অনলাইন থেকে ফোল্ডিং বটি কেনার অভিজ্ঞতা
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি পোস্টে স্বাগতম। কেনাকাটা এখন কত সহজ হয়ে গিয়েছে তাই না।কারণ এখন ঘরে বসেই অনলাইনে যেটা ইচ্ছা সেটা কেনা যায়। আর তেমনি রান্নাবান্নাও এখন অনেকটা সহজ হয়ে গিয়েছে কেন জানেন। এখন অনলাইনে অনেক পণ্য বেরিয়েছে যেগুলো আমাদের রান্নাবান্নার কাজে সাহায্য করে। এই যেমন কিছুদিন আগে ফেসবুকে অনেকগুলো পেইজে দেখছিলাম ফোল্ডিং বডি বিক্রি করছে। যেগুলো দিয়ে দাঁড়িয়ে থেকে কাটাকুটি করা যায়। সত্যি কথা বলতে মেঝেতে বসে কিংবা টুলে বসে কাটাকাটি করতে আমার ভীষণ অসুবিধা হয়।
আর অনেক সময় ছুরি দিয়েও শাকসবজি পছন্দমত কাটাকুটি করা যায় না। তাই ভাবলাম বটিটা আমার জন্য ভীষণ প্রয়োজনীয়। আর সব গুলো পেইজের রিভিউ দেখলাম বেশ ভালো। অনলাইন থেকে কেনাকাটার আগে এই জিনিসটা ভালোভাবে পর্যবেক্ষণ করি যাতে আমাকে পরে ঠকতে না হয়। বিভিন্ন পেইজে দেখছিলাম পন্যটি। দেখে বেশ ভালো লাগলো। তাই আর দেরি না করে অর্ডার করে ফেললাম। আমি অর্ডার করার প্রায় তিনদিন পর পণ্যটি হাতে পেয়েছিলাম।
আপনারা হয়তো বক্সটি লক্ষ্য করলে দেখতে পারবেন বক্সটি আগে থেকেই খোলা। কেননা এটা ডেলিভারির ম্যানের সামনেই চেক করে নেওয়ার অপশন ছিল। তাই আমি এটা দেখে নিয়েছিলাম। দেখলাম সবকিছু ঠিকঠাক আছে। এরপর আমি ফোল্ডিং বটিটি নিয়ে বাসায় চলে আসি। আমি কিন্তু এটা আমার গ্রামের বাড়িতেই রিসিভ করেছি।
যাইহোক বাসায় এসে বটিটি আমি ভালোভাবে খুলে দেখছিলাম।আমার কাছে কোয়ালিটি বেশ ভালো লেগেছে। আর এটা আমি আমার রান্নাঘরে সেট করে দেখেছি খুবই ভালো লাগছিল। খুব সহজেই কাটাকুটি করা যাচ্ছে। এযাবত যত কেনাকাটা করেছি অনলাইন থেকে খুব কমই ঠকেছি। তাই অনলাইন কেনাকাটা করা আমার কাছে নেশা হয়ে গেছে বলতে পারেন। কিছু ভালো লাগলেই অর্ডার করে ফেলি। আপনারা আমার মত কে কে এমন আছেন জানাবেন যে অনলাইন কেনাকাটা করতে পছন্দ করেন।
আমার ফোল্ডিং বটিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। যাইহোক আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো, থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
আপনার ফোল্ডিং বটিটিতে দেখে অনেক ভালো লাগলো। আসলে আপু অনলাইনের জিনিস গুলো অনেক ভালো হয়।আর সহজেই ঘরে বসে পাওয়া যায়। বেশ ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলেই অনলাইনের যুগে কেনাকাটা করা এখন কোনো বিষয় ই না! আর অনলাইনে কেনাকাটা করার ক্ষেত্রে অবশ্যই সেই পেইজ ভালো করে যাচাই বাছাই করে নিলে ঠকারও চান্স থাকে না। আপনার বটি টা দেখে ভালোই মনে হচ্ছে। ব্যবহার করেও রিভিউ দিয়েন আপু। এমন বটি গুলো আসলেই অনেকের জন্যই হেল্পফুল যদি ঠিকঠাক কাজ করে।
ব্যবহার করার পর অবশ্যই রিভিউ দিবো আপু। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য। এটা আমার কাছেও বেশ ভালো লেগেছে।
যাক অবশেষে খুবই ভালো একটি জিনিস কিনেছেন।বটি প্রতিটি গৃহিণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস যা প্রতিদিন প্রয়োজন হয়।আমিও অনেক দিন ধরেই ভাবছি এরকম একটা বটি কেনা খুবই দরকার আমার জন্য।আপনার পোস্ট টি দেখে উৎসাহিত হলাম আশাকরি খুব শীঘ্রই আমিও একটি এরকম বটি কিনবো।
বটি টা বেশ ভাল ছিল কিনতে পারেন ভালো লাগবে। যেহেতু আপনি অসুস্থ থাকেন অনেক সময় আপনার কাজে লাগবে বেশ।
এটা ঠিকই বলেছেন আপনি অনেক সময় চাইলেও ছুরি দিয়ে পছন্দ মত কাটাকুটা করা যায় না। অনলাইনে এই বটি আমিও দেখেছিলাম। তবে ব্যবহার করা হয়নি। এখন আপনার কেনা দেখে আগ্রহ বেড়ে গেল। বাসার জন্য একটা কেনার চেষ্টা করব। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আন্টিকে এ ধরনের বটি কিনে দিতে পারেন আপু। সুবিধা হবে উনার জন্য।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
অনেক ভালো করলেন আপু এই ফোল্ডিং বটি ক্রয় করে। এগুলো দিয়ে মাছ কাটতে খুব অসুবিধা হয়। বিশেষ করে যেকোনো ধরনের কাটাকাটি করতে খুব সুবিধা। অনলাইন থেকে যেকোন জিনিস ক্রয় করতে এখন খুব সুবিধা।। খুব সুন্দর একটি ভালো লাগার মুহূর্ত আপনি শেয়ার করলেন অনেক ধন্যবাদ।
অনেক সময় মেঝেতে বসে কাটাকাটি করতে পারিনা তাই এই বটি কেনা আপু। আশা করছি বেশ ভালোই সুবিধা পাব।
ঠিক তাই আজকাল কেনা কা্টা বেশ সহজ। ঘরে বসেই পছন্দের জিনিটি কিনে নেয়া যায়। আর তা সম্ভব হয়েছে অনলাইল বিজনেস এর কারনে। যাইহোক ফোল্ডিং বটিটি আমিও দেখেছি বিভিন্ন পেজে। দেখে মনে হয়েছে ভালই। যারা নিচে বসে কাটাকুটি করতে পারে না তাদের জন্য বেশ প্রয়োজনীয়।
আমার কাছেও বটিটা বেশ ভালো লেগেছে আপু। তাই অর্ডার করেছিলাম হাতে পাওয়ার পর ভালোই লাগলো দেখে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
কিছুদিন আগে আমার বাবা একটি বটি অনলাইন থেকে কিনেছিলেন। কিন্তু সেটা একদমই ভালো ছিল না। তবে আপনি যেটা কিনেছেন দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। অনেক সময় অনলাইনে জিনিসপত্র কিনলে প্রতারণার শিকার হতে হয়। আবার অনেক সময় ভালো কিছুই পাওয়া যায় আপু।