আবেগের কবিতা || সততার বিক্ষত হৃদয় || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago

maple-g3a2b11277_1920.jpg

হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছেন। আমি মাঝে মাঝে হেরে যাচ্ছি নিয়তির কাছে, মাঝে মাঝে নিজেকে হতাশার চাদরে লুকাতে চেষ্টা করি। কারন আমিও রক্তে মাংসে মানুষ, আমারও মন আছে, আকাশে উড়তে চায়। আমারও হৃদয় আছে, রংধনুর সাথে রঙিন হতে চায়। কিন্তু সীমানার শৃংখল মুক্ত হয়ে আমি যেতে পারি না আকাশে, বিবেকের নিখূঁত জাল ছিন্ন করে আমি ছুতে পারি না রংধনু। সত্যি বাস্তবতা অনেক বেশী নিষ্ঠুর, তোমাকে স্বপ্ন দেখাবে সততার, তোমাকে গল্প শোনাবে নীতির, তুমি বিবেককে জাগ্রত করবে ন্যয় ও নীতির আলোতে। কিন্তু সমাজের ভিন্ন চিত্র তোমাকে জর্জরিত করবে শত আঘাতে। কারন সততা-ন্যয়ের কথা সেগুলো শুধুই বইয়ের বাণী, বাস্তবে যার নূণ্যতম মূল্য নেই। তোমাকে তোমার জাগ্রত বিবেক কুরে কুরে খাবে, যন্ত্রনার তীব্র জ্বালায় পুড়ে নিঃশেষ হয়ে যাবে তুমি।

জ্বালাময়ী কোন ভাষণের মতো কথাগুলো হয়তো তোমার দারুণ অনুভূতি তৈরী করবে, হয়তো তোমার কাছে কথাগুলো পড়তে ভালো লাগবে কিন্তু সত্যিতা অনুধাবন করতে পারবে না তুমি, যদি তোমার বিবেক ন্যায়ের আলোতে আলোকিত না হয়, যদি তোমার হৃদয় সততার আলোতে প্রজ্জ্বলিত না হয়। এটাই নির্মম বাস্তবতা, সব কিছু অতো সহজে অনুধাবন করা যায় না। অনেকটা আগুনে হাত না পুড়লে বুঝা যায় না আগুনের ক্ষত কতটা তীব্র যন্ত্রণা সৃষ্টি করতে পারে, বরফের মাঝে ডুব না দিলে বুঝা যায় না বরফের শীতলতা কতটা প্রকট।

তুমি ন্যয়ের কথা চিন্তা করবে, তোমার চারপাশে উজ্জ্বল হাসিতে হাসবে সবাই, যারা ন্যয় নীতির বিষয়কে অস্বীকার করে। যারা স্বার্থের মায়াজালে সবাইকে বন্দী করে আরো বেশী সফলতা ছিনিয়ে আনে। তুমি অপলক চোখে তাকিয়ে থাকবে, যন্ত্রণার আঘাতে নিঃশেষ হয়ে যাবে কিন্তু তারা ঠিক রঙিন আকাশে উড়বে, তোমার স্বপ্নের রংধনুর রঙে সাজবে তারা। তুমি চাইলেও নীতির মুখোশ টেনে ছিড়তে পারবে না, তুমি চাইলেও বিবেকের শৃংখল ভাঙ্গতে পারবে না, সুতরাং তুমি ধীরে ধীরে স্বপ্নবিহীন অন্ধকারে হারিয়ে যাবে। কিন্তু তবুও তুমি আকাশের উজ্জ্বল নক্ষত্র হিসেবে ঝলমল করবে, কারন তুমি লোভের কাছে পরাজয় বরণ করো নাই, তুমি বিবেকের তরে হেরে যাও নাই। নীতির ও সততার মাঝে থাকা ক্ষোভের বিষয়গুলোকে কিছুটা কাব্যিক ভাষায় প্রকাশ করার চেষ্টা করেছি আজ আমি- চলুন দেখি আজকের কবিতাটি

light-gc47094d53_1920.jpg


বাস্তবতা সত্যি অনেক বেশী নিষ্ঠুর
হতাশার চাদরে ঢেকে দেয় সব কিছু,
আলোগুলো হারিয়ে যায় জীবন হতে
অন্ধকার আপন মনে ঢেকে দেয় সব কিছু।

নিয়ম-নীতি শুধুই বুলি কাজের কিছুই না
সততা-নিষ্ঠা শুধুই বাণী জীবনের জন্য না,
ভেঙ্গে মুচরে আঘাতে জর্জরিত করবে তোমায়
হতাশার নির্মম অনুভূতি কুড়ে খাবে তোমায়।

