গান কভারঃ পৃথিবীর যত সুখ আমি তোমারি ছোঁয়াতে খুঁজে পেয়েছি❤️
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি পোস্টে স্বাগতম। আজ অনেকদিন পর নতুন একটি গান কভার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রতিনিয়ত চেস্টা করি সপ্তাহে অন্তত একটি করে গান কভার করে আপনাদের সাথে শেয়ার করার। সত্যি কথা বলতে আজকে গান কভার করার মত একদম ইচ্ছে ছিল না। কেননা প্রচুর পরিমাণে সর্দি জ্বরে ভুগছি।গলার অবস্থা খুবই খারাপ সেটা হয়তো আপনারা গানটা শুনলে বুঝতে পারবেন। কিন্তু পোস্ট লেখার জন্য কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না। তাই ভাবলাম যতই কষ্ট হোক অন্তত একটা গান কভার করে শেয়ার করি। মাত্র সবকিছু গুছিয়ে উঠেছি। সবকিছু ঠিকঠাক হতে একটু সময় লাগবে। আশা করছি খুব তাড়াতাড়ি নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারব।
ব্যক্তিগতভাবে বলতে গেলে গান গাইতে আমার খুবই ভালো লাগে। গান শুনতে যেমন ভালোবাসি গাইতেও তেমন ভালোবাসি। ছোটবেলা থেকে এই গানের প্রতি একটা আলাদা ঝোক। আজকে যে গানটি গাইছি সেটি আমার খুবই পছন্দের একটি গান। আমার মনে হয় এটি সবারই পছন্দের। গানটি হলো পৃথিবীর যত সুখ আমি তোমারি ছোঁয়াতে খুঁজে পেয়েছি। এই গানগুলোর সাথে অনেক ভালোবাসা আবেগ জড়িয়ে থাকে। সত্যিই ভালোবাসার মানুষকে কাছে পেলে তার একটু ছোঁয়া পেলে পৃথিবীর সকল সুখ তার কাছে তুচ্ছ মনে হয়। প্রত্যেকটা মানুষ তার ভালোবাসার মানুষকে কাছে পাক এই প্রত্যাশাই করি। তো যাই হোক বন্ধুরা অনেক কথাই বললাম চলুন গানটি উপভোগ করুন।
গানঃ পৃথিবীর যত সুখ
শিল্পীঃ এ্যান্ড্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিন
ছায়াছবিঃ সহযাত্রী
গানের কথা
পৃথিবীর.. যত সুখ
আমি তোমারই ছোঁয়াতে খুঁজে পেয়েছি
মনে হয়.. তোমাকেই
আমি জনমও জনম ধরে চেয়েছি
শুধু যে তোমারই সাথী হতে
আমি তো এসেছি এ জগতে
এ জগতে চোখ মেলে চাইবার
তুমি ছাড়া আজ কেউ নাই আর
তোমারই কাছে আমি রয়েছি
ও জীবনে মরনে সাথী হয়েছি
মনে হয়.. তোমাকেই
আমি জনমও জনম ধরে চেয়েছি
পৃথিবীর.. যত সুখ
আমি তোমারই ছোঁয়াতে খুঁজে পেয়েছি
জেনেছি তো এ জীবনে আমি
তুমি এ প্রাণের চেয়ে দামি..
এ জগতে চোখ মেলে চাইবার
তুমি ছাড়া আজ কেউ নাই আর
তোমারই কাছে আমি রয়েছি
ও জীবনে মরনে সাথী হয়েছি
মনে হয়.. তোমাকেই
আমি জনমও জনম ধরে চেয়েছি
পৃথিবীর.. যত সুখ
আমি তোমারই ছোঁয়াতে খুঁজে পেয়েছি
জীবনে তো ফুরাবে না আশা
মরনেও রবে ভালোবাসা...
