্রতিচ্ছবি।

যার কেটেছে হেমন্ত
তোমার হাত ধরে।
সে তো ভোরের ঘাসে
শিশির দেখে না।
দেখে তোমার প্রতিচ্ছবি।

যার কেটেছে শীত
তোমার হাত ধরে।
সে তো সরষে ক্ষেতে
কুয়াশা দেখে না।
দেখে তোমার প্রতিচ্ছবি।

যার কেটেছে বসন্ত
তোমার হাত ধরে।
সে তো শিমুলের গায়ে
লাল দেখে না।
দেখে তোমার প্রতিচ্ছবি।

যার কেটেছে বছর
তোমার হাত ধরে।
সে তো ঋতুর রূপে
প্রকৃতি দেখে না।
দেখে তোমার প্রতিচ্ছবি।

অনেকদিন পর এসেও আবোল তাবোল লিখে গেলাম। ভালো থাকুন সকলে। সুস্থ থাকুন।

@isha.ish

Sort:  
 2 years ago 

আবোল তাবোল লেখাগুলো যখন হৃদয় ছুঁয়ে যায় প্রকৃতির প্রতিচ্ছবি বেশে উঠেছে আপনার মনের আঙিনায়। আর তা প্রকাশ পেয়েছে আপনার কবিতায়। সত্যি অসাধারণ লিখেছেন দিদি, এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য শুভেচ্ছা রইল।

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 2 years ago 

আপনি অনেক দিন পর এসেও কি সুন্দর কবিতা লিখেন।আবোল তাবোল বেশ সুন্দরই লিখেন।প্রতিটি লাইন বেশ সুন্দর। শুভ কামনা রইলো

 2 years ago 

আপনার কবিতাটি পড়ে সত্যি খুব ভালো লাগলো। অনেক সুন্দর ছন্দের মাধ্যমে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন । বিশেষ করে এই লাইন গুলো বেশ অসাধারণ হয়েছে।

যার কেটেছে শরৎ
তোমার হাত ধরে।
সে তো শিউলি ফুলে
দূর্গা দেখে না।
দেখে তোমার প্রতিচ্ছবি।

এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

যার কেটেছে বছর
তোমার হাত ধরে।
সে তো ঋতুর রূপে
প্রকৃতি দেখে না।
দেখে তোমার প্রতিচ্ছবি।

ওয়াও অসাধারণ আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। প্রতিটি লাইন খুবই অসাধারণ লাগলো। খুব সুন্দর করে পুরা বছরের ছন্দ নিয়ে অনেক অসাধারণ কবিতা আবৃত্তি করেছেন। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। এবং অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

যার কেটেছে প্রথম লজ্জা
তোমার চোখের দিকে তাকিয়ে।
সে তো তোমার মায়াবী চোখের
কাজল আঁকা কর্নিয়া দেখেনি।
দেখেছিল ভালোবাসার প্রতিচ্ছবি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64182.74
ETH 2768.00
USDT 1.00
SBD 2.66