আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে ঐ যে মানসিকভাবে চঞ্চল থাকতে পারছি না, পরিবেশগত কারণ যেমন এখানে আছে ঠিক তেমনি রাজনৈতিক কারণও আছে। আগের দিনের মানুষরা বলতো যায় দিন ভালো আসে দিন খারাপ। তখন বিষয়টির গুরুত্ব অতো ভালোভাবে বুঝতে পারতাম না, বরং আমাদের কাছে তখন উল্টোটা মনে হতো, যায় দিন খারাপ আর সামনে আসবে দিন ভালো। এটাও কিন্তু আমাদের মানসিকতার কারনেই হয়ে থাকতো। আরো একটা বিষয় আছে এখানে আর সেটা হলো দৃষ্টিভঙ্গি।
দৃষ্টিভঙ্গির কারনে একই বিষয় একজনের কাছে যেমন পজিটিভ থাকে ঠিক তেমনি অন্য জনের কাছে সেটা হয়ে যায় নেগেটিভ। সময়ের সাথে সাথে আমরা বড় হয়েছি এবং বিষয়টির গভীরতা নিদারুণভাবে উপলব্ধি করতে পারছি। সত্যি বলতে পুরো বিষয়টি বয়সের কারনে হয়েছিলো তাই হয়তো ছোটবেলায় তেমন একটা উপলব্ধি করতে পারি নাই। আমাদের মানসিকতা তখন এমন ছিলো যে, বয়স যত বাড়বে ততো বেশী স্বাধীনতা উপভোগ করবো কিংবা মা-বাবার শাসন হতে মুক্ত থাকতে পারবো, তাই হয়তো তখনকারন দৃষ্টিভঙ্গি এমনটা ছিলো। কিন্তু বিষয়টি আদতে তেমন ছিলো না, বয়স বাড়ার সাথে সাথে সেটা বুঝতে পেরেছিলাম।
বয়সের সাথে দায়িত্বের একটা সুন্দর সংযোগ আছে, বয়স যতো বাড়ে দায়িত্বও ঠিক তেমনিভাবে বাড়তে থাকে। আর সেটা ছোট অবস্থায় আমরা বুঝতে পারি না, বাস্তবতাটা এখানেই লুকিয়ে থাকে। এখন অবশ্য সেটা হারে হারে টের পাচ্ছি, আর বিবাহিত জীবন মানে সেটার নির্মম উপলব্ধি হি হি হি। না না না আমি কিন্তু আপনাদের ভাবির বিপক্ষে কোন কথা বলি নাই, বলা তো যায় না কে আবার কোন দিক দিয়ে কেস খাইয়ে দেয়, হি হি হি। মানে ঐ যে আছে না আমাদের চারপাশে কত সুন্দর সুন্দর ভদ্র লোক, বিনে পয়সায় এক জায়গার বাণী আরেক জায়গায় পৌঁছে দেয় আর গিট্টু লাগিয়ে দেয় হি হি হি।
যাইহোক, কথার রেশ মনে হচ্ছে ঘুরে যাচ্ছে। মূল কথায় ফিরে আসি। আসলে বয়সের সাথে সাথে আমাদের মানসিক অবস্থা যেমন পরিবর্তন হয় ঠিক তেমনি স্বাধীনতার বিষয়টির রহস্যও উন্মোচন হয়। তাই হয়তো বয়স বাড়ার বাড়ার সাথে সাথে আমাদের স্বাধীন হওয়ার রঙিন স্বপ্নও নিরস হয়ে যায়। অবশ্য এটা না হলে আমরা বাস্তব জীবনের বাস্তবতা কখনোই বুঝতে পারতাম না। আমাদের চারপাশের অবস্থা, সমাজগত ব্যবস্থা এবং পারিবারিক নিয়ম-নীতিগুলোর অন্তর্নিহিত বিষয়গুলো বুঝতে পারি বলেই হয়তো আমরা তখন হতে দায়িত্বশীল হওয়ার চেষ্টা করি এবং নিজেদের পরিবর্তন করার চেষ্টা করি।
সময় হলো পরিবর্তনের সবচেয়ে বড় নিয়ামক, আর বয়স হলো দায়িত্বশীলতার বিষয়টি উপলব্ধি করার শ্রেষ্ঠ সময়। তাই সময় যেমন আমাদের পরিবর্তন করে দেয় ঠিক তেমনি দায়িত্ববোধও আমাদের মানসিকতা পরিবর্তন করে দেয়। অবশ্য এখানে কিছুটা ব্যতিক্রম আছে, মাঝে মাঝে সেটা বেশ স্পষ্ট হয়ে উঠে আমাদের মাঝে। তবে দায়িত্বশীলতার বিষয়টি যারা সময়ের সাথে সাথে সঠিকভাবে উপলব্ধি করতে পারে, পারিবারিক কিংবা সামাজিকভাবে তারা সব সময়ই একটু সুবিধাজনক অবস্থানে থাকতে পারে। আমরা অবস্থা হলো, আমি কোন কালেই সুবিধাজনক অবস্থানে ছিলাম না, এখনও নেই, এটাই আমার কাছে নির্মম বাস্তবতা।
Image Taken from Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||
>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @hafizullah,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
বেশ দারুন লিখেছেন আপনি ভাইয়া। জীবনমুখী একদম বাস্তব কথাগুলো তুলে ধরেছেন। আসলেই ভাইয়া বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের দায়িত্ব বেড়ে যায়।
আসলেই ছোটবেলায় ভাবতাম কবে যে বড় হবো এবং স্বাধীন ভাবে চলাফেরা করতে পারবো। কেউ কিছু বলতে পারবে না। কিন্তু বড় হওয়ার পর সবাই ছোটবেলায় ফিরে যেতে চায়। কারণ প্রতিটি পুরুষের কাঁধে সংসারের বিভিন্ন ধরনের দায়িত্ব থাকে। সেই দায়িত্ব গুলো পালন করতে করতে নিজেকে একটু সময় দেওয়ার টাইমও থাকে না। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বড় হওয়ার সাথে সাথে আমাদের চিন্তাধারা যেমন বদলে যায় তেমনি চিন্তার পরিধি বিস্তৃত হয়। সময়ের সাথে সাথে আমরা সবকিছু বুঝতে শিখি ও অনুভব করতে শিখি। ভাইয়া আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো।