দীর্ঘদিন পর কদবেল খাওয়ার অনূভুতি

in আমার বাংলা ব্লগ18 days ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দীর্ঘদিন পর কদবেল খাওয়ার অনুভূতি। সত্যি কথা বলতে ফল খেতে আমার খুব একটা ভালো লাগে না। তবে কিছু কিছু পছন্দের ফল আছে যেগুলো আমি খুবই পছন্দ করি এবং প্রায় সময় কিনে খাওয়া হয়।আমি এর আগেও আমার পছন্দের কয়েকটি ফলের সাথে আপনাদের পরিচয় করিয়েছি। যেমন অস্ট্রেলিয়ান আপেল, শীতকালে যে ছোট ছোট কমলালেবু পাওয়া যায় সেটা এবং আমার আরো একটা পছন্দের ফল হচ্ছে কদবেল।

1000007446.jpg

কিছুদিন আগে বাড়ির জিনিসপত্র যখন কিনতে শহরে গিয়েছিলাম। তখন বেশ কিছু ফল কিনেছিলাম বাবুর জন্য। ফলের দোকানে গিয়ে অনেকদিন পর কদবেল দেখলাম। কদবেল গুলো দেখে আর খাওয়ার লোভ সামলাতে পারলাম না। যাইহোক আমি একটি কদবেল নিয়েছিলাম। ফলওয়ালা এই কদবেল গুলো মসলা দিয়ে অনেক সুন্দর ভাবে মাখিয়ে দেয় যেটা খেতে খুবই ভালো লাগে। আমি একটু ঝাল বেশি করে দিয়ে মাখিয়ে নিয়েছিলাম খেতে বেশ ভালো ছিল। পাশাপাশি আমি কিছু ফলের ফটোগ্রাফিও করেছিলাম। অবশ্যই সেগুলো অন্য একদিন শেয়ার করার চেষ্টা করব।

1000007464.jpg

1000007452.jpg

1000007434.jpg

আমি যখন জয়পুরহাট শহরে পড়াশোনা করতাম তখন রাস্তার পাশে বিকেল বেলা করে কদবেল নিয়ে এক দাদু বসে থাকতেন। উনার হাতের কদবেল মাখা খুবই মজার এবং আমরা মাঝেমধ্যেই সেই দাদুর কাছে যেতাম কদবেল মাখা খেতে। সেদিন যখন কদবেল মাখা খাচ্ছিলাম তখন হঠাৎ করেই সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছিল। চাইলেই সেই সময়টাই ফিরে যেতে পারবো না তবে কিছু কিছু ভালো লাগার মুহূর্ত থাকে যেগুলো কখনোই ভোলা যায় না।

যাইহোক অনেক মজা করে সেই কদবেল মাখা খেয়েছিলাম।খেতে এত মজা ছিল যে মনে হচ্ছিল আরো দু একটা খেয়ে ফেলি কিন্তু একসাথে এত বেশি টক খাওয়া মোটেই ঠিক নয়। তাই একটি খেয়ে মনকে সান্ত্বনা দিয়ে বাসায় এসেছিলাম। তো যাই হোক এই ছিলা আমার কদবেল খাওয়ার মুহূর্ত বা অনুভূতি। সত্যি কথা বলতে দীর্ঘদিন পর কদবেল খেয়ে বেশ ভালো লেগেছিল। পরবর্তীতে শহরে গেলে আরো একবার খেয়ে আসবো। আপনারা কে কে আমার মত কদবেল খেতে পছন্দ করেন জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000118.png

1000000119.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 17 days ago 

ভাবি কী লোভ দেখাচ্ছেন! এই কদবেল এর মাখাকে বেগুনের ভেতর দিয়ে রোদে পুড়িয়ে খেয়েছেন কখন? কী যে লাগে খেয়ে উফফফ। শীতকাল আসার পর কত কিছুই যে মিস করছি। লিস্ট শেষ হবে না৷

 12 days ago 

জ্বি না আপু খাইনি তবে আপনি যেভাবে বললেন অবশ্যই একবার খেয়ে দেখব। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 17 days ago 

আপনার মতো আমারও অস্ট্রেলিয়ান আপেল এবং ছোট কমলালেবু খুব পছন্দ। তবে কদবেল একসময় খেতে খুব ভালো লাগতো। কিন্তু এখন কদবেল খেলে,পরবর্তীতে আর অন্য কিছু খেতে পারি না দাঁত শিরশির করে বলে। যাইহোক এতো সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 12 days ago 

টক খেলে অনেকেরই দাঁত শিরশির করে ভাইয়া।তবে আমার কাছে কদবেল খেতে খুব ভালো লাগে। যাই হোক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.21
JST 0.036
BTC 97641.56
ETH 3412.65
USDT 1.00
SBD 3.24