শিং মাছ দিয়ে চাল কুমড়া রেসিপি || Bengali Recipe by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago

Recipe Cover-Chalkumra.png

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন সবাই। জ্বী আমিও ভালো আছি তবে একটু চাপের মাঝে রয়েছি। সত্যি বলতে যতটা বা যেভাবে চেয়েছিলাম বাড়ী সেভাবে করা সম্ভব হয় নাই। কারন বাজেট সীমিত কিন্তু ব্যয় অনেক বেশী, সুতরাং বুঝতেই পারছেন পরিস্থিতি কতটা ভয়াবহ অবস্থায় চলে গেছে। তবুও সব কিছু মেনে নিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করছি। আসলে বর্তমান বৈশ্বিক অবস্থায় কম বেশী সবগুলো দেশেই ডলারের বিপরীতে স্থানীয় টাকার মান ব্যাপক দরপতন চলছে, যার একটা প্রভাব স্থানীয় বাজারে পড়ছে এবং জিনিষ পত্রের দাম দ্রুত বেড়ে যাচ্ছে। আর আমি এই রকম একটা পরিস্থিতিতে বাড়ীর কাজে হাত দিয়ে ফাঁদে পড়ে গেছি।

আসলে বর্তমানে দারুণ একটা ক্লান্তিকাল অতিক্রম করছি আমরা, যদিও সবাই বলছেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফল সব কিছু। কিন্তু আসলেই এখানে শুধু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না বরং তার সাথে আরো অনেকগুলো কারণ জড়িত রয়েছে। যার ফল ভোগ করছি আমাদের মতো দেশের আমার মতো সাধারণ খেঁটে খাওয়া মানুষগুলো। কারন আমাদের ইনকামটা একটা নির্দিষ্ট অংকের মাঝে আটকে রয়েছে, কিন্তু দৈনন্দিন চাহিদার জিনিষ পত্রের দাম নির্দিষ্ট অংকে আটকে রাখা সম্ভব হচ্ছে না। হয়তো আগামী কয়েক বছর এই রকম অবস্থা বিড়াজ করবে কিন্তু পরিস্থিতি বিবেচনায় আমরা কতজন টিকে থাকতে পারবো? সেটা হয়তো দেখার বিষয়। যাইহোক, আমি রাজনীতি মোটেও বুঝি না তাই এ সম্পর্কে কিছু বলার ইচ্ছেও আমার নেই। যেহেতু পরিস্থিতির কারনে আমি চাপে পড়ে গিয়েছি সেহেতু কিছু দুঃখের অনুভূতি ভাগ করে নিলাম।

যাইহোক, আজকে আপনাদের সাথে আরো একটি স্বাদের রেসিপি শেয়ার করবো, স্বাদের মানে আমি সব সময়ই মজাদার কিছু শেয়ার করার চেষ্টা করি। আজকের রেসিপিটি হলো চাল কুমড়ার তবে শিং মাছ দিয়ে। চাল কুমড়াকে বলা হয় ঠান্ডা সবজি, তাই একটু ঝোল ঝোল রাখা হয়েছে। যদিও আমি ঝোল কোনকালেই পছন্দ করতাম না। কিন্তু বিয়ের পর চোখ বুঝে মাঝে মাঝে তা করতে হয়, বুঝতেই পারছেন সহজ সরল ছেলে হলে কি কি সহ্য করতে হয়, হি হি হি। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখি-

IMG20220531144056_01-.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

  • শিং মাছ
  • চাল কুমড়া
  • পেঁয়াজ
  • টমেটো
  • ধনিয়া পাতা
  • কাঁচা মরিচ
  • হলুদ গুড়া
  • মরিচ গুড়া
  • ধনিয়া গুড়া
  • জিরা গুড়া
  • আদা রসুন পেষ্ট
  • লবন
  • তেল।

প্রস্তুত প্রণালীঃ

IMG20220531144211_01.jpg

IMG20220531144234_01.jpg

প্রথমে মাছগুলোকে পরিস্কার করে নেয়া হয়েছে তারপর হলুদ, মরিচের গুড়া ও লবন দিয়ে মাখিয়ে নিয়েছি।

IMG20220531144257_01.jpg

IMG20220531144856_01.jpg

তারপর একটা প্যান চুলায় বসিয়ে কিছু তেল দিয়ে গরম করেছি এবং মসলা দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে ভেজে নিয়েছি।