তুমি মুখোশের আড়ালে লুকাবে নিজেকে
অসসতায় অন্যরা আলোকিত হবে,
তুমি হতাশায় গভীরে হারাবে নিজেকে
শঠতায় অন্যরা রঙিন আকাশে উড়বে।

তুমি ছিন্ন ভিন্ন, যন্ত্রণায় আগ্রাসী হবে
তুমি তীব্রতায় জ্বলে, নিঃশেষ হয়ে যাবে,
কারন তুমি বন্দী ন্যয় ও নীতির সীমানায়
কারন তোমার হৃদয়ে শৃংখল শততার।

মাঝে মাঝে বিদ্রোহী হতে চাইবে মন
মাঝে মাঝে বিধ্বসী হয়ে উঠবে হৃদয়,
তুমি পারবে না মুখোশ ছিড়ে ফেলতে
তুমি হারবে না নিজের বিবেকের তরে।

তুমি বিবেকের দংশনে, হৃদয়ের যন্ত্রনাতে
তুমি নিশ্চুপ হয়ে যাবে, থেমে যাবে স্পন্দন,
ব্যর্থতার জ্বালাতনে হয়তো অতিষ্ট হবে তুমি
কিন্তু সততা-নিষ্ঠার আলোয় উদ্ভাসিত তুমি।


Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png

Leader Banner-Final.png

break .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 years ago 

আসলে নিয়তির কাছে আদের সবাইকে হেরে যেতে হয় মাঝে মধ্যে।কিন্তু শেষমেশ সেই বাস্তবতা কেই মেনে নিতে হয়😢।আর কবিতা নিয়ে কি বলবো অসাধারণ ছিল আপনার কবিতা,কবিতা ভাষা শৈলী এর ছন্দ অসাধারণ লেগেছে আর কাছে।

 2 years ago 

হ্যা, শেষের বিজয়টা তাদের জন্যই বরাদ্দ থাকে, যারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারে। কিন্তু বলুন তো নিয়তির এই লড়াইয়ে কয়জন পারে টিকে থাকতে?

 2 years ago 

হয়তো শতকরা 1% তাও পারে কি না জানা নেই😢

 2 years ago 

এটাই নির্মম বাস্তবতা! আমরা আমাদের সেই বাস্তবতার স্বাক্ষী হতে হচ্ছে!

 2 years ago 

ভাই আমার মনে হয় সততার পুরস্কার মানুষ একদিন না একদিন অবশ্যই পায়। বর্তমান সময়ে বিপথে যাওয়া যত সহজ ঠিক ততটাই কঠিন নিজের চরিত্র আর সততাকে ধরে রাখা। পরকালে বিশ্বাসী মানুষের কাছে জীবনের শেষ পর্যন্ত নীতি আর বিশ্বাস ধরে রাখাটাই বড় চ্যালেঞ্জ। কাব্যের মাধ্যমে দারুনভাবে প্রকাশ করেছেন আপনার অনুভূতি। চালিয়ে যান এভাবে। শুভকামনা রইল

 2 years ago 

ভাই সত্যি বলতে বর্তমান সমাজের মানুষগুলোর মাঝে পরকালের প্রতি খুব একটা বিশ্বাস পরিলক্ষিত হয় না, না হলে মানুষগুলো এভাবে পাল্টে যেতো না।

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

 2 years ago 

সব মানুষেই কিছু কিছু সত্যিই হেরে যায়।কোন ভাবেই মনে পারে না,সততা দিয়ে জয়ী হতে পারে না।যাই হোক কবিতাটি বেশ সুন্দর। পুরোটা কবিতাই বেশ ভালো।ধন্যবাদ।

 2 years ago 

আসলে সততা নিয়ে প্রতিষ্ঠিত থাকাটা বড় একটা চ্যালেঞ্জ, অন্তত এই সমাজ ব্যবস্থায় টিকে থাকা দুরুহ।

 2 years ago 

কবিতাটি কেমন জানি আমার খুব ভালো লাগলো। আর ভালো লাগলো এই জন্য যে আপনার কবিতার মধ্যে গভীর বিবেকের জাগ্রত বোদ খুঁজে পেলাম। আসলে কোন ভাষায় যে কমেন্টস করব তা নিজে বুঝতে পারছিনা ‌। তবে এটা বলতে পারি যে বাস্তবতার সম্মুখীন যারা হয়েছেন তাদের মন থেকেই এমন কবিতা রচিত হতে পারে। সবশেষে বলব আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার কবিতাটি পড়তে আমার খুবই ভাল লাগল, তাই একাধিক বার পড়ার চেষ্টা করলাম।

