‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৪৪ (Weekly Hangout Report-44)

in আমার বাংলা ব্লগ2 years ago

weekly hangout cover 44.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‍্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ২৮৪০ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ২২৯।

আমরা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালীদের নিজের মাতৃভাষায় আবেগ, অনুভূতি ও জীবনের গল্পগুলোকে ভাগ নেয়ার সুযোগ করে দিতে চাই। কারন তথ্য প্রযুক্তির এই যুগে ব্লকচেইন সবার মাঝে একটি সেতু বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছে। আমরা এই সুযোগটির পূর্ণ ব্যবহার এবং বাঙালি কমিউনিটির একটি নির্দিষ্ট অবস্থান নিশ্চিত করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় সহজসাধ্য করতে চাই।

হ্যাংআউট-৪৪

শুরুতেই কাউন্ট ডাউন মিউজিক শুনানো হয় তারপরেই ভেসে আসে আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাইয়ের কণ্ঠস্বর, সবাইকে স্বাগতম জানান শুরুতেই। আশা প্রকাশ করেন সবাই ভালো আছেন, যারা আজকের হ্যাংআউটে জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ জানান। অনেক মজা হবে, আনন্দ হবে এবং সবাই মিলে মাস্তি করবো। প্রথমে দাদাকে ধন্যবাদ জানান, কারন দাদার কারনেই দারুণ একটা সুযোগ তৈরী হয়েছে। এরপর যারা মনিটরিং এ আছেন সবাইকে ধন্যবাদ জানান। তারপর হ্যাংআউট নিয়ে কিছু কথা বলেন, সেগমেন্টগুলো নিয়ে কথা বলেন।

এরপর আমি @hafizullah কথা বলি, শুরুতেই সবাইক ৪৪তম হ্যাংআউটে স্বাগতম জানাই। কিছু কথা না চাইলেও বলতে হয়, কারন আপনারা যখন সুযোগের অসৎ ব্যবহার করার চেষ্টা করেন, তখন আমরা বাধ্য হই ভিন্ন কিছুর চিন্তা করতে। আমরা চেয়েছিলাম কাংখিত এনগেজমেন্ট তৈরী করতে, আমরা চেয়েছিলাম এনগেজমেন্টগুলোর মাঝে মনের ভাব এবং আবেগ সংযুক্ত রাখতে, কিন্তু আপনারা সেটাকে রোবটিকে রূপান্তরিত করেছেন নিদারুণভাবে। আমরা এখন হতে চেষ্টা করবো, পোষ্ট কোয়ালিটি, কাংখিত এনগেজমেন্ট অবশ্যই কমেন্ট সংখ্যা না এবং ডিসকর্ডে ভালো উপস্থিতি বিবেচনায় নিয়ে সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করার। এই সপ্তাহে তাই অধীক সংখ্যক কমেন্ট করেও সুপার এ্যাকটিভ আসতে পারেন নাই @rabiul365 এবং @mostafezur001। আপনাদের প্রতি অনুরোধ থাকবে ডিসকর্ডের প্রতি একটু বেশী মনোযোগি হওয়ার জন্য এবং কমেন্টের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন, পোষ্টগুলোর মান আরো একটু উন্নত করার। সব কিছু বিবেচনায় এই সপ্তাহে ৫ স্টিম পুরস্কার পাচ্ছেন @narocky71

Untitled-00.png

আরো একটা কথা আমরা আপনাদের এনগেজমেন্ট দেখতে চাই কিন্তু এই রকম এনগেজমেন্ট না যেখানে পোষ্টগুলো পড়ে দেখার নূন্যতম চেষ্টা থাকে না। যেখানে কমেন্টর সংখ্যাটি প্রাধান্য দেয়া হয়। আমরা আপনাদের ডিসকর্ডে উপস্থিতি প্রত্যাশা করি কিন্তু শুধুমাত্র হাই হ্যালো বলে হারিয়ে যাওয়ার জন্য না। আমরা আপনাদের উৎসাহিত করি বাংলার সহজ ও সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য। এছাড়া আমার বাংলা প্রতিযোগিতার নতুন বিষয় ঘোষণা করা হয়েছে, আমরা চেষ্টা করছি প্রতিযোগিতার ক্ষেত্রে বৈচিত্র আনার এবং আপনাদের পরামর্শগুলোকে প্রাধান্য দেয়ার। তাই কমিউনিটির সিদ্ধান্তসমূহের প্রতি আমাদের সমর্থন থাকা আবশ্যক। এছাড়া যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তাদের প্রতি অনুরোধ থাকবে বানান ভুলের বিষয়গুলোর প্রতি সচেতন থাকার।