IMG20220531145109_01.jpg

IMG20220531145438_01.jpg

তারপর একটা পাতিল চুলায় বসিয়ে পুনরায় তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি।

IMG20220531145448_01.jpg

IMG20220531145523.jpg

তারপর হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুড়া এবং আদা রসুন পেষ্ট দিয়ে কষা করে নিয়েছি।

IMG20220531145541_01.jpg

IMG20220531150150_01.jpg

তারপর কষানো মসলাগুলোর সাথে হালকা পানি মিষিয়ে তার সাথে টমেটো স্লাইস দিয়ে আরো সুন্দরভাবে কষা করার চেষ্টা করেছি।

IMG20220531150150_01.jpg

IMG20220531150219_01.jpg

কষা হয়ে যাওয়ার পর স্লাইস করে রাখা চাল কুমড়াগুলো সেখানে দিয়েছি।

IMG20220531150247.jpg

IMG20220531150304_01.jpg

এরপর কষানো মসলাগুলোর সাথে চাল কুমড়াগুলো মাখিয়ে নিয়েছি এবং কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছি।

IMG20220531151640_01.jpg

IMG20220531151659_01.jpg

তারপর ঢাকনা সরিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে মিক্স করে নিয়েছি।

IMG20220531151741_01.jpg

IMG20220531152753_01.jpg

এরপর ঝোল তৈরী করার জন্য প্রয়োজন অনুসারে পানি ঢেলেছি এবং বেশ কিছুক্ষন এভাবে রান্না করেছি।

IMG20220531152832_01.jpg

IMG20220531153029_01.jpg

তারপর ঝোলের পরিমান কমে আসলে কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা কুচি দিয়েছি, আরো কিছু সময় পর নামিয়ে নিয়েছি।

IMG20220531153448_01-.jpg

এই যে দেখুন, তৈরী হয়ে গেলো আমাদের আজকের স্বাদের রেসিপি শিং মাছ দিয়ে চাল কুমড়ার রান্না। চাল কুমড়ার রান্না খেতে আমার কাছে দারুণ লাগে। আর এই রেসিপিটি ছিলো দারুণ স্বাদের।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break2.jpg
Leader Banner-Final.pngbreak2.jpg

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break2.jpg

Banner Annivr4.png

Sort:  
 2 years ago 

বর্তমানে বাজারে চাল কুমড়া নতুন একটি সবজি। চাল কুমড়া আর শিং মাছের রেসিপি দেখে বেশ সুস্বাদু মনে হচ্ছে। তবে চাল কুমড়ার সমন্বয় শিং মাছের রেসিপি তৈরি করে খাওয়া হয়নি সাধারণত শিং মাছের রেসিপি আলু দিয়ে বেশি খাওয়া হয়। সুন্দর করে শিং মাছ গুলো ভেজে চাল কুমড়ার সমন্বয়ে মজাদার রেসিপি তৈরি করেছেন আর এমন লোভনীয় একটি রেসিপি তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ভাইয়া আসলেই আপনি ঠিক বলেছেন বর্তমান পরিস্থিতি এমন কঠিন হয়ে যাচ্ছে যে মানুষ চলাফেরা করাটাও খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। মানুষের চাহিদার শেষ নেই কিন্তু উপার্জন ক্ষমতা কম। তবুও মানুষকে সংগ্রাম করে চলতে হচ্ছে।
যাইহোক আপনার রেসিপিটি কিন্তু অসাধারণ হয়েছে চাল কুমড়ো আর শিং মাছ এর ঝোল অসাধারণ কালার নিয়ে আবির্ভূত হয়েছে। আপনি রান্নার কালার দেখিয়েছেন অসাধারণ যা দেখে আমি মুগ্ধ। চাল কুমড়ো যদিও খুব বেশি খাই না কিন্তু আপনার রেসিপি দেখে খাওয়ার ইচ্ছে জাগছে।

 2 years ago 

ইস শিং মাছ আমার অনেক পছন্দের কতদিন খাওয়া হয়নি, আর চাল কুমড়োও খুব মজা লাগে তবে শিং মাছ দিয়ে চাল কুমড়া কখনো খাওয়া হয়নি। মনে হচ্ছে দেখে একটু খেয়ে নেই।

