$PUSS কয়েন নিয়ে প্রথম Meetup এর অনুভূতি

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং চঞ্চল থাকার চেষ্টা করছি। তবে গরমের মাত্রা আবার বাড়তে শুরু করছে বিদায় চিন্তা বেড়ে যাচ্ছে, সত্যি বলতে আমি আবার গরম খুব একটা সহ্য করতে পারি না। অবশ্য আমার থেকেও অবস্থা বেশী খারাপ আমাদের কমিউনিটির একজন মডারেটর এর, সেই কথা একটু পরেই আসছি। কারন গতকাল বেশ উষ্ণময় ছিলো প্রকৃতি ও পরিবেশ। আর সেই উষ্ণতা উপেক্ষা করে বিশেষ একটা লক্ষ নিয়ে দুপুর দুইটায় বাড়ি হতে বের হয়েছিলাম। উদ্দেশ্য ছিলো গুলশান, আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটরদের সাথে বিশেষ মিটআপ।

অবশ্য এটার পরিকল্পনা বিগত এক সপ্তাহ যাবতই করা হচ্ছিলো, কিন্তু উদ্দেশ্য ছিলো শুধুমাত্র মিটআপ না বরং $PUSS এর রোডম্যাপের একটা বিশেষ উদ্দেশ্য বাস্তবায়ন। আসলে আমরা সেই শুরু হতেই $PUSS নিয়ে নানাভাবে নিজেদের আইডিয়া এবং পরিকল্পনা শেয়ার করে যাচ্ছি আর সেই সাথে সাথে সেগুলো বাস্তবায়নেরও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। দলগতভাবে যে কোন কাজ খুব সহজেই করা যায় আর সেটা যদি ব্যক্তিগতভাবে কিংবা এককভাবে হয় তাহলে সেটার ফলাফল খুব একটা আশাব্যঞ্জক হয় না। তাই আমরা দলগতভাবে কাজ করে যাচ্ছি এবং সেটাকে ধরে রাখার চেষ্টা করছি।

IMG_20240928_165757.jpg

যে কথা দিয়ে শুরু করেছিলাম, মিটআপের উদ্দেশ্য নিয়ে দুপুর দুইটার গরম উপেক্ষা করে বের হই, বাহিরে যাওয়ার পরই টের পাই উষ্ণতার পরিমানটা কতটা ভয়াবহ। শুরুতেই আমি আগারগাঁও যাই এবং সেখানে একটা ছো্ট্ট বিরতি দেই। কারন আমাদের এ্যাডমিন আরিফ ভাই ছিলেন সেখানে। তাই তার জন্য অপেক্ষা করি, আরিফ ভাই আসার পর দুইজন একত্রে গুলশানের উদ্দেশ্যে রওয়ানা দেই। আমরা সেখানে মানে কাংখিত জায়গায় যাওয়ার আগেই আমাদের মডারেটর সিয়াম ভাই এবং সাগর ভাই আগেই পৌঁছে যান। এরপর আমি আর আরিফ ভাই উপরে চলে যাই। তারপর বাকি সকলের জন্য অপেক্ষা করতে থাকি।

IMG_20240928_165639.jpg

IMG_20240928_165645.jpg

আশেপাশের দৃশ্যগুলো আমরা উপভোগ করতে থাকি এবং যার যার মতো কিছু ফটোগ্রাফি করি। আসলে মুহুর্তটা সবাই স্মৃতি হিসেবে ধরে রাখার চেষ্টা করেছি। হয়তো কোন দিন সিয়াম ভাইয়ের ছবি দেখে সেই অনুভূতিটি আবার উপভোগ করার চেষ্টা করবো এবং সময়গুলোকে আবার অতীতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। একে একে সবাই আসলে আমরা আমাদের জন্য রিজার্ভ করা জায়গায় চলে যাই এবং $PUSS এর মূল ইভেন্টটি শুরু করি। দারুণ একটা পরিবেশে, দারুণ কিছু মানুষের উপস্থিতি নিয়ে আমরা দারুণ কিছু মুহুর্ত উপভোগ করি। ইভেন্টের পরিকল্পনা অনুযায়ী ফটোগ্রাফি এবং আলোচনা চলে।

IMG_20240928_165633.jpg

এরপর শুরু হয় মজার আড্ডা, যেহেতু খাবার অর্ডার করা হয়েছে এবং সেটা আসতে বেশ খানিকটা সময় লাগবে, সেহেতু আমরা সবাই মিলে দারুণ একটা আড্ডা দেয়ার চেষ্টা করলাম। এই সমস্ত রেষ্টুরেন্ট এ খাবার পরিবেশন করতে কিছুটা দেরী হয়। কারন আমরা অর্ডার করার পর তারা সব কিছু প্রসেস করে এবং গরম গরম সার্ভ করে। আর আমরা সবাই সেই সুযোগটা দারুণভাবে উপভোগ করার চেষ্টা করেছি। সত্যি বলতে অনেক দিন $PUSS এর কল্যাণে দারুণ কিছু মুহুর্ত ভিন্নভাবে উপভোগ করার সুযোগ পেয়েছিলাম, আর আমরা পুরো সময়টা উপভোগ করেছিলাম। খাবারের বিষয়টি পরবর্তীতে শেয়ার করবো, ইনশাআল্লাহ।

