২য় পর্বঃ লিপা

05-01-23

২২ পৌষ,১৪২৯ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


book-3755514_1280.jpg

copyright free image from pixabay

১ম পর্বের পর থেকে

লিপার করোনা ভেকসিন রেজিস্টার্ড করার কাজ শেষ হয়ে যায়! সারা দেশের করোনা পরিস্তিতি স্বাভাবিক হতে থাকে! লিপাদের ভার্সিটি খুলে দেয়া হবে! ইতোমধ্যে ভার্সিটি থেকে নোটিশ এসেছে! সেমিস্টার ফাইনাল পরীক্ষার সময়সূচিও দেয়া আছে! সেমিস্টারের সময় কমানো হয়েছে। তার মানে পড়াশোনার প্রেসারটাও বেশি পড়বে! লিপা সিদ্ধান্ত নেয় ভার্সিটির হোস্টেলে চলে যাবে! বাড়িতে থাকলে পড়াশোনাটা সেভাবে হবে না! সব কিছু ঘুছঘাছ করে নেয়! দুদিন পর চলে যাবে লিপা! যাওয়ার ঠিক আগের দিন রাতে! লিপার ফোনে মেসেজ!

"কেমন আছেন? " মেসেজ দেখে কিছু অবাক হয় লিপা! তাকে কে আবার মেসেজ দিলো!
লিপা আগ্রহ নিয়েই মেসেজের উত্তর দেয়,"ভালো আছি! আপনাকে ঠিক চিনতে পারলাম না! "
-এতো তাড়াতাড়ি ভুলে গেলেন! ঐ যে আপনি ভেকসিনের সময় হেল্প করেছিলেন!
-ওহ! চিনেছি। আপনি তো ভীতু মানুষ! মেয়েদের মেসেজ দিয়েছেন কিভাবে! (কিছুটা মুচকি হেসে)
-ভীতু হতে পারি! তবে এতোটা কিন্তু নই! জানেন,সেদিন ভেকসিন দেয়ার পর শরীরে খুব জ্বর এসেছিল!
-জ্বর একটু আসবেই! তবে দুদিন গেলেই ঠিক হয়ে যাবে!
-জি! সেদিন আপনি না থাকলে কি যে হতো!
-হাহাহা! এতো ভয় পেলে কি হয়! সামান্য একটা সুইয়ের গুতা খেতে এতো ভয়!
-হুমম (চুপচাপ)
-বাই দা ওয়ে! আপনার নামটাই জানা হয়নি!
-আমি শাওন! জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি!
-আরে, আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়েন?
-হুমম! আপনি কোথায় পড়াশোনা করছেন?
-আমিও তে জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ছি!
-কি বলেন! (কিছুটা আশ্চর্য হয়ে) আপনাকে কখনো দেখিনাই ভার্সিটিতে ! কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন?
-আমি বাংলা সাহিত্য নিয়ে! আপনি?
-আমি ফিন্যান্স নিয়ে পড়াশোনা করছি! মজার ব্যাপার হলো আমরা দুজন একই ভার্সিটি! আর আপনাকে দেখলাম না কখনো!
-দেখবেন কি করে ডিপার্টমেন্ট তো আলাদা!
-সেটাও ঠিক বলেছেন! বাড়িতেই আছেন এখন!
-হুমম! কাল চলে যাবো ভার্সিটিতে! পড়াশোনা হচ্ছে না।
-সেটাই ভালো হবে। নোটিশে দেখলাম সেমিস্টার টাইম কমিয়ে দিয়েছে!
-এজন্যই পড়ার প্রেসারটাও বেশি! (ফোনের টাকা শেষ)
-জি, চলে আসেন ক্যাম্পাসে আপনার সাথে দেখা হবে!

লিপার ফোনের টাকা শেষ হয়ে গিয়েছিল! এতো রাতে দোকান খোলাও নেই! শাওন ফোনের অপর প্রান্তে লিপার মেসেজের অপেক্ষায় বসে আছে! অনেকক্ষন হয়ে গেল লিপার মেসেজের রিপ্লাই আসেনি। শাওন ভাবছে, হয়তো ব্যস্ত না হয় ঘুমিয়ে পড়েছে! তাহলে ফোন দিয়ে দেখবো কি? শাওনের মনে হাজার রকমের প্রশ্ন জাগছে! একটা অপরিচিত মেয়েকে হঠাৎ করে এতোরাতে ফোন দিলেও ব্যাপারটা কেমন দেখায়! শাওন কিছুক্ষণ পরে লিপার ফোনে আবার মেসেজ দেয়! "ঘুমিয়ে পড়েছেন!"

