আবেগের কবিতা || বাংলার বিজয়

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

ভাষা নিয়ে ভাসা ভাসা কিছু অনুভূতি আজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো কারন ভাষার উপর গভীর জ্ঞান আমার নিজের মাঝেও নেই যার কারনে ভাসা ভাসা কিছু কথা ছাড়া অন্য কিছু আমার দ্বারা হবে না। আসলে ভাষার প্রতি আমাদের আন্তরিকতা কিংবা ভালোবাসা কোনটাই নেই, এই সময়ে যদি ভাষা নিয়ে কোন আঘাত আসে তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি অধিকাংশ মানুষই বলবে ভাষার জন্য মারামারির কোন দরকার নেই, এক ভাষায় কথা বললেই হবে। হয়তো আপনার কাছে মনে হতে পারে আমি একটু বেশী বেশী বলছি, আদতে একদমই বেশী বলছি না।

আপনি নিজেই আপনার চারপাশটা লক্ষ্য করুন, শুধু লক্ষ্য না একটু গভীরভাবে দৃষ্টিপাত করুন। তাহলে হয়তো সব কিছু আপনার নিকট পরিস্কার হয়ে যাবে, ভাষা নিয়ে আমরা কতটা সচেতন অথবা নিজের ভাষার ব্যাপারে আমরা কতটা আন্তরিক। আসলে আমরা যেমন জন্মসূত্রে বিভিন্ন ধর্মের অনুসারী ঠিক তেমনিভাবে জন্মসূত্রেও আমরা বাঙালী। যার কারনে বাংলা ভাষার প্রতি আন্তরিকতা কিংবা ভালোবাসা কোনটাই ঠিক মতো নেই। বরং আমরা আরো বেশী আন্তরিক নিজের মাতৃভাষাকে অন্য কোন ভাষার সাথে শংকর করার ক্ষেত্রে।

beauty-gaee4b3bf8_1920.jpg

অথচ এই ভাষার চর্চা করে কত শত ব্যক্তি বিশেষত্ব পেয়েছেন এবং পান্ডিত্য অর্জনের মাধ্যমে নিজেদের শীর্ষে নিয়ে গেছেন। তাদের অবদানে আমাদের ভাষা আরো বেশী উন্নত হয়েছে। আবার এই ভাষার মর্যাদা রক্ষার্থে তৎকালীন শিক্ষার্থীরা নিজের বুকের রক্ত রাজপথে ঢেলে দিতে কুণ্ঠাবোধ করেন নাই। পুরো বিশ্বজুড়ে একটা মাত্র জাতি আছে, যারা সংগ্রাম করে নিজের মাতৃভাষায় কথা বলার অধিকার প্রস্তিষ্ঠা করেছেন। যাদেরকে আজ পুরো বিশ্ব শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং বছরের একটা দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করেন।

যেখানে অন্য ভাষাভাষী মানুষজন আমাদের ভিন্নভাবে স্মরণ করেন, সেখানে আমরা নিজের ভাষা বাদ দিয়ে অন্য ভাষায় সংস্কৃতি চর্চা করার চেষ্টা করি। কি অদ্ভুত ভাষার প্রতি মায়া আমাদের, কি অদ্ভুত জাতি আমরা, নিজেরাই নিজেদের ভাষাকে মর্যাদা দিতে পারি না। প্রশ্ন করুন নিজেকে কতটা সঠিকভাবে আপনি ভাষার চর্চা করেন এবং কতটা যত্নশীল আপনি নিজ মাতৃভাষার প্রতি? যাইহোক, ভাসা ভাসা জ্ঞান নিয়ে আমি আর কিছু বলতে চাই না, তবে নিজের অনুভূতি দিয়ে কবিতার কয়েকটি লাইন শেয়ার করতে চাই।

মাগো তুমি কি শুনেছো সেই কথা
ওরা চায় ছেড়ে দেই তোমার ভাষা,
মাগো বাংলা ছাড়া অন্য ভাষায়
মিটবে কি মনের ব্যাকুলতা?

মাগো তোমার মুখের মিষ্টি বুলি
গেঁথেছি যত্ন করে হৃদয়ের গহীনে,
ওরা চাইলেই কি মুছে ফেলবো
তোমার ভালোবাসার প্রতীক?

