নতুন বাড়ির জন্য কেনাকাটার অভিজ্ঞতা
"হ্যালো",
আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে আমি গ্রামে নতুন একটা বাড়ি করছি। বেশ কয়েক মাস ধরে চলছে সেই বাড়ির কাজ। এখন মোটামুটি কমপ্লিট। তবে টাইলস্, ইলেকট্রিক লাইন, পানির লাইন, রং করা সহ অনেক কাজ বাকি আছে। আজ গিয়েছিলাম শহরে বাড়ির জন্য কেনাকাটা করতে। আপনারা হয়তো অনেকেই জানেন আপনাদের ভাইয়া অসুস্থ। তার ছোট একটা অপারেশন হয়েছে। এ সময় লোকসমাগমে না যাওয়াটাই ভালো।তাই উনি যাননি।আর উনি যেহেতু যাননি তাই বাবুকেও আমি আমার মায়ের কাছে রেখে গিয়েছিলাম। কারণ বাবুকে একা একা সামলাতে পারবো না। যাইহোক এই কেনাকাটা গুলো খুবই প্রয়োজনীয় ছিল বিশেষ করে ইলেকট্রিক লাইন এবং পানির লাইনের জিনিসপত্রগুলো। যেহেতু সে যেতে পারবে না তাই বাধ্য হয়ে আমাকে যেতে হয়েছিল।
তবে আমি একা যায়নি আমার সাথে গিয়েছিলো আমার বাবা,বড় চাচা। আমার বড় চাচা এসব বিষয়ে বেশ অভিজ্ঞ। তাই ওনাকে সাথে নিয়েছিলাম। কারণ কিছুদিন আগে উনি নিজেও একটা বিল্ডিং তুলেছেন তাই এ সম্বন্ধে ওনার ধারণা অনেক বেশি। সাথে আমাদের পানির লাইন এবং ইলেকট্রিক লাইনের কাজগুলো যে মিস্ত্রি করবেন উনিও সাথে ছিলেন। যাইহোক আমরা বাড়ি থেকে অটো গাড়ি নিয়ে সোজা শহরে গিয়েছিলাম। প্রথমে ইলেকট্রনিক্স দোকানে বসে লিস্ট অনুযায়ী সবকিছু নিয়েছিলাম। এরপর পাশে ছিল সেনেটারী দোকান। সেখান থেকে কোমড সহ পানির ট্যাংকি, বেসিন, সিংক সহ আরো যা যা প্রয়োজনীয় সবকিছুই কিনেছিলাম।
আমার জন্য এটা অনেক বড় অভিজ্ঞতা ছিল কারণ এর আগে আমি কখনো এতগুলো টাকা নিয়ে একাক কেনাকাটা করতে যায়নি। সবগুলো দায়িত্ব আমাকে একাই পালন করতে হয়েছে। জিনিসগুলো বুঝে নেওয়া থেকে শুরু করে হিসেব করে টাকা দেওয়া পর্যন্ত। এবং সেগুলো সাবধানে বাড়িতে আনা।প্রত্যেকটা জিনিস নিজের পছন্দমত কিনেছি। কারণ আমি মনে করি বাড়ির সৌন্দর্য এই জিনিসগুলোর উপর অনেকটাই নির্ভর করে। আর আমি সবগুলো জিনিসই ব্রান্ডের নিয়েছি।
তবে এত কেনাকাটা করার পরও একটু চিন্তা হচ্ছিল কারণ আমার পছন্দ করা জিনিসগুলো সবার পছন্দ হবে কিনা বিশেষ করে আপনাদের ভাইয়ার। কিন্তু না জিনিসগুলো আনার পর দেখে সে খুবই পছন্দ করেছে।তখন মনে হয়েছিল যে না আমি পেরেছি তার বিশ্বাস এবং ভরসা রাখতে। যাইহোক আসার পথে আমি সবাইকে নাস্তা করিয়েছিলাম। তারাও ভীষণ খুশি হয়েছিল।
আমি আমার বাড়ির ফাইনাল লুক আপনাদেরকে দেখাবো।আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
নতুন বাড়ির জন্য অনেক কিছু কেনাকাটা করেছেন দেখছি। বেশ ভালো লাগলো আপনাদের এই কেনাকাটার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে। যেখানে আপনার কাছে নতুন অভিজ্ঞতা ঠিক তেমনি অনেক কিছু জানার ছিল আমাদের জন্য। বিষয়টা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
আসলে নতুন কোন একটা জিনিস গোছানোর জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করার প্রয়োজন হয়। বাড়ির কাজ যখন চলতে থাকে তখন যেন মনে হচ্ছে খরচের কোন অভাব ই হয় না যে কোন কাজে খরচ হতে থাকে। যাইহোক সবগুলো জিনিস ভালো ভাবে কিনতে পেরেছেন এটা দেখে খুবই ভালো লাগলো।
হ্যাঁ ভাইয়া সব গুলো জিনিস বেশ কোয়ালিটি সম্পন্ন দেখেই কিনেছি।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
বাড়ির জিনিসপত্র তো অনেক কিছু কিনে ফেললেন। আশা করি খুব তাড়াতাড়ি তো বাসায় উঠে উঠবেন এতে কোন সন্দেহ নেই। অবশ্যই বাসায় ওটার দাওয়াত পাবো ইন-সা-আল্লাহ।
আরও সপ্তাহ খানিক সময় লাগবে আপু অনেক কাজ বাকি আছে।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
এই ধরনের জিনিস কিনতে গেলে অভিজ্ঞ সম্পন্ন লোক সাথে নিয়ে যাওয়াটা উত্তম। যেহেতু আপনার চাচা এই ব্যাপারে বেশ অভিজ্ঞ,সেহেতু উনাকে নিয়ে যাওয়াতে খুব ভালো হয়েছে। যাইহোক বাড়ির কাজ করাতে গেলে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করা যায়। গত বছর আমিও এসব বিষয়ে ভালোই অভিজ্ঞতা অর্জন করেছিলাম। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভাইয়া যেহেতু আমার আগের কোনো অভিজ্ঞতা নাই তাই আমি আমার বড় চাচাকে নিয়ে গিয়েছিলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।