কমিউনিটির এ্যাডমিন @winkles ভাই কথা বলেন এরপর, শুরুতেই তার অধীনে থাকা ইউজারদের নিয়ে কথা বলেন। সবাই ঠিক ঠাক মতো কাজ করছেন তাই এটা নিয়ে তার কিছু বলার নেই। এরপর কথা বলেন কাংখিত এনগেজমেন্ট নিয়ে, যেখানে উচি ইউজারদের রিওয়ার্ডস দেয়ার মাধ্যমে কিছুটা উৎসাহ দেয়ার চেষ্টা করছেন। এই সপ্তাহে কাংখিত মন্তব্য করার জন্য বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং যথা নিয়মে তাদের রিওয়ার্ডস পৌঁছে যাবে বলে আশ্বস্ত করেন।

Untitled ই্উংকেল.png

এরপর কমিউনিটির এ্যাডমিন এবং কোয়ালিটি কন্ট্রোলার @rex-sumon সুমন ভাই কথা বলেন। তার অধীনে থাকা ইউজারদের নিয়ে কথা বলেন সকলের কার্যক্রম বেশ ভালো ছিলো কিন্তু কমেন্ট এর বিষয়টি নিয়ে নিজের হতাশার কথা প্রকাশ করেন। সবাই রোবটিক কমেন্ট করছেন এবং ডিসকর্ডে খুব ভালো এক্টিভিটি দেখাতে পারছেন না। ডিসকর্ডে থাকতে হবে সকলের সাথে মিশতে হবে, মজা করতে হবে তাহলে ডিসকর্ডে থাকার ক্ষেত্রে আরো বেশী আনন্দ খুঁজে পাবেন। এরপর দুইজন ইউজারের নাম প্রকাশ করেন যারা টায়ার-৩ হতে বাদ পরেছেন শুধুমাত্র ডিসকর্ডের এনগেজমেন্ট খারাপ থাকার কারনে, তাই সবাইকে এ বিষয়ে একটু চেষ্টা করতে বলেন। এরপর আরো একটি বিষয় নিয়ে কথা বলেন, অনেকেই নতুন বিষয়টি জানেন না, কাংখিত পাওয়ার না থাকার কারনে ঠিক মতো এনগেজমেন্ট করতে পারছেন না, তাই তাদের উদ্দেশ্যে ফ্রি ডেলিগেশন পাওয়ার বিষয়টি উপস্থাপন করেন এবং এ বিষয়ে সবাইকে অবহিত করেন।

কমিউনিটির এ্যাডমিন @moh.arif আরিফ ভাই কথা বলেন এরপর, তার অধীনে থাকা ইউজাররা ভালো কাজ করছেন। সকলের উদ্দেশ্যে বলেন একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে আমাদের ভোটিং পাওয়ার সীমিত এটা আনলিমিটেড না, চাইলেই সবাইকে ইচ্ছে মতো সাপোর্ট দিতে পারি না এটাই মুল কারণ। অনেকেই এই জন্য হতাশ হয়ে যাচ্ছেন, যাদের উদ্দেশ্যে বলেন কমিউনিটির সাথে লেগে থাকেন কারন কমিউনিটি একদিনের জন্য না, অনেকই আসবে আবার চলে যাবে কিন্তু যারা লেগে থাকবে তারাই ভালো কিছু করতে পারবে। এরপর ডিসকর্ড এবং কাংখিত কমেন্ট নিয়ে কথা বলেন। অনেকেই এই রকম হাই হ্যালো বলে হারিয়ে যান, ডিসকর্ডে ঠিক মতো এনগেজমেন্ট করেন না এটা ঠিক না। এ বিষয়ে কথা বলেন। এনগেজমেন্টের বিষয়টি আমরা আপনাদের উপর চাপিয়ে দিতে চাই না, বরং আপনারা সেচ্ছায় কাজগুলো করছেন কিনা সেটা চেক করা হবে। তারপর কিছু ইউজারের নাম উল্লেখ্য করেন এবং তাদের কাংখিত বিষয়ে পরামর্শ দেন, তাদেরকে বিষয়গুলোর প্রতি সতর্ক থাকার অনুরোধ করেন।