মাগো তোমার ভাষায় বলবো কথা
বলবো নাতো অন্য কিছুতে
তোমার বুলি-তোমার ভাষায়
বললে কথা হৃদয় জুড়ায়।

মাগো আমি বুক পেতে দিবো
তবুও ছাড়বো না তোমার বুলি,
মাগো আমি রক্ত দিয়ে লিখবো
মাতৃভাষার প্রিয় অক্ষরগুলি।

বাংলা মোর মায়ের ভাষা
বাংলা মোর প্রাণের ভাষা
বাংলা ছাড়া ভিন্ন কিছু
জীবন থাকতে যায় কি মানা?

চিৎকারে শ্লোগানে সোচ্চার সবে
উর্দু না বাংলায় হোক সব জারি,
কৃষক-শ্রমিক-ছাত্র রাজপথে সবাই
সংগ্রামে ছিনিয়ে আনবো ভাষার দাবী।

মাগো তুমি দাও বিদায় আজি
আমি কান পেতে শুনছি হায়েনার বুলি
ঝাঁঝরা হবে দেহ, হয়তো মোর হৃদয়
কিন্তু রক্তে লেখা হবে বাংলার বিজয়।

Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

Banner.png

Sort:  
 2 years ago 

বাংলা মোর মায়ের ভাষা
বাংলা মোর প্রাণের ভাষা
বাংলা ছাড়া ভিন্ন কিছু
জীবন থাকতে যায় কি মানা?

২১ এর সেরা কবিতা ভাই। আপনার কবিতায় অন্যরকম একটা অনুভূতি কাজ করে। কবিতার কথাগুলো অসাধারণ ছিলো। বাংলা ছাড়া ভিন্ন কিছু জীবন থাকতে মানা যায় না। এজন্যই যারা অন্য ভাষাকে মানতে পারে নাই তাদের অনেকের তাজা প্রাণ গেছে। তবে তাদের পবিত্র তাজা রক্তের বিনিময়ে হলেও আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলতে পারছি, লিখতে পারছি। যাদের প্রাণের বিনিময়ে আজ বাংলা স্বীকৃতি পেয়েছে তাদের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করছি।
 2 years ago 
প্রিয় ভাইয়া আপনার কবিতা পড়ে সেই কবিতার কথা মনে পড়ে গেল। মোদের গর্ব মোদের আশা আ মরি বাংলা ভাষা।সকল দেশের চাইতে খাসা আমরি বাংলা ভাষা।পৃথিবীর আর কোন ভাষায় কথা বলে আমাদের মন কখনোই জুড়াবে না। কারণ আমাদের মাতৃভাষায় যে প্রশান্তি আছে। পৃথিবীর কোন ভাষায় আর সেই শান্তি খুঁজে পাওয়া যাবে না। অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার চমৎকার কবিতা মুগ্ধতার ছড়িয়ে দিয়েছে আমার হৃদয় মাঝারে।♥♥
 2 years ago 

আপনার ভালো লেগেছে মানে আমি সুন্দর কিছু লেখেছি, যাক কিছুটা ভালো লাগলো আপনার মন্তব্য দেখে।

 2 years ago 

হাফিজ ভাই আপনার একটি বিষয় আমার কাছে খুবই ভালো লাগে। আর তা হচ্ছে আপনি অকপটভাবে সত্যি কথা বলে দেন। ভাষার প্রতি আমাদের যে কেমন ভালোবাসা তা আপনি খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন। ব্যক্তিগতভাবে আপনার মত আমারো ধারনা যে, বেশির ভাগ মানুষই বলবে ভাষার জন্য মারামারির কোন দরকার নেই হাহাহাহা। কবে যে আমরা আত্মমর্যাদাসম্পন্ন হব.....। আপনার কাব্যচর্চার প্রশংসা না হয় আজ নাই করলাম। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

মাগো আমি বুক পেতে দিবো
তবুও ছাড়বো না তোমার বুলি,
মাগো আমি রক্ত দিয়ে লিখবো
মাতৃভাষার প্রিয় অক্ষরগুলি।

আপনার কবিতাটি অসম্ভব সুন্দর হয়েছে। আসলেই সত্যি যে আমরা নিজেদের মায়ের ভাষা, মাতৃভাষায় কথা যেভাবে বলতে পারি বা যেভাবে মনের ভাব ফুটিয়ে তুলতে পারি সেভাবে অন্য কোন ভাষার মাধ্যমে আমরা তা কখনই করতে পারব না।

