মেঘলা দিন🌫️🌫️

in আমার বাংলা ব্লগ7 months ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

কিছুদিন হলো গ্রামে আছি। গ্রামে আসার পর দুদিন আকাশের অবস্থা বেশ ভালো ছিল। কিন্তু তৃতীয় দিন থেকে টানা দুদিন বৃষ্টি হয়েছে হালকা। যদিও কোনভাবে বৃষ্টি থেমে গেল কিন্তু আকাশ মেঘলা হয়েই ছিল। এখন গ্রামে প্রত্যেকটা বাড়িতে ধানের কাজ শুরু হয়ে গেছে। কিন্তু এই বৃষ্টির কারণে অনেক ক্ষতি হচ্ছিল গৃহস্থের। গ্রামের বেশিরভাগ লোক ধান সিদ্ধ করেছে চালের জন্য। কিন্তু রোদ না থাকায় সেই ধানগুলো ফুটে গাছ বের হয়ে গেছে।

20231208_104728.jpg

ক'দিন ধরে বাহিরে বের হতে পারিনি তাই বাবুকে নিয়ে গতকাল বিকেলে বাহিরে বের হয়েছিলাম। বের হয়ে দেখি প্রত্যেকটা উঠোনে ধান শুকাতে দিয়েছে মেঘলা দিনে।কেননা ধান ঢাকা দিয়ে রাখার কারণে অনেক গন্ধ বের হয়ে গেছে এবং নষ্ট হয়ে যাচ্ছে তাই বাতাসে কিছুটা উপকার হবে।অনেকের ধান এমন ভাবে নষ্ট হয়ে গেছে যে সেগুলোর চাল আর খাওয়াই যাবে না। এই অসময়ে বৃষ্টি এবং মেঘলা আকাশ মোটেই কাম্য ছিল না। কৃষক থেকে শুরু করে গৃহস্থরা সবাই বেশ চিন্তিত।

20231208_104716.jpg

20231208_104712.jpg

বাইরে বের হয়ে দেখলাম আকাশে প্রচুর মেঘ করেছে। বাবু বেশ কয়েকদিন বাহিরে বের হতে পারেনি তাই গতকাল বিকেলে বের হয়ে সে খুব খুশি হয়েছে। আমি এদিক ওদিক ঘোরাফেরা করে কিছু ফটোগ্রাফি নিলাম। যদিও আজ বেশ ভালই রোদ উঠেছে এবং প্রত্যেকটা উঠানে ধান শুকাতে দেওয়া হয়েছে। গৃহস্থদের কপাল থেকে চিন্তার ভাঁজ একটু সরেছে দেখে বেশ ভালো লাগলো।

20231208_104705.jpg

20231208_104412.jpg

20231208_104336.jpg

20231208_104408.jpg

আজকে আমি শেষ দিন চলে যাব আবারও সেই ব্যস্তময় শহরে। একদম আমার ভালো লাগেনা শহরে।তাইতো যখনই মনে হয় চলে আসি গ্রামে। আবারো চলে আসবো সময় পেলেই। আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 7 months ago 

এখন ধান কাটার মৌসুম চলছে। গত কয়েক দিনের বৃষ্টি এবং মেঘলা ওয়েদার কারণে অনেক কিছু কৃষককে এরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অনেকেই ধান কাটতে পারছে না এবং যাদের ধান কেটেছে তারা এরকম ধান নষ্ট হয়ে যাওয়ার আতঙ্কে রয়েছে। মেঘলা দিনে বাবুকে নিয়ে বের হয়ে আশেপাশের ভালোই সময় কাটিয়েছেন। দেখে ভালো লাগলো।

 7 months ago 

জ্বী আপু ভালো সময় কাটিয়েছি তবে আশেপাশের সবার দিকে তাকিয়ে বেশ খারাপ লেগেছে। কারণ তারা ধান নিয়ে খুবই বিপদে পড়েছে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 7 months ago 

আমরাও ছুটিতে আমাদের বাবার বাসায় বেড়াতে এসেছি । এখানে আসার পর দিন থেকেই বৃষ্টি শুরু হয়েছে যদিও আমরা শহরে থাকি এ ধরনের ধান শুকানোর দৃশ্য আমরা কখনো দেখতে পাই না । তবে আপনার কাছ থেকে শুনে সত্যি খুব খারাপ লাগলো । এই মুহূর্তে ধান শুকানোটা জরুরী ছিল বৃষ্টিতে সব নষ্ট করে দিল । আর বাচ্চারা ঘরে বন্দী একদমই থাকতে চায় না । আমার ছেলেটাও বাইরে বের হওয়ার জন্য অস্থির হয়ে রয়েছে ।

 7 months ago 

ঠিক বলেছেন আপু বৃষ্টির দিনে বাচ্চারা আরও বেশি অস্থির হয়ে যায় ঘরে কিছুতেই থাকতে চায় না। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 7 months ago 