এরপর আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 শুভ ভাই কথা বলেন, তার অধীনে থাকা ইউজারদের নিয়ে কথা বলেন। সবাই মোটামোটি ভালো কাজ করছেন। তার নিজের বিষয়টি সকলের কাছে প্রকাশ করেন, তিনি কোয়ালিটিকে প্রাধান্য দিবেন কোয়ান্টিটি তার নিকট গ্রহনযোগ্য না। হয়তো অনেকের সাথে তার মত মিলবে না, অনেকেই তার সাথে দ্বিমত পোষণ করবেন কিন্তু এই ক্ষেত্রে তার কনসেপ্টটা সম্পূর্ণ আলাদা। তাই সবাকে বিষয়টি নিয়ে সতর্ক থাকার অনুরোধ করেন।

এরপর কথা বলের কমিউনিটির মডারেটরগন, প্রথমে @alsarzilsiam ভাই কথা বলেন, নিজের কথা বলেন শুরুতে পুরো সপ্তাহ ব্যস্ত ছিলেন। তবে ইউজারদের এক্টিভিটি আগের সপ্তাহের তুলনায় কিছুটা ভালো ছিলো, কিন্তু ডিসকর্ডে তেমন ভালো উপস্থিতি ছিলো না সকলের, সেটা মনে করিয়ে দেন। এছাড়াও আগামীকাল শুক্রবার লেভেল-৩ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে, যাদের মেনশন করা হয়েছে তাদেরকে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার অনুরোধ করেন। এরপর আমার বাংলা ব্লগের অন্যান্য স্যোসাল সাইটগুলোর লিংক শেয়ার করেন।

Untitled 11.png

এরপর @rupok ভাই কথা বলেন, ইউজারদের বিষয় নিয়ে কথা বলেন, বেশ কয়েকদিন ধরে অনেকের পোষ্ট চেক করে দেখতে পান অনেক নতুন ইউজার বেশ সুন্দর করে পোষ্ট উপস্থাপন করেন, রেসিপি শেয়ার করেন কিন্তু অনেক ভেরিফাইড ইউজার সেটা না করে অনেকটা দায়সারাভাবে পোষ্ট করছেন। তাদের উদ্দেশ্যে বলেন দায়সারা পোষ্ট করে খুব একটা লাভবান হওয়া যাবে না তাই এ ব্যাপারে সচেতন হওয়ার অনুরোধ করেন। নিজের অবস্থান যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে বলেন। এছাড়া নতুনদের উদ্দেশ্যে বলেন কারো পোষ্টের মার্কডাউন পছন্দ হলে সেটার জন্য আমাদের নক দিতে পারেন এবং প্রয়োজনে টিকেট ক্রিয়েট করতে পারেন, আমরা সেই মার্কডাউন ব্যবহার করার পদ্ধতি বলে দিবো। সবশেষে ভেরিফাইড ইউজারদের আবারও অনুরোধ করেন নিজেদের পোষ্টের মানগুলো ঠিক রাখার এবং দায়সারা পোষ্ট হতে বেরিয়ে আসার।

এরপর @kingporos ভাই কথা বলেন, যদিও উনি তখন ট্রেনে জার্নি করছিলেন তবুও কথা বলার চেষ্টা করেন। শুরুতেই কমেন্টের বিষয়টি নিয়ে কথা বলেন রোবটিক কমেন্ট না করে কাংখিত কমেন্ট করার বিষয়টি আবারও স্মরণ করিয়ে দেন যা ইতিমধ্যে এ্যাডমিনরা বলেছেন। কমেন্ট করতে গিয়ে নিজেদের মান করছে সে দিকটা মাথায় রেখে যতটুকু সম্ভব এনগেজমেন্ট করতে বলেন। এছাড়াও লেভেল-২ এর ইউজাররা বেশ ভালো কাজ করছেন, তাদের পোষ্টের মান অনেক ভালো হচ্ছে। আশা প্রকাশ করেন এটা আরো ভালো হবে।

