You are viewing a single comment's thread from:
RE: ১৪-ই ভাদ্র, ১৪২৮ // ডিমের অমলেট, সসেজ আর কাজ // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে
জল খাবারটা তো সেই হয়েছে ভাই, আহা কি চমৎকার অমলেট, দেখলেই ক্ষুদা বেড়ে যায় অটোমেটিক্যালি, হা হা হা
পাড়ায় সড়কের উপর এভাবে খেলতে বেশ ভালো লাগে আমারও, কত বকা যে খেয়েছি মানুষের এই জন্য, তা আর বলা যাবে না এখানে।
সকাল বেলায় খিদে পেয়েছে। হাতে সামনে পেয়ে বানিয়ে ফেললাম। নুন অল্প হয়েছিল 😂।
কয়েকজনের গাড়ির কাঁচ আর বাড়ির কাঁচের বারোটা বাজিয়ে
গলিতে ক্রিকেট খেলেছি অনেক। 😁
আরে ধুর, ডিমে নুন টুন অল্প হলে সমস্যা নেই, খাওয়া যায় সেটা।
বাড়ীর কাঁচের কথা আর বলতে হয়, হি হি হি হি
গোল মরিচের গুঁড়া পড়েছে বলে মন্দ লাগেনি।
এক কাকুর Hero Spelndor এর টেল লাইট পুরো চৌচির