প্রসঙ্গঃ গতকালের সন্ধ্যা-ভোজ ও কফিশপ-পার্বতীপুর ক্যাফে রিভিউ ll ১০% পে-আউট @shy-fox

আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা,

আমি @hayat221 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে



হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। গতকালের খাওয়া সন্ধ্যা-ভোজ ও কফিশপ-পার্বতীপুর ক্যাফে রিভিউ নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।

IMG_20210927_041904.jpg

IMG20210926183323.jpg

চিকেন বিগ বার্গার



পার্বতীপুর ক্যাফে

গতকাল সন্ধ্যায় আমার নিজ শহরে, আমি ও আমার এক বন্ধু মিলে গিয়েছিলাম কফিশপের উদ্দেশ্যে। প্রায় ২০ থেকে ২৫ দিনের মতো কোথাও যাওয়া হয়নি। একে একে আমার নিজ পার্বতীপুর শহরে, ৪টি রেস্টুরেন্ট ও হোটেল অন্যদিকে ৩টি কফিশপ রয়েছে। তার মধ্যে পার্বতীপুর ক্যাফে নামে একটি। আমি প্রায় দেখে আসতেছি,৭-৮ বছর ধরে এই পার্বতীপুর ক্যাফে কফি শপ চলতেছে। এখানের পরিবেশ অত্যন্ত সুন্দর। আমি যদি পরিবেশের কথা বলি খারাপ বলবো না। কেননা খারাপ বলার মত এই পার্বতীপুর ক্যাফের কোন অবস্থা খুঁজে পাওয়া যায় না। এই পার্বতীপুর ক্যাফে কফিশপ ৩ তলা বিশিষ্ট। প্রথম তলাটি পার্কিং রুম, দ্বিতীয় ও তৃতীয় তলা টি কফিশপে আওতাভুক্ত। এখানে কেউ পরিবারসহ আসলে, অনেকের ছোট বাচ্চা থেকে থাকে। ছোট বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য কিছু বিনোদন কৃত আসবাপত্র রাখা হয়েছে। এখন আছি আমি খাওয়া-দাওয়ার বিষয় নিয়ে। এখানে প্রায় ৩৫ থেকে ৪০ রহমের খাদ্য সামগ্রী পাওয়া যায়। এখানকার প্রত্যেকটি খাবার উন্নত মানের। এধরনের ৩৫-৪০ খাবারের বর্ণনা করতে গেলে অনেক সময় প্রয়োজন। তার মধ্যে আমি কয়েকটি খাবারের বর্ণনা করলাম।এই ৪০টি খাবারের মধ্যে, বড় বাজেটের মধ্যে, ফ্যামিলি পিৎজা ও ছোট আকারের বাজেটের মধ্যে চিকেন বিগ বার্গার, লাচ্ছি, দুই ফুচকা ও কফি। পার্বতীপুর ক্যাফে, কফিশপের একটি খাবারও আপনি চোখে দেখতে পারবেন না যতক্ষন না আপনি অর্ডার করেছেন। অর্ডার করার পর পর ১০ থেকে ১৫ মিনিট পর আপনি আপনার অর্ডারকৃত খাবার পেয়ে যাবেন। এর মধ্যে বাড়তি কোনো খাবারের প্রতি ছবি আপনি দেখতে পাবেন না। এখানকার প্রত্যেকটা ওয়েটার সবার সাথে বন্ধুসুলভ আচরণ করে। এখন আমি শেয়ার করব পার্বতীপুর ক্যাফের কয়েকটি ছবি রিভিউ আকারে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।

IMG_20210926_182841.jpg

IMG20210926182915.jpg

এটি হচ্ছে খাবারের অর্ডার কার্ড। এইখান থেকে যার যেটা খাওয়ার ইচ্ছা তারা সেটি অর্ডার করে থাকে।



IMG20210926183045.jpg

IMG20210926183139.jpg

IMG20210926183054.jpg

আমি খাবারের অর্ডার করেছি, চিকেন বিগ বার্গার। ১০ থেকে ১৫ মিনিট পরে আমি আমার অর্ডারকৃত খাবার পেয়ে গেছি।



পার্বতীপুর ক্যাফে রিভিউ

IMG20210926184246.jpg

এই সিঁড়ি বেয়ে উঠতে হবে, কফি শপের ভিতরে। এটি হচ্ছে উপরে ওঠার প্রথম সিঁড়ি।



IMG20210926184259.jpg

এটি হচ্ছে পার্বতীপুর ক্যাফের ওয়াল পোস্টার।



IMG20210926184219.jpg

IMG20210926184104.jpg

এদুটি হচ্ছে দ্বিতীয় তলার অবস্থানরত পথ।



IMG20210926182404.jpg

IMG20210926182413.jpg

উপরের যে দুটি ছবি দেখা যাচ্ছে,ক্যাফের ভিতরের অংশ। এখানে সারিবদ্ধ ভাবে চেয়ার টেবিল সাজানো আছে। প্রতিটি টেবিলে অর্ডার কার্ড, পানির বোতল, টিস্যু পেপার ইত্যাদি সামগ্রী দেওয়া আছে। পরিবেশ মনমুগ্ধকর।



IMG20210926182533.jpg

IMG20210926183957.jpg

IMG20210926183948.jpg

নিচের পরিবেশটা যেমন সুন্দর উপরের পরিবেশ টাও সুন্দর। এখানে সুন্দর করে প্রতিটি ওয়ালে ওয়ালমেট রাখা হয়েছে ও ছাদে অনেক সুন্দর ঝুড়ি রয়েছে। পুরোটাই যেন পরিবেশ বান্ধব।



IMG20210926182615.jpg

IMG20210926183031.jpg

ভিতরের পরিবেশে আমি দুটি ছবি তুলে নিলাম।



IMG20210926184111.jpg

এই সিঁড়ি বেয়ে উঠতে হবে তৃতীয় তলা। এই তৃতীয় তলায় আছে শিশুদের বিনোদন দেওয়ার জন্য আসবাপত্র।



IMG20210926181640.jpg

IMG_20210926_182749.jpg

IMG20210926181630.jpg

IMG20210926181532.jpg

শিশুদের বিনোদন পাওয়ায় আসবাপত্র গুলো একে একে তুলে ধরলাম। বিশেষ করে এখানে আমাকে দোলনা টি অনেক ভালো লাগে।



IMG20210926181622.jpg

IMG20210926181941.jpg

IMG20210926182225.jpg

এখানকার ৩টি ছবিই তৃতীয় তলার। তৃতীয় তলার পরিবেশটা অনেক সুন্দর।



IMG20210926184150.jpg

IMG20210926184127.jpg

এই দুটি ছবির মধ্যে, একটি ছবি বিল দেওয়ার ডেক্স অন্য একটি যেখান থেকে খাবার তৈরি করে পরিবেশন করা হয় কাস্টমারের কাছে।



পার্বতীপুর ক্যাফের লোকেশন ও ডিভাইস

https://w3w.co/aliens.promoting.letters

|Divice|oppo|12|A|



আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ সকল সদস্যদের। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।

শুভেচ্ছান্তে-
@hayat221



Sort:  

ভাইয়া আপনি অনেক মজা করে সন্ধ্যা-ভোজ ও কফিশপ সময় কাটিয়েছেন মনে হচ্ছে।আর ছবি গুলো অনেক সুন্দর ভাবে তুলছেন।।আপনার জন্য শুভ কামনা রইল।

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57305.83
ETH 3076.79
USDT 1.00
SBD 2.40