এখন গ্রামের প্রত্যেকটা বাড়িতে ধান শুকানো হচ্ছে, এই বিষয়টা আমার খুবই ভালো লাগছে। এখন হচ্ছে ধান কাটার সিজন। এই সময়টাতে কৃষকরা ধান সিদ্ধ করে এবং ধান শুকায়। তবে ২-৩ দিন বৃষ্টি হওয়ার কারণে কৃষকদের অনেক বড় ক্ষতি হয়েছে এটা বুঝতেই পারছি। অনেকের ধান একেবারে নষ্ট হয়ে গিয়েছে। যাইহোক এখন পরিবেশটা তবুও ঠিক আছে এবং কৃষকদের মাথা থেকে কিছুটা হলেও চিন্তা নেমেছে। আসলে শহর কারো কাছে ভালো লাগে না। আমি তো শহর একেবারেই পছন্দ করি না। গ্রামে থাকতেই বেশি পছন্দ করি। চলে যাবেন তাহলে আবারও সেই ব্যস্তময় শহরে।

 7 months ago 

আমি এবার গ্রামে গিয়ে দেখলাম অনেকেরই ধান নষ্ট হয়ে গেছে এই দুই দিন বৃষ্টির কারণে।এখন অবশ্য স্বাভাবিক হচ্ছে আবহাওয়া।শহরে থাকতে আমারও একদম ভালো লাগে না কিন্তু কি করবো বিয়ে হয়েছে শশুর বাড়ি থাকতেই হবে।

 7 months ago 

মেঘলা দিনের সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু। তবে এখন কৃষকের ধান মাঠে এই সময় বৃষ্টি হলে সত্যিই অনেক সমস্যা। শুধু কৃষক কেন আপু বৃষ্টি হলে অনেকেরই প্রচুর অসুবিধা। এরকম ভাবে বৃষ্টি হলে বাচ্চারা তো একদমই ঘরের ভেতরে থাকতে চায়না। যাইহোক আপনার পোস্ট পরে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপু।

 7 months ago 

আমাদের কাছে বৃষ্টি বা মেঘলা দিন উপভোগ্য হয় কিন্তু যদি অসময়ে বৃষ্টি হওয়ার কারণে কৃষকের মুখ মলিন হয়ে যায় সেটা দেখতে ভালো লাগে না। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 7 months ago 

যেহেতু বেশ কিছুদিন গ্রামে ছিলেন, তাই নিশ্চয়ই গ্রামে খুব ভালো সময় অতিবাহিত করেছিলেন। আর আমার যতদূর মনে হচ্ছে এতক্ষণে নিশ্চয়ই আপনারা শহরে চলে এসেছেন। বৃষ্টির কারণে আমরা নিজেরাও ঘর থেকে বের হতে পারছিলাম না। বৃষ্টির জন্য সত্যি কৃষকদের অনেক বড় ক্ষতি হয়েছে। যারা ধান কেটে ফেলেছে আর ধান সিদ্ধ করেছে তাদের একটু বেশি ক্ষতি হয়েছে। কারণ ধান সিদ্ধ হওয়ার পরে আর শুকাতে দিতে পারেনি এই রোদের মধ্যে। যাই হোক ঘর থেকে বাহিরে বের হয়ে নিশ্চয়ই সময়টা ভালো কাটিয়েছিলেন।

 7 months ago 

হ্যাঁ আপু বিকেলে শহরে চলে এসেছি। গ্রামে গিয়ে বেশ ভালো সময় কাটিয়েছি। তবে কিছুদিন বাহিরে একদমই বের হতে পারেনি বৃষ্টির কারণে। যাইহোক অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 7 months ago 

এই অসময়ে বৃষ্টি টা আপু সত্যি অনেক ক্ষতি হয় কৃষকের। কারণ এখন ঘরে ঘরে নতুন ধানের উৎসব। তো ঠিকমতো রোদ না পেলেই আসলে ধানের কাজ গুলো ঠিকমতো করা হবে না। তাছাড়া কাটা ধান গুলো যদি শুকাতে না পারা হয় তাহলে পঁচে যাবে। এখানেও বৃষ্টি হয়েছিল আপু খুব খারাপ অবস্থা। আপনার অনুভূতি পড়ে বুঝতে পেরেছি। সেই সাথে দুঃখ প্রকাশ করতেছি।

 7 months ago 

আপনার সুন্দর মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো। ঠিক বলেছেন আপু এই অসময়ে বৃষ্টির কারণে কৃষকের অনেক ক্ষতি হয়।বাড়িতে বাড়িতে ধান জমিতে নতুন আলু লাগানো হয়েছে।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 7 months ago 

এই সময়ে টানা বৃষ্টিপাত কারোরই কাম্য ছিলো না। যাইহোক টানা বৃষ্টিপাতের কারণে কৃষক এবং গৃহস্থদের বেশ ক্ষতি হয়েছে। এখন তো ধান কাটার মৌসুম চলছে,রোদ থাকলে ধান শুকাতে বেশ সুবিধা হবে। আশা করি এখন আর বৃষ্টি হবে না এবং এতে করে কৃষকেরা খুব খুশি হবে। শায়ান বাবু তো বেশ খুশি। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

জ্বী ভাইয়া এই বৃষ্টিপাত টা কৃষকের জন্য বেশ ক্ষতিকর ছিলো।এখন আবহাওয়া ঠিক হয়ে গিয়েছে আশা করছি তাদের কাজগুলো মোটামুটি গুছিয়ে নিতে পারবে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 56934.21
ETH 3091.02
USDT 1.00
SBD 2.38