লিপার ফোনে টাকা শেষ, চাইলেই এখন রিপ্লাই দিতে পারবে না। সকালে ভার্সিটিতে চলে যেতে হবে। একেবারে ভার্সিটিতে গিয়েই শাওনের মেসেজের রিপ্লাই দিবে! লিপা ঘুমিয়ে পড়ে। শাওনের কিছুতেই ঘুম আসছে না। লিপার মেসেজের অপেক্ষায় সে বসে আছে! কিন্তু না! ঘড়িতে তখন একটা বেজে গেল। রিপ্লাই আসেনি! কি করবে ভাবতে ভাবতে শাওনের ঘুম চলে আসে!
শাওন সেদিনই লিপাকে তার ভালো লেগে গিয়েছিল! লিপাও হয়তো শাওনকে ভালোলাগে! শাওন আর কিছু না ভেবে বালিশের পাশে ফোনটি রেখে ঘুমিয়ে পড়ে।

পরদিন সকাল সকাল লিপা বের হয়ে পড়ে। সকাল সকাল ট্রেন ধরতে হবে! সাড়ে ছয়টায় ঢাকাগামী একটা ট্রেন আছে! ট্রেনের টিকেট অবশ্য আগে কেটে রাখেনি। তবে এবার একটু কষ্ট করেই যেতে হবে। স্ট্যান্ডিং টিকেট কাটতে হয়েছে লিপার! সকাল সকাল কোনো রিচার্জের দোকানও খোলা নেই! ট্রেন এদিকে যথাসময়ে এসে হাজির! লিপা ব্যাগ নিয়ে ট্রেনে উঠে পড়ে। স্টেশন পর্যন্ত আগায় দেয়ার জন্য সাথে লিপার বাবা এসেছিল। লিপাকে ট্রেনে উঠিয়ে দিয়ে লিপার বাবা বাড়িতে চলে যায়!

লিপাদের বাড়ির কাছ থেকে ঢাকা যেতে বেশিক্ষণ সময় লাগে না। দেড় ঘন্টার মতো সময় লাগে! তার মানে সকাল আটটার দিকে পৌঁছে যাবে! লিপা ট্রেনের টিটির সাথে কথা বলে কোনোভাবে একটা সিট ম্যানেজ করে! দাম একটু বেশি নিয়েছে, কিন্তু বসে তো যাওয়া যাবে। জানালার পাশে লিপার সিট! শাওনের কথা ভাবছে! অপরিচিত একটা ছেলের সাথে এতো কথা হয়ে গেল! আশ্চর্যের বিষয় হলো শাওনও আমাদের ভার্সিটিতে পড়ে!

চলবে....



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে


WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আমি তো ভেবেছিলাম দ্বিতীয় পর্বে লিপা এবং শাওনের প্রেমের কথা বলবেন আপনি। দ্বিতীয় পর্বে ভেবেছিলাম তাদের প্রেম হয়ে যাবে। কিন্তু এখন তো দেখছি তাদের মনের ভেতরেই রয়ে গেল তাদের পছন্দের সেই কথা। আমার তো মনে হয় দুজনেই অজান্তে ভালবেসে ফেলেছে একে অপরকে। গল্পটা কিন্তু ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে একের পর এক করবে। আশা করছি তৃতীয় নম্বর পর্বে তাদের ভালোবাসার কিছু কথা দেখব। অপেক্ষায় থাকলাম ধন্যবাদ।

 2 years ago 

তৃতীয় পর্বে হয়তো তাদের সম্পর্কটা ডিপ লেভেলেও যেতে পারে 😊। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া!

 2 years ago 

আমার কিন্তু বেশ মজাই লাগছে লিপার এই গল্পটি পড়তে। তৃতীয় পর্বে মনে হয় তাদের ভালোবাসা হয়ে গিয়েছে এই কথাটি পড়বো। কারণ একে ওপরে যেভাবে ভাবতে সে নিজেদের কথা। প্রথম সময় মেসেজে তো দেখছি বেশ ভালোই কথা বলে ফেলেছে তারা দুইজন। তারা দুইজন যেভাবে কথা বলেছে মনে হচ্ছে অনেক দিনের আলাপ তাদের মধ্যে। এখনতো ইউনিভার্সিটিতে যাওয়ার ফলে দুজনের দেখা হবে। আমার খুব আগ্রহ পরের পর্ব কি আসবে তা জানার জন্য। আশা করছি খুব তাড়াতাড়ি শেয়ার করবেন ধন্যবাদ।

 2 years ago 

জি আপু! খুব শীঘ্রই পরের পর্ব আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু 🌼🦋

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62647.29
ETH 2439.61
USDT 1.00
SBD 2.66