জীবনে মরনে সাথী হয়েছি
ও তোমারই কাছে আমি রয়েছি
মনে হয়.. তোমাকে
আমি জনমও জনম ধরে চেয়েছি
পৃথিবীর... যত সুখ
আমি তোমারই ছোঁয়াতে খুঁজে পেয়েছি
লা লা লা...লা লা লা
লা লা লা লা লা লা
হে হে হে...আা হা হা
আ হা হা হা হা হা হা
লা লা লা... লা লা লা
লা লা লা লা লা লা
গানটি উপভোগ করতে নিচে ক্লিক করুন। 🙏
তো বন্ধুরা এই ছিল আমার আজকের কভার করা গানটি। আশা করছি ভালো লেগেছে। আসলে কষ্ট করে চেস্টা করেছি ভাঙ্গা গলায় গান গাওয়ার। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের সুন্দর মতামতের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
চমৎকার একটি গান কভার শেয়ার করলেন আপু আপনি। এই গান আমার খুবই পছন্দের একটি গান। অনেকদিন পরে আপনার দারুণ কন্ঠে সুন্দর একটি গাম শুনতে পেয়ে ভীষণ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
গানটি আমারও অনেক পছন্দের আপু। আপনার পছন্দের গান জেনে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আপনার কন্ঠটা আমার কাছে ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে গান কভার করে থাকেন এবং আমাদের মাঝে পরিবেশন করেন। ঠিক তেমনি আজকে একটা সুন্দর গান আমাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছেন।
ধন্যবাদ ভাইয়া গানটি শুনে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপনার কণ্ঠে গান শোনতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে বেশ কিছু দিন শোনা হয়না। আজ শোনতে পেরে অনেক ভালো লাগলো। অনেক প্রিয় একটি গান কভার করেছেন।সত্যি আপু গানটি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু প্রিয় একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খুবই ব্যস্ততায় দিন কেটেছে আপু। আর অনেকটা অসুস্থ তারপরও চেষ্টা করেছি করেছি।আশা করছি এখন থেকে প্রত্যেক সপ্তাহে আপনাদের মাঝে গান কভার করে শেয়ার করতে পারব। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।
অনেক সুন্দর একটা গানের কভার করেছেন আপনি আজকে। আপনার খালি গলায় এই গানের কভারটা শুনে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার কন্ঠে গানগুলো যতই শুনি ততই ভালো লাগে। আপনার কন্ঠ যেমন সুন্দর, তেমনই গানটাও খুব সুন্দর। ধন্যবাদ এত সুন্দর গানের কভার শেয়ার করে নেওয়ার জন্য।
গানের গলার প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ। আপনার গলার স্বর ভীষণ সুন্দর। দারুন গাইছেন গানখানা। আমি শুনতে শুনতেই মাঝখানে কমেন্ট লিখতে শুরু করলাম। গানের কথাগুলিও কিন্তু বেশ। ভয়েস মডিউলেশন খুব সুন্দর করেছেন। এত সুন্দর করে একখানা গান উপহার দিলেন বলে ধন্যবাদ।
সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য ধন্যবাদ দাদা।
আপু বর্তমানের আবহাওয়া খুবই খারাপ, চারদিকে ছোট বড় সবাই অসুস্থ হয়ে পড়ছে। আপনার জন্য দোয়া রইল যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন। যাই হোক আপনি আজ খুব সুন্দর একটি গান কভার করেছেন। আপনার কণ্ঠে এত সুন্দর গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। এ্যান্ড্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিন এর গাওয়া গান আপনি খুব সুন্দর ভাবে কভার করেছেন। এই গান শুনতে আমার কাছেও অনেক ভালো লাগে। আপনার মিষ্টি কণ্ঠে শুনে আরও বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর গান কভার করার জন্য।
হ্যাঁ আপু বর্তমানে আবহাওয়া খুবই খারাপ আপনারাও সাবধানে থাকবেন আপু। আর গানের প্রশংসা করার জন্য ধন্যবাদ।
একেবারে রোমান্টিক ভালোবাসার একটা বাংলা গান। নিজের ভালোবাসার মানুষকে নিয়ে অনূভুতি টা জানান দেওয়া হয়েছে গানে। চমৎকার কভার করেছেন গানটা আপু। আপনার কন্ঠে গান বেশ ভালো লাগে। আপনার কন্ঠটা বেশ ভালো। সত্যি চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে গানটা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।
একেবারে ঠিক বলেছেন ভাইয়া এটি আসলেই ভালোবাসার একটি গান।এই গানগুলোর সাথে অনেক আবেগ জড়িয়ে থাকে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।
পৃথিবীর যতো সুখ আমি তোমারি ছোয়ায় পেয়েছি ।এই গানটি আমারও অনেক ভালো লাগে আপু ।আপনার গানের গলা আসলেই অনেক সুন্দর। গানটি শুনে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
গানটি অনেকেরই পছন্দের একটি গান আপু। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।