You are viewing a single comment's thread from:

RE: আমার কিছু কথা।।০৩ এপ্রিল ২০২২।।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

তার কারণ হচ্ছে আত্ম স্বনির্ভরতা।নিজের পরিবার যতই আমার জন্য সহায়ক হোক না কেন আমাকে নিজের কাজ নিজেই তৈরী করতে হবে।

শতভাগ সহমত, কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজের অধিকাংশ মানুষ বিষয়টি এভাবে চিন্তা করে না, বরং সুযোগ এর অসৎ ব্যবহার করার চেষ্টাটা বেশী করে।

দাদা, জীবন আমার কাছে গতিশীল একটা নদীর মতো, শৈশবে নদীটা ছোট থাকে তাই তখন তার মাঝে আনন্দও বেশী থাকে ডুবে যাওয়া কিংবা হারিয়ে যাওয়ার ভয়টা কম থাকে। কিন্তু যখন আমরা আস্তে আস্তে বড় হতে থাকি নদীর পানি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। ঠিক তখন হতে একটা অচেনা ভয় এবং লোভ বৃদ্ধি পেতে থাকে। কারন পানি বৃদ্ধির সাথে সাথে সেখানে মাছের উপস্থিতি বৃদ্ধি পেতে শুরু করে। যখন আমরা প্রাপ্ত বয়স্ক হয়ে উঠি, তখন নদী তার পূর্ণতা ফিরে পায় এবং দুপাড়ে আছড়ে পড়তে শুরু করে, আমাদের জীবনটাও সেই রকম নানা স্থানে নানা তীরে নিজের প্রশান্তি ‍খুজার চেষ্টা করে। পূর্ণ নদী যেমন তার স্বার্থকতা-সফলতা এবং ভবিষ্যৎ নিয়ে উৎকন্ঠিত হয়ে উঠে ঠিক তেমনি আমাদের জীবনও ভালোবাসা-সুখ এবং প্রাপ্তির হিসেব নিয়ে হতাশ হয়ে যায়। আসলে জীবন এবং জীবনের বিষয়গুলোকে সঠিকভাবে সংজ্ঞায়ীত করা বেশ দুষ্কর, যার অবস্থান এবং রূপ প্রতিনিয়ত নানাভাবে প্রভাবিত হতে থাকে তার সাথে থাকে পরিবর্ধন, পরিমার্জন এবং সংশোধন। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.12
JST 0.025
BTC 52760.21
ETH 2328.59
USDT 1.00
SBD 2.12