এরপর @nusuranur আপু কথা বলেন, শুরুতেই তিনি লেভেল-৪ নিয়ে বলেন, যেখানে এখন সদস্য রয়েছেন ১৬জন তাদের মাঝ হতে একজনের ট্যাগ উঠিয়ে দিয়েছেন বাকি ১৫ জনের মাঝে ডিসকর্ডে এ্যাকটিভ রয়েছেন মাত্র তিনজন, যা সত্যি দুঃখজনক, কারন আপনারা কয়েকদিন পরেই ভেরিফাইড মেম্বার হবেন। আরো একটি বিষয় স্মরণ করিয়ে দেন লেভেল - ৪ এর একটি মাত্র ক্লাস হয় আর একটি ক্লাসেই ভাইভা নেওয়া হয়। এটা অনেকবার এনাউন্সমেন্ট এ বলা হলেও অনেকেই ক্লাসে এসে বলেন যে তারা বিষয়টি জানেন না। তাই ক্লাসে এসে এই কথাটি কেও বললে আমরা আপনাকে খারাপ ভাবেই দেখবো।

এছাড়া লেভেল - ৪ এ মেম্বারদের বারবার পোস্টে কমেন্ট করে বলা হয় যে, বানান ভুল করা যাবেনা, টেন পিক্স ফটোগ্রাফী করা যাবেনা, শর্ট পোস্ট করা যাবেনা আর অবশ্যই যে কমেন্টগুলো করা হয় সেগুলো গুরুত্বসহকারে দেখবেন। যারা আইডিয়াস এন্ড ফিডব্যাক এ আইডিয়া দিচ্ছেন, আপনারা জাস্ট আইডিয়া দিন, অন্যের দোষ বলার দরকার নেই।কারণ যারা বলছেন কমেন্ট যোদ্ধাদের জন্য পিছিয়ে যাচ্ছেন তাদের মধ্যে অনেকেই নিজেরাই কমেন্ট যোদ্ধা।এডমিন,মডারেটর আমরা সকলে প্রতিটি মেম্বারের গল্পগুলো জানি।তাই বলবো অন্যের দোষ দেওয়ার দরকার নেই,আপনারা আইডিয়া দিন। সবশেষে আপুদের সমস্যা থাকলে বা কোনো এমন সমস্যা যদি থাকে যে এডমিন,মডারেটর ভাইয়াদের জানানো যাচ্ছেনা তাহলে অবশ্যই আমাকে ডিএম করে জানাতে পারেন প্রমাণ সাপেক্ষে।

Untitled 33.png

এরপর @ayrinbd আপু কথা বলেন, কমেন্টে ভুল হয়না সেটা কিন্তু আমরা কেউ বলতে পারব না। ছোটখাটো ভুল সবারই হয়ে থাকে, তবে দেখামাত্র ভুলটা সংশোধন করে নেবেন, অবশ্যই কমেন্ট করার পরে বারবার পড়ে ঠিক করে নেবেন। আমি সকল নিউ পোস্টে গাইডলাইন দিয়ে থাকি আর আপনারা অনেকেই দেখেছি নিউ পোস্টে খুব গুছিয়ে সুন্দরভাবে নিউ মেম্বারদের গাইড করে থাকেন। আমার কাছে এটা খুবই ভালো লাগে। কারণ কমিউনিটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আমাদের সকলের অধিকার আছে। তবে একটা কথা মনে রাখবেন কোন ধরনের কোনো লিংক দিয়ে গাইডলাইন দেবেন না কারণ সেটা একান্তই আমার দায়িত্ব। আমরা এই বিষয়ে সচেতন রয়েছি।

এছাড়াও আপনারা যেকোন সময় যেকোন বিষয়ে সমস্যা সমাধানের জন্য টিকেট ক্রিয়েট করতে পারবেন, আমরা সর্বদা আপনাদের পাশে আছি। আরেকটি কথা discord এ কথা বলার সময় সবাই খুব সতর্কতার সাথে কথা বলবেন। মনে রাখবেন আপনার কোনো কথায় যেন অন্য কোন ব্যক্তি কষ্ট না পায়। হয়তো ভাবতে পারেন এমন একটা ইমোজি যেটা দেয়া ঠিক না কিন্তু আপনি ফান করতে করতে সেটা অন্য জনকে মেনশন করবেন কিন্তু সেই মানুষটা হয়ত ফান হিসেবে নাও নিতে পারে। পরে দেখা যাবে আপনি একটি ছোটখাট বিষয়ের জন্য বড় কোন ঝামেলায় জড়িয়ে যাবেন। তাই নিজের সম্মান এবং নিজের জায়গা ধরে রাখার চেষ্টা করতে বলেন সবাইকে।