IMG_20240928_160437.jpg

IMG_20240928_160443.jpg

তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৪ইং।
লোকেশনঃ গুলশান, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 last month 

$PUSS কয়েন নিয়ে অনেক অনেক পরিকল্পনা আপনাদের যেটা বুঝতে পারছি আমরা।যার জন্য প্রথম মিট আপ সেরেছেন ইতিমধ্যে কমিউনিটির এডমিন মডারেটর সবাই মিলে।ভালো লাগলো পোস্টটি,ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

দারুণ ব্যপার তো! $PUSS আপনাদের meetup করালো এ কি কম আনন্দের? যারা কলিগ তারা দীর্ঘদিন কাজের মাধ্যমে বন্ধু হয়ে যায়৷ সেখানে কাজের কথার সাথে সাথে আরও কত কথা হয়। আপনারা সবাই এক হলেন জেনে খুব ভালো লাগছে৷ $PUSS এগিয়ে যাক এই প্রার্থনা করি৷ আপনারাও সকলে হাসিখুশিতে থাকুন৷ আনন্দে সকলে সকলের বন্ধু হয়ে৷ 💐💐 শুভেচ্ছার ফুল দিলাম।

 last month 

আপনাদের এই সুন্দর মুহূর্তটাতেও আমিও ভাগীদার হতে পেরে আসলেই বেশ ভালো লাগছিল। যদিও আপনাদের ভিতরে কাবাব মে হাড্ডি হয়ে গিয়েছিলাম। তারপরও সুযোগটা মিস করতে চাইনি সবাইকে একসঙ্গে দেখার। জায়গাটা আসলেই বেশ চমৎকার ছিল সুন্দর সময় কাটানোর জন্য। বেশ ভালো একটা সন্ধ্যা উপভোগ করেছিলাম সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।

 last month 

সবাই একসাথে হয়ে চমৎকার সময় অতিবাহিত করেছেন ভাইয়া। এছাড়া puss নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এরকম Meetup খুবই গুরুত্বপূর্ণ। অনেক ভালো লাগলো ভাইয়া আপনার পোস্ট পড়ে।ধন্যবাদ আপনাকে।

 last month 

$puss কয়েন আমাদের সবার স্বপ্ন হয়ে উঠেছে।আপনি আজ $PUSS কয়েন নিয়ে প্রথম Meetup এর দারুন কিছু অনুভূতি শেয়ার করেছেন।অপেক্ষা করে বেশ কিছু চমৎকার ফটোগ্রাফি তুলে ধরেছেন। আশাকরি সময়টা আপনাদের দারুন কেটেছে।মিট আপ শেষ হলে খাবারের অর্ডার করলেন।খাবার আসতে আসতে দেরীর জন্য সবাই খুব সুন্দর সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো। আশাকরি পরবর্তী পোস্টে আপনাদের খাবারের ফটোগ্রাফি দেখতে পাবো।ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 last month 

নিশ্চয়ই আপনারা পুস কয়েন নিয়ে ভালো কিছু বয়ে আনার চেষ্টা করবেন। আমরা সব সময় আপনাদের পরিকল্পনা ও মতামতের উপর অটল থাকার চেষ্টা করবো।আর আমরা সকলে মিলে একত্রে হয়ে নিজ নিজ জায়গা থেকে পুস কয়েন কে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো।

 last month 

$puss কয়েন নিয়ে প্রথম Meetup এর অনুভূতিগুলো দারুন ভাবে তুলে ধরেছেন। আবার দারুন দারুন কিছু ফটোগ্রাফিও আপনি শেয়ার করেছেন। বুঝাই যাচ্ছে যে আপনারা বেশ সুন্দর কিছু সময় পাড় করেছেন। ধন্যবাদ এমন ‍সুন্দর কিছু কথা শেয়ার করার জন্য।

 last month 

ওই যে অনেক আগে থেকেই একটি কথা শুনেছিলাম একা আর বোকা সমান কথা।
তাইতো দলীয় কাজকে গুরুত্ব দিতে হবে সব সময়। আপনাদের মিডআপ প্রোগ্রাম নিয়ে আমারও বেশ কৌতূহল হচ্ছে শুনে। তবে এতোটুকু বুঝতে পারছি দারুন ভাবে উপভোগ করেছেন আপনারা সবাই। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল।শুরুর দিকের একটা কথা অপূর্ণ রেখেই শেষ করে দিলেন,,,,, হা হা হা

 last month 

আপনারা বেশ কয়েকজন এডমিন মডারেটর গুলশানে মিট করেছেন এবং পুস নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন,এটা জেনে খুব ভালো লাগলো। আসলে যেকোনো কাজ সম্মিলিতভাবে করলে,সে কাজে সফলতা অর্জনের সম্ভাবনা বেড়ে যায়। সবমিলিয়ে দারুণ সময় কাটিয়েছেন তাহলে। যাইহোক এতো সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69947.72
ETH 2514.70
USDT 1.00
SBD 2.54