ভাইয়া আপনি তবে ঠিকই বলেছেন আমরা আসলে নিজেদের ভাষাকে অন্য ভাষার সাথে মিশিয়ে ফেলছি,আসলে এটা কোনোভাবেই উচিত নয়,যে ভাষার জন্য এত মানুষ শহীদ হলো সে ভাষাকেই আমরা টিকিয়ে না রেখে সে ভাষাটাকে হারিয়ে ফেলছি অন্য ভাষার আড়ালে।

 2 years ago 

ভাষা বিষয়ে সকলের থেকে কিছুটা ভিন্নভাবে উপস্থাপন করেছেন। ভাষা নিয়ে ভাসা ভাসা জ্ঞান কথাটা কিন্তু বেশ বলেছেন।

সহজ সরল ভাষায় কবিতাটি বেশ সুন্দর লিখেছেন খুব ভালো লাগলো কবিতাটি পড়ে।

 2 years ago 

মাগো তোমার মুখের মিষ্টি বুলি
গেঁথেছি যত্ন করে হৃদয়ের গহীনে,
ওরা চাইলেই কি মুছে ফেলবো
তোমার ভালোবাসার প্রতীক?

আপনার কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর কবিতা লিখেছেন, মায়ের মুখের ভাষা, এই ভাষা ওরা কেড়ে নিতে চায়। এই ভাষাতেই আমাদের যেন আত্মতৃপ্তির। আমরা মাতৃভাষায় কথা বলে নিজেরা যতটা আত্ম তৃপ্তি পায় অন্য ভাষাতেও কোনদিনও তা সম্ভব না। আজ মায়ের মুখের ভাষা রক্তের বিনিময়ে আমরা অর্জন করতে পেরেছি। বাঙালি বীর সন্তানেরা মাতৃভাষা রক্ষা করতে বুকের তাজা রক্ত দিয়ে এই মাতৃভাষাকে রক্ষা করে গেছেন। আর এই মাতৃভাষার প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে এবং মাতৃভাষাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। মাতৃভাষা উপলক্ষে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার এই কবিতার মাধ্যমে মাতৃভাষার প্রকাশ সম্পূর্ণভাবে ফুটে উঠেছে। কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো ভাইয়া। আপনার জন্য রইল আন্তরিক ভালোবাসা। আরো সুন্দর সুন্দর কবিতা আপনার কাছ থেকে উপহার পাবো, এই আশায় রইলাম।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

মাগো আমি বুক পেতে দিবো
তবুও ছাড়বো না তোমার বুলি,
মাগো আমি রক্ত দিয়ে লিখবো
মাতৃভাষার প্রিয় অক্ষরগুলি।

কবিতাটি খুব সুন্দর হয়েছে ভাইয়া । এই ধরনের দেশাত্মবোধক কবিতা পড়লে মনের ভেতরটা বিপ্লবী হয়ে ওঠে। বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার প্রাণ, বাংলা ভাষার জন্য দিতে পারি আমরা মোদের প্রাণ।

 2 years ago 

আজ ভাষা শহীদদের আত্মত্যাগের কারণেই আমরা আমাদের মাতৃভাষা বাংলা ফিরে পেয়েছি। মায়ের ভাষায় কথা বলতে পেরে আমরা সত্যিই আনন্দিত ।মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করতে পারছি ।সেই রক্তঝরা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

মাগো তোমার ভাষায় বলবো কথা
বলবো নাতো অন্য কিছুতে
তোমার বুলি-তোমার ভাষায়
বললে কথা হৃদয় জুড়ায়।
লাইনগুলো বারবার পড়তে ইচ্ছে করছে ❤️❤️

 2 years ago 

নিজেরাই নিজেদের ভাষাকে মর্যাদা দিতে পারি না।

শুধুমাত্র এই কারণেই অন্যরা আমাদের ভাষাকে মর্যাদা দেয়না।কারণ আমরাই তো দেইনা!একেবারে পারফেক্ট কথা লিখেছেন ভাইয়া আপনি।কবিতাটি পড়ে জাস্ট বাকরুদ্ধ হয়ে গেলাম।দারুণ হয়েছে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67475.08
ETH 3475.54
USDT 1.00
SBD 2.65