তারপর শুভ ভাই ফিরে আসেন এবং আরো একজন মডারেটরের বিষয়ে কথা বলেন এবং সকলের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি হলেন @tangera আপু, কোন ইউজার প্রতিনিয়ত চেষ্টা করেও কোন সাপোর্ট পাচ্ছেন না, সে বিষয়টি তিনি দেখেন এবং তা রিপোর্ট আকারে উপস্থাপন করেন। অনেকেই তাকে ডিম করেন সাপোর্ট পাওয়ার বিষয়ে তাদের নাম সংযুক্ত করার জন্য, তাদের উদ্দেশ্যে তিনি বলেন অনেকের ডিএম করে সাপোর্ট না পাওয়ার বিষয়ে কিন্তু তাদের পোষ্ট ঠিকই কিউরেশন তালিকায় থাকে তাই তাদেরকে রিপোর্ট এর তারিখ ভালোভাবে দেখার অনুরোধ করেন।

এরপর শুরু হয় আকর্ষনীয় সেগমেন্ট কুইজ প্রতিযোগিতা। কুইজ পর্ব পরিচালনা করেন কমিউনিটির এ্যাডমিন আরিফ ভাই। যথারীতি তিনি শুরুতে কুইজের নিয়মগুলো সবাইকে স্মরণ করিয়ে দেন, একজন একাধিক কুইজে বিজয়ী হতে পারবে না, কেউ কুইজের সঠিক উত্তর দিতে না পারলে পরবর্তীতে আরো একটি নতুন কুইজ ধরা হবে। তারপর কুইজে অংশগ্রহণকারী বিজয়ীদের আরিফ ভাইয়ের পক্ষ হতে রিওয়ার্ডস প্রদান করা হয়।

তারপর শুভ ভাই ফিরে আসেন এবং দাদার একটি ঘোষণা নিয়ে সকরের দৃষ্টি আর্কষণ করেন। দাদাকে কেউ যেন ডিএম না করেন সে ব্যাপারে অনুরোধ করেন, দাদা ব্যক্তিগত কারনে হয়তো কিছু দিন ব্যস্ত থাকবেন। নিয়ম অনুযায়ী মডারেটর অথবা এ্যাডমিনদের নক করতে পারেন, যে কোন সমস্যা নিয়ে। তারপর কমিউনিটির সদস্য অমিতাভ ভাইয়ের ছেলে অসুস্থ্য তার জন্য দোয়া করা হয়।

Untitled 44.png

আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা কথা বলেন, আগামী কয়েক দিন ডিসকর্ডে থাকতে পারবেন না, এ্যাডমিন মডারেটররা প্রয়োজনীয় ম্যাসেজগুলো ইমেইল করে দিতে বলেন, নমিনেশনগুলো আগের নিয়মে যথারীতি চলবে। ব্যক্তিগত একটু ঝামেলার কারনে দাদা কিছু দিন সময় দিতে পারবেন না। হয়তো আগামী বুধবার হতে দাদা আবার নিয়মিত হতে পারবেন । তারপর সকলের পক্ষ হতে শুভ ভাই দোয়া করেন যেন দ্রুত বিপদমুক্ত হয়ে ফিরতে পারেন দাদা।

তারপর শুভ ভাই কথা বলেন, এবিবি স্কুল নিয়ে কথা বলেন, এ বিষয়ে কমিউনিটির ঘোষণাগুলো সবাইকে দেখতে বলেন, যারা এবিবি স্কুলে আছেন এবং নিয়মিত পোষ্ট করছেন তাদেরকে ঠিকমতো বেনিফিশিয়ারি দিতে বলেন। এরপর কথা বলেন এবিবি চ্যারিটি নিয়ে, মানুষ মানুষের জন্য, যারা এটা বিশ্বাস করনে তাদের উপস্থিতি দেখতে চান। তারপর কথা বলে হিরোইজম নিয়ে, এটা আপনাদের প্রজেক্ট, নিজেদের আইডল এসপি ফেলে না রেখে হিরোইজমকে ডিলিগেশন করতে বলেন, কারন কমিউনিটি পাওয়ার লিমিটেড, তাই হিরোইজমকে সাপের্ট করতে বলেন।