 2 years ago 

আসলে আমি ভেতরের অনুভূতিগুলোকে প্রকাশ করার চেষ্টা করি, মনের অব্যক্ত কথাগুলো সামনে আনার চেষ্টা করি। আপনাদের ভালো লাগে তাই অনুপ্রেরণা পাই।

 2 years ago 

নিয়ম-নীতি শুধুই বুলি কাজের কিছুই না
সততা-নিষ্ঠা শুধুই বাণী জীবনের জন্য না,
ভেঙ্গে মুচরে আঘাতে জর্জরিত করবে তোমায়
হতাশার নির্মম অনুভূতি কুড়ে খাবে তোমায়।

বাস্তবের নির্মমতার কাছে আমরা বড়ই অসহায়। আসলে সবাই নিয়ম নীতির কথা বলে। কিন্তু নিয়ম নীতি ও সততার বেড়াজালে নিজেকে সবাই কতটা বন্দি রেখেছে তা আমি জানিনা। মাঝে মাঝে জীবনের বাস্তবতা দেখলে হৃদয় কষ্টে জর্জরিত হয়ে যায়। সততা ক্ষতবিক্ষত হয়ে যায়। সততা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। নিজের ভেতরে যদি সততা না থাকে তাহলে জীবনটা জেগে জেগে স্বপ্ন দেখার মত হয়ে যাবে। অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️

 2 years ago 

আসলেই ভাই আমরা খুবই অসহায়, নিয়ম নীতি আমাদের পড়ার জন্য কিন্তু বাস্তব জীবনের জন্য না।

 2 years ago 

তুমি ছিন্ন ভিন্ন, যন্ত্রণায় আগ্রাসী হবে
তুমি তীব্রতায় জ্বলে, নিঃশেষ হয়ে যাবে,
কারন তুমি বন্দী ন্যয় ও নীতির সীমানায়
কারন তোমার হৃদয়ে শৃংখল শততার।

ভাই আপনি খুবই সুন্দর কবিতা লিখেছেন, আসলে কবিতাটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কবিতার মাধ্যমে সততার গুরুত্ব আপনি বুঝিয়ে তুলেছেন। আসলে সততার সাথে জীবনে পথ চলে সেই পথ কখনো থেমে থাকে না। সততার সফলতা আসবেই, আর সততার মাধ্যমে জীবনকে সুন্দরভাবে পরিচালনা করা যায়। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

তবে এই বিশ্বাসটা আমাদের কয়জনের মাঝে রয়েছে, সেই প্রশ্নটা কিন্তু সকলের অজানা।

 2 years ago 

তুমি পারবে না মুখোশ ছিড়ে ফেলতে
তুমি হারবে না নিজের বিবেকের তরে

আহা হাফিজ ভাই এর চাইতে বড় সত্যি আর কি আছে । এই সমাজের মানুষগুলো কারো ভালো করুক বা না করুক কিন্তু একটা কাজ খুব ভালো পারে, সেটা হলো নিজের বিবেককে বিসর্জন দিতে। অন্যের জীবনের ক্ষতি করতে। ওদের বুক একফোঁটা কাঁপে না। অপরকে অসুখী করে যেন তারা সুখী হয়।
তবে দিনশেষে নিজে নিজের কাছে যদি ভালো থাকা যায়, সৎ থাকা যায়, এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। খুব চমৎকার হয়েছে লেখাটা ভাই। চলতে থাকুক এই ধারা।

 2 years ago 

সেটাই ভাই, যতটা কষ্ট কিংবা যন্ত্রণা হোক না কেন, দিন শেষে নিজের কাছে ঠিক থাকতে পারাটাই আমাদের জন্য বড় অর্জন। ধন্যবাদ

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

কারন সততা-ন্যয়ের কথা সেগুলো শুধুই বইয়ের বাণী, বাস্তবে যার নূণ্যতম মূল্য নেই।

আপনি অসাধারণ একটি কথা বলেছেন। বইয়ের সুন্দর সুন্দর বাণী সবার জানা। তবে বাস্তবে এর প্রযোগ নেই বরং প্রয়োগ হয় এর বিপরীত কিছু। মানুষের মধ্যে বিবেগবোধ নেই বললেই চলে। সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। আপনি আপনার মনের ক্ষোভগুলো খুব সুন্দর ভাবে কবিতা আকারে প্রকাশ করেছেন। ভালো লিখছেন ভাই। শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

এটাই বাস্তবতা ভাই, তবুও আমরা চেষ্টা করি নিজেদের বইয়ের বানীগুলোর সাথে মানিয়ে নিতে কিন্তু বাস্তবতা সেটা করতে দেয় না!

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67475.08
ETH 3475.54
USDT 1.00
SBD 2.65