প্রকৃতি এবং আমাদের মানসিকতা || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগ3 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যদিও প্রকৃতি ও পরিবেশ দুটোই কেমন জানি পরিবর্তন হয়ে গেছে আমাদের মন ও মানসিকতার মতো, এই ভালো থাকে তো এই খারাপ হয়ে যায়। এই শীতল তো এই কঠিন হয়ে যায়। অনাকাংখিত এই পরিবর্তন আমাদের অবস্থানকে অনেক বেশী দুর্বল করে দিচ্ছে, কারন নানা কিছুর প্রভাবে প্রভাবিত হয়ে আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণে অনেক বেশী পিছিয়ে যাচ্ছি, ফলশ্রুতিতে আমাদের জীবনের গতিও নিদারুণভাবে প্রভাবিত হচ্ছে। জীবনের বিষয়গুলো সত্যি এমন, একটার উপর আরেকটার যথেষ্ট প্রভাব পরিলক্ষিত হয়।

তবে আরো একটা বিষয় আছে হঠাৎ কোন কারনে আমাদের কোন কিছু বাধাগ্রস্ত হলেই আমরা হতাশ হয়ে পড়ি। একটু আগে যেটা বললাম নানা কিছুর দ্বারা আমরা যেমন প্রভাবিত হচ্ছি ঠিক তেমনি আমাদের সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে সেটা পরিলক্ষিত হচ্ছে। আর এখানেই আমরা আটকে যাচ্ছি, হঠাৎ ভুলের কারনে যখন কোথায় আটকে যাচ্ছি, সাথে সাথে সেখানে আমরা হতাশ হয়ে পড়ছি। দেখুন, কাজের ক্ষেত্রে যদি ভুল না হয় তাহলে সঠিক কোনটা সেটা যাচাই হবে কিভাবে? ভালো কিছুর শিক্ষা আসবে কোথা হতে? বাস্তবতা হলো আমরা ভুল করি তারপর সেটা হতে শিক্ষা নিয়ে ভালো কিছুর বিষয়ে জ্ঞান লাভ করি।

IMG_20240405_100409.jpg

IMG_20240405_100355.jpg

IMG_20240405_100400.jpg

নিরাশ হওয়া মানেই হলেই থেমে যাওয়া, জীবনের শুরু যে কোনভাবে যে কোন অবস্থান হতে নতুনভাবে শুরু হতে পারে। প্রকৃতির দিকে দেখুন, পানিতে বাধা দিলেই যে থেমে যাচ্ছে না বরং নতুন পথ তৈরী করে নতুনভাবে গতিশীল থাকছে। বাধা পেয়েই কিন্তু সেখানে থেমে যাচ্ছে না। আবার গাছের বেলায় দেখুন, উপর দিয়ে কেটে নিলে নিচের দিক হতে নতুন কাণ্ড তৈরী করে সেখান দিয়ে বাড়তে থাকে, কেটে দিলেই কিন্তু সেটা থেমে যাচ্ছে না। কিন্তু আমরা শুধুমাত্র সেখানে ব্যতিক্রম, কারন আমরা খুব দ্রুত সময়ের মাঝেই হতাশ হয়ে পড়ি এবং নতুনভাবে শুরু করার বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলি।

IMG_20240405_100414.jpg

IMG_20240405_100416.jpg

প্রকৃতি অনেক কিছু দেখায় এবং অনেক শেখায় আমাদের, অনেক কিছুর সূত্র রেখে দেয় আমাদের জন্য কিন্তু আফসোসের বিষয় হলো আমরা সেগুলো দেখেও দেখি না এবং বুঝেও বুঝি না, যার কারনে আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছি এবং আমাদের মানসিকতার মাঝে কোন পরিবর্তন আসছে না।

IMG_20240405_100828.jpg

IMG_20240405_100442.jpg

আমরা চিন্তা করি এবং ভাবি আমাদের সমস্যাগুলো এমনি সমাধান হয়ে যাবে এবং তার জন্য আমাদের কোন পরিশ্রম করতে হবে না। প্রকৃতি যা করে আমাদের ভালোর জন্য করে সুতরাং প্রকৃতি নিয়ে আমাদের বাড়তি কোন চিন্তার প্রয়োজন নেই। আমাদের বিশ্বাস ঠিক আছে তার জায়গায় কিন্তু মানসিকতা ঠিক নেই তার অবস্থানে। যার কারনে আমাদের প্রত্যাশাগুলো ভালো কিন্তু তাতে মতলব খারাপ নামক একটা ইস্যু আছে, হি হি হি।

IMG_20240405_100418.jpg

তারিখঃ এপ্রিল ০৫, ২০২৪ইং।
লোকেশনঃ ধামরাই, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

প্রকৃতির মতোই আপনার লেখাটাও মাইন্ড রিফ্রেশিং হয়েছে ভাই। আসলেইতো, বাধা আসলে তো থেমে যাওয়ার কিছু নেই। আমাদের এগিয়ে যেতে হবে নতুন পথ খুজে। খুজে না পেলে নতুন পথ তৈরি কর‍তে হবে৷ থেমে যাওয়া যাবেনা।

 3 months ago 

অনেক ধন্যবাদ ভাই, সুন্দর মন্তব্য করার জন্য।

 3 months ago 

এখনকার আবহাওয়ার কোনো তালবেতাল নেই। এই তীব্র রোদ,আবার প্রচুর বৃষ্টি। যাইহোক প্রকৃতির সাথে তুলনা করলে আমাদের মন-মানসিকতা একেবারেই জঘন্য। কারণ প্রকৃতির উপর এতো অত্যাচার হওয়ার পরেও প্রকৃতি আমাদেরকে অনেক ছাড় দেয়। কিন্তু আমরা তো তিল পরিমাণে কাউকে ছাড় দিতে চাই না। বরং নিজেদের স্বার্থ হাসিল করার জন্য যতটুকু নিচে নামা দরকার, ততটুকু নিচে নামতে দ্বিধাবোধ করি না। আমাদের আসলে প্রকৃতির কাছ থেকে অনেক কিছু শেখার আছে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 97340.58
ETH 3390.06
USDT 1.00
SBD 3.10