এরপর শুভ ভাই সবচেয়ে কাংখিত সুপার এ্যকাটিভ তালিকা প্রকাশ করেন। শুরুতে একটা বিষয় মনে রাখতে বলেন সবাইকে কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ন, এনগেজমেন্ট ঠিক আছে কিন্তু তার থেকে কোয়ালিটি বেশী গুরুত্বপূর্ণ, কোয়ালিটি আপনাকে সর্বদা সামনে নিয়ে আসবে। তারপর টায়ার-১ হতে সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন।

Untitled 55.png

এরপর শুরু হয় এন্টারটেইন্টমন্টে পর্ব গানের আসর। হ্যাংআউট শুরুর পূর্বে যারা অশংগ্রহণ করবেন তাদের নাম সংগ্রহ করা হয়। তারপর সিরিয়াল অনুযায়ী শুভ ভাই নাম ঘোষণা করেন, একে একে @saifulraju চমৎকার দুটি জোকস বলেন, @selinasathi1 আপু গান করেন, @fensi গান করেন, @milonroy গান, @Saymaakter কবিতা আবৃত্তি, @mahbubul গান, @jahidulislam01 গান, @rabbirs গান, @munna101 ভাই গান, @santa14 আপু গজল এবং @Shabab7 দারুণ একটা ভৌতিক গল্প শেয়ার করেন।

তারপর শরু হয় প্রশ্ন-উত্তর পর্ব যে কোন বিষয় নিয়ে সরাসরি প্রশ্ন করার এবং তার উত্তর জানার দারুণ একটা সুযোগ এট, প্রতি হ্যাংআউটে এই সুযোগটা দেয়া হয়। শুরুতে @rita135 আপু কথা বলেন, তারপর @alomgirkabir50 ভাই এবং সবশেষে @Shabab7 ভাই।

এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভ ভাই হ্যাংআউটের সপ্তাপি ঘোষণা করেন।

আবহাওয়াজনিত কারণে নেটওয়ার্ক বেশ খারাপ ছিলো তাই মাঝখানে বেশ কিছুটা সময় থাকতে পারি নাই হয়তো কিছু বিষয় গ্যাপ যেতে পারে, বিষয়টি স্বাভাবিকভাবে নেয়ার অনুরোধ করা হলো।

ধন্যবাদ সবাইকে।

@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Executive Admin ♛
@winkles ADMIN Admin India Region 🇮🇳 ✨
@rex-sumon ADMIN Admin Quality Controller ✨
@hafizullah ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shuvo35 ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@moh.arif ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@nusuranur MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@ayrinbd MOD Community Moderator 🇧🇩 ✨
@shy-fox MOD Extreme Curator 🐺
@abb-school MOD Steem School ✍
@endplagiarism04 MOD Steemit Watcher 🔍
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@royalmacro MOD Secondary Curator ♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
break .png

Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @heroism Initiative by Delegating your Steem Power and get Amazing Support

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

কত সুন্দর করে আপনি সব গুলো কথাগুলো খুব সহজেই লিখেন।আমার তো মনে হয় কোন কিছুই আপনি বাদ দেন না।আপনি আসলেই জিনিয়াস।। ভালো ছিলো।ধন্যবাদ

 2 years ago 

যতটা সম্ভব চেষ্টা করেছি কাভার করার জন্য, যেন অনুপস্থিত যারা রয়েছেন তারা বিষয়গুলো বুঝতে পারেন সহজে।

 2 years ago 

ভাইয়া,আসলেই খুব সহজেই বুঝতে পারবে।

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

 2 years ago 

ভাই আপনার মতো আমরাও অপেক্ষায় আছি যেদিন আমরা সবাই আমার বাংলা ব্লগ এর ৪৪০ তম হ‍্যাংআউটে উপস্থিত হবো। হ‍্যা এটা সম্ভব। সেদিন আমাদের মধ্যে আরও ভালোবাসা বাড়বে। গতকালের হ‍্যাংআউট টা আমাদের সাধারণ ইউজারদের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে রোবটিক কমেন্টের বিষয়টি। আশাকরি আমরা সবাই এই জায়গা থেকে সরে আসতে পারব।।

