আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগ3 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং সুস্থ আছি। ব্যস্ততার মাঝেও কোরবানীর ঈদের সুন্দর একটা প্রস্তুতি নেয়ার চেষ্টা করছি। আর মাত্র তিন/চারদিন পরই শুরু হবে ঈদের ছুটির আনন্দ, সেটা চিন্তা করলেই হৃদয়টা দারুণভাবে চঞ্চল হয়ে উঠে। সত্যি বলতে এখানে আমি দারুণ একটা বিষয় উপভোগ করি মানেই এই অফিসে আর সেটা হলো ঈদের ছুটির আনন্দ, কারণ এখানে কম বেশী মিলিয়ে দশ দিনেরও বেশী থাকে ঈদের ছুটি। সুতরাং বুঝতেই পারছেন ঈদের কথা সামনে আসলেই হৃদয়টা কেন চঞ্চল হয়ে উঠে।

ছুটি পাওয়ার পর না হয় আরো বেশী করে চঞ্চলতার অনুভুতি শেয়ার করবো এখন তাহলে থাক। যেহেতু আজকে শুক্রবার সেহেতু আবোল তাবোল কিছু বলাই শ্রেয় হি হি হি। আমার দৃষ্টিতে আবোল তাবোল হলেও আদতে কিন্তু এখানে কিছু নীতি কথাও থাকে। ঐ যে নীতি কথা শুনলে অনেকেই আবার সেগুলোকে শুনতে চায় না, নাক ছিটকে আড়ালে চলে যায়। তাই তাদেরকে একটু ধরে রাখার জন্য আমার এই কৌশল হি হি হি। যদিও আমার বুদ্ধি সুদ্ধি খুবই কম, আবার এর সাথে প্রায় শুনে থাকি আমি নাকি আদতে খুবই বোকা। এটার আবার শতভাগ দাবিদার হলেন আপনাদের ভাবি।

lychee-9584914_1280.jpg

এখন তো চারদিকে শুধু পরিবর্তনের ছোঁয়া, যেখানে যাবেন যাদের সাথে মিশবেন তাদের সবার মাঝেই পরিবর্তন এর ছোঁয়া দেখতে পাবেন। এই যেমন সেদিন বাজারে গিয়ে নতুন এক পরিবর্তন দেখে আমিতো পুরাই হতবাক, চিন্তা করে কিছুই মেলাতে পারছিলাম না। এই চতুন বুদ্ধি আর আইডিয়া এরা পেলো কোথায়? বোকা বানানোর দারুণ একটা কৌশলও বলতে পারেন এটা। আপনাদের ঐ দিকের কি অবস্থা সেটা হয়তো আমি জানি না, কিন্তু আমাদের এই দিকে দারুণ অবস্থা। আর সেটা হলো লিচু বিক্রি হচ্ছে কেজি ধরে। একটু চিন্তা করে দেখুন তো আপনি লিচু কিনছেন কেজি দরে।

হ্যাঁ, হতে পারতো এটা সুন্দর দৃশ্য যদি বাহিরের কোন দেশে হতো কিন্তু বাংলাদেশে? এখন ছোট ছোট লিচুও বিক্রি হচ্ছে কেজির দরে। আসলে কৌশল আর বুদ্ধির দিক হতে আমরা বাঙালীরা সর্বদাই সেরা ছিলাম এবং এখনো সেই অবস্থানে আছি। আমাদের রন্ধ্রে রন্ধ্রে বুদ্ধি খালি গিজ গিজ করে। তাইতো এমন একটা চমৎকার দৃশ্যের স্বাক্ষী হয়ে গেলাম সেদিন আমি। যদিও আমি সেই বুদ্ধির পরখ এখনো করতে সাহস করি নাই মানে আমি যে বোকা সেটার একটা প্রমাণ ঠিক ধরে রেখেছি এখন পর্যন্ত হি হি হি। তবে এখন পর্যন্ত যতবার লিচু কিনেছি মানে এই বছর শ’হিসেবে গুনে গুনে কিনেছি।

আমি ভাই অতো শতো মাপ টাফ বুঝি না, একটা একটা করে গুনে গুনে কিনবো তারপর গুনে গুনে খাবো, ওজন দিয়ে কি হবে? এমনিতে নিজের শরীরের ওজন নিয়ে বিপদে আছি তারপর আবার লিচুর ওজন নিয়ে কেন বিপদ বাড়াতে যাবো? হি হি হি। তবে বাঙালী বুদ্ধিমান বলে কথা, কেজি হিসেবে দামটা কম মনে করে অনেকেই ঠিকই কেজি হিসেবে লিচু কিনছেন, তারা নিশ্চিত আমার থেকে একটু বেশী বুদ্ধিমান, নতুন আইডিয়ার দারুণ পরখ করছেন তারা হি হি হি।

Image Taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

ভাইয়া, আপনার আবোল তাবোল লেখাগুলো পড়লে মনটা খুশি হয়ে যায়। সরল ভঙ্গিমায় জীবনের ছোট ছোট মজার কথাগুলো যেভাবে তুলে ধরেছেন, সেটা অসাধারণ। লিচু বিক্রির সেই মজার দিকটা বললেন যেন আমরা সবাই চোখ বুলিয়ে দেখে ফেললাম। আপনার হাস্যরস আর আন্তরিকতা পড়তে পড়তে পুরোপুরি জীবনের আনন্দ অনুভব করলাম। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

 3 months ago 

আপনার ফ্রাইডে স্পেশাল লেখা গুলো আসলেই স্পেশাল। খুব ভালো লেগেছে আজকের লেখাটি। আমি কিন্তু কেজি দরে লিচু নয় লেবু কিনেছি। গত কয়েকদিন আগে। ৪০ টাকা কেজি। জীবনে প্রথম কেজি দরে লেবু কিনলাম। আসলেই পরিবর্তন হচ্ছে!! যেমন লাইভ কেজি দরে কোরবানির পশু বিক্রির বিজ্ঞাপন! আসছে ঈদের ছুটি আনন্দময় হোক এই কামনা করি। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

সর্বশেষ লিচুও কেজিতে বিক্রি করা শুরু করেছে। আমি আপনার মতই বোকা গুনে গুনে কিনি। গতকাল গুনে গুনে কিনে পাঁচটি কম হয়েছে। পরে খাছি থেকে এনে দিয়েছে, হি হি হি।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 108794.31
ETH 4281.82
USDT 1.00
SBD 0.82