 2 years ago 

একদম ভাই, সেদিন পার্টি হবে আরো বেশী মাস্তি, পুরো পরিবারের সবাইকে নিয়ে আমরা আরো বেশী কিছু উপভোগ করবো।

 2 years ago 

ইনশাআল্লাহ ভাই। দিনটার অপেক্ষায় থাকলাম।।

 2 years ago 

নেটওয়ার্ক সমস্যা থাকার পরেও আপনি সম্পূর্ণ রিপোর্টটি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন ভাইয়া। একেবারে সবকিছুই তুলে ধরেছেন। সব সময় আপনি এই কাজটি সুন্দরভাবে করে যাচ্ছেন। যা আর বলার অপেক্ষা রাখে না।

 2 years ago 

ধন্যবাদ আপু, এবারের রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে আপনারও চমৎকার সহযোগিতা ছিলো।

 2 years ago 

44 তম হ্যাংআউটে পুরোপুরি সময় দিতে পারিনি তবে শত ব্যস্ততার মাঝেও যতটুকু পেরেছি উপস্থিত ছিলাম। আসলে রমজান মাস তারপরেও ঈদের আগে একটু ব্যস্ততা বেড়ে যায়। পরবর্তী হাংআউট পুরোপুরি উপভোগ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

 2 years ago 

আসলে রমজান মাসের কারনে অনেকেই আমরা ঠিক মতো সময় দিতে পারছি না, আশা করছি রমযান মাস শেষে সবাই আরো বেশী সময় এ্যাকটিভ থাকতে পারবো।

 2 years ago 

ভালো লাগার একটি মাধ্যম হচ্ছে আমার বাংলা ব্লগ।আমার বাংলা ব্লগের সবথেকে আকর্ষনীয় একটি বিষয় হচ্ছে আমাদের হ্যাংআউট। আসলে আমরা এটার জন্য অনেক অপেক্ষা করে থাকি 6 দিন অনেক কষ্ট করে কাজ করার পর যখন সুপার একটিভ লিস্টের নিজের কাজের মান পায়। সত্যিই অনেক ভালো লাগে। কাংখিত মানের সাপোর্ট দেওয়ার চেষ্টা করে সকলকে। প্রথমেই আপনি সুন্দর আলোচনা করেন এবং আশা করি আপনারা অনেক সুন্দর উদ্যোগ নেবেন তাতে করে সকলে ভালোভাবে কাজ করতে পারে এবং রোবটিক থেকে বেরিয়ে আসতে পারে। সর্বোপরি কুইজ প্রতিযোগিতা এবং সকল এডমিন মডারেটর কাঙ্খিত বক্তব্য দিয়েছে এবং যারা লিস্টে থাকতে পারে নাই তাদের প্রশ্নের এর উত্তর দিয়েছেন। কেন তারা লিস্টে না।ই আসলে এটা ঠিক যে আমরা পোস্ট করে ও থাকতে পারি না আসলে আমাদের ভেতরে ইংগেজমেন্ট ঠিক রাখতে হবে।খুব সুন্দর ভাবে প্রতিটি কথা আজকে বিশ্লেষণ করেছেন এবং আজকে অনেকে উপভোগ করেছি জোকস ও কবিতা অনেক সুন্দর ছিল রিপোর্ট টি।😍😍

 2 years ago 

আমার বাংলা ব্লগের দুটো বিষয় সর্বদা হৃদয় ছুঁয়ে যায় একটা হ্যাংআউট এর আনন্দ আর দুই হলো ডিসকর্ডের উপভোগ্য সময়।

 2 years ago 

প্রতিবার এর মতন এবারের হ্যাং আউট ও চমৎকার হয়েছে। আমার কাছে বেশি ভালো লাগে আপনাদের সবার রিপোর্ট। যেখান থেকে অনেক কিছু শেখার আছে। ভুল থাকলে তা জানা যায়। আর কুইজ এর কথা না বললেই নয়। আগের দুই উইক এ মনে হয় কোনো প্রাইজ পাইনি। ভেবেছিলাম গুগল এর কার্যক্ষমতা কমে গেচে। কিন্তু না কাল আবার দেখলাম কাজে দিলো। হেহেহে।

 2 years ago 

আমরা সত্যি চেষ্টা করি যাদের পরামর্শ দেয়ার তাদেরকে কাংখিত পরামর্শ দেয়ার, আমরা প্রত্যাশা করছি তারা সেখানে হতে বের হয়ে আসবে এবং কাংখিত উন্নয়ন করার চেষ্টা করবে।

 2 years ago 

৪৪ তম হ্যাংআউট এর পুরো সময় আনন্দের সাথে উপভোগ করেছি। পুরো সময়টা অনেক আনন্দ অনেক শিক্ষানীয় বিষয় জানতে পারলাম। খুবই ভালো লাগলো আপনি খুবই সুন্দরভাবে হ্যাংআউট এর পুরো বিষয় বিস্তারিত আলোচনা করেছেন। আসলে হ্যাংআউট এর জন্য অপেক্ষা করি। বৃহস্পতিবার আসলেই হ্যাংআউট আমাদের প্রত্যেক ইউজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ ভাই আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন।

 2 years ago 

সত্যি হ্যাংআউট এর জন্য বাড়তি একটা অনুভূতি দারুণভাবে কাজ করে, সব কাজ বাদ দিয়ে হলেও হ্যাংআউটে সময় দেয়ার চেষ্টা করি।

 2 years ago 

আমরা আপনাদের এনগেজমেন্ট দেখতে চাই কিন্তু এই রকম এনগেজমেন্ট না যেখানে পোষ্টগুলো পড়ে দেখার নূন্যতম চেষ্টা থাকে না।

ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি। আমার মনে হয় আমরা যদি শুধুমাত্র নিজের এনগেজমেন্ট বৃদ্ধির জন্য কমেন্টস না করে পোষ্ট পড়ে কমেন্টস করি তাহলে অনেক বেশি ভালো হয়। আসলে একটি পোষ্ট পড়ার পর আমরা সেই পোষ্টের মাধ্যমে অনেক কিছুই জানতে পারি এবং অনেক বিষয়ে জ্ঞান অর্জন করতে পারি। আমরা যদি অন্যের পোষ্ট না পড়ি তাহলে কখনই জ্ঞানের পরিধি বাড়াতে পারবোনা। তবে যাইহোক ভাইয়া হ্যাংআউট রিপোর্ট অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। দেখে অনেক ভালো লাগলো। আপনি অনেক নিখুঁতভাবে আজকের এই হ্যাংআউট রিপোর্ট প্রকাশ করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া। সেইসাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।💝💝

 2 years ago 

কিন্তু দুঃখজনক হলেও সত্য ভাই, এখন সবাই পুরো পোষ্ট না পড়েই মন্তব্য করার চেষ্টা করছেন, আমরা আশা করছি এই মানসিকতার পরিবর্তন আসবে।

 2 years ago 

প্রথমেই আমি আমার বাংলা ব্লগের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারন একমাত্র আমার বাংলা ব্লগ ই বাংলায় আমাদের মনের ভাব প্রকাশ করা যায় সুযোগ করে দিয়েছে। আমাদের কমিউনিটির বর্তমান মেম্বার সংখ্যা ২৮৪০ জন এবং একটিভ মেম্বার এর সংখ্যা ২২৯ জন। যারা সব সময় আমার বাংলা ব্লগকে চাঙ্গা রাখার জন্য চেষ্টা করছে এর জন্য এই সকল মেম্বারদের কে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এছাড়াও হ্যাংআউট এর মাধ্যমেই আমরা প্রফেসর স্যারদের কাছথেকে দিক নির্দেশনা পেয়ে থাকি।যা আমাদের পুরা সপ্তাহ কাজ করার দিকনির্দেশনা দিয়ে থাকে।

 2 years ago 

আমার বাংলা ব্লগ সত্যি বাঙালিদের জন্য দারুণ একটা সুযোগ তৈরী করে দিয়েছে, স্টিমিট প্লাটফর্মে বাংলায় কাজ করার জন্য। সুতরাং আমাদের উচিত সুযোগটির পূর্ণ ব্যবহার নিশ্চিত করা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32