 2 years ago 

বাসায় গত দুইদিন ধরে শিং মাছ খাচ্ছি। শিং মাছ খেতে বেশ ভালোই লাগে আমার কাছে। তবে চাল কুমড়া দিয়ে কখনো শিং মাছ রেসিপি করে খাওয়া হয় না। আপনার রেসিপি আমার কাছে ভীষণ ভালো লেগেছে ভাই। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপনি। প্রতিটি ধাপের বর্ণনা শেয়ার করেছেন আমাদের মাঝে।ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

রাজনীতি টিতি আমরাও বুঝি না,হুম আপনি অনেক সহজ সরল যে😉😉 এটা ভাববার বিষয়।যাই হোক আমার বাসায় চাল কুমড়া একটু ভেজে তারপর ঝোল ঝোল করে রান্না করা হয়।যাই হোক প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া সারা পৃথিবীতে অস্থিরতা দৃশ্যমান নিত্য প্রয়োজনীয় জিনিসের অনেক দাম বেড়ে গেছে যদিও আমাদের আয়ের উচ্চতা সীমিত তারপরেও কিছুটা কষ্টের মধ্যে দিয়েই জীবন অতিবাহিত করতে হচ্ছে। আশা করি এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।।

শিং মাছের দারুণ একটি রেসিপি প্রস্তুত করেছেন শিং মাছ আমার খুবই ফেভারেট আপনার প্রস্তুত করার রেসিপিটি দেখে খুব লোভ হচ্ছে খেতেও নিশ্চয়ই খুব মজা হবে। ইচ্ছে করছে সকাল সকাল হাতমুখ ধুয়ে বসে যাই খাবার জন্য 😋😋

 2 years ago 

হয়তো আগামী কয়েক বছর এই রকম অবস্থা বিড়াজ করবে কিন্তু পরিস্থিতি বিবেচনায় আমরা কতজন টিকে থাকতে পারবো?

বর্তমানে দ্রব্যমূলের বাজারে আমাদের মত সাধারণ জনগণের টিকে থাকা বড়ই কঠিন হয়ে যাচ্ছে। সবকিছুর দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেভাবে আমাদের ইনকাম বৃদ্ধি পাচ্ছে না। সময়ের সাথে সাথে আমাদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে কিন্তু ইনকামের পরিমাণ কোনভাবে বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না। জানি না এই পরিস্থিতিতে কতটা নিজেকে সামলে নিতে পারবো এবং পরিবার নিয়ে ভালো থাকতে পারবো। তবে যাই হোক ভাইয়া চাল কুমড়া দিয়ে শিং মাছের রেসিপি আমার কাছে খুবই ভালো লেগেছে। চাল কুমড়া আমার খুবই প্রিয় একটি সবজি। মজার এই রেসিপি তৈরির পদ্ধতি উপস্থাপন করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।♥️♥️♥️

 2 years ago 

বাজারে কোনো কিছুর দাম কমে না শুধু বাড়ে। তাই আমি মনে করি বাসার কাজ এখন না করে দুই বছর পরে করতে গেলে আরো সমস্যায় পড়তে হতো। তাই এতো চিন্তা করবেন না, ইনশাআল্লাহ সব কিছু ভালোভাবেই হয়ে যাবে।

আপনার শিং মাছের রেসিপি দেখে লোভ সামলানো বড়ই কঠিন কাজ। আপনি শিং মাছ দিয়ে চাল কুমড়া রেসিপি তৈরি করেছেন, চাল কুমড়ার সাথে শিং মাছের কম্বিনেশনে দারুণ এক রেসিপি হয়েছে। শিং মাছ আমার অনেক পছন্দের মাছ।

 2 years ago 

আসলে ভাইয়া বাড়ির কাজ করা কত কঠিন সেটা আমি জানি। কারন আমি যখন ঘরের কাজ ধরেছিলাম তখন আমি একেবারেই বেকার ছিলাম। চাকরি ছিল না, হাতে যে টাকা পয়সা যা ছিল সব খরচ করে ফেলেছি। এতটাই বিপদে পড়েছি যা এখনো মাঝে মাঝে মনে পড়লে খুব খারাপ লাগে। একেবারেই মনে হয় যেন গলায় ফাঁস পড়ে গেছে। বর্তমান দ্রব্যমূলের বাজারে দিনমজুরের অবস্থা যুদ্ধের শামিল হওয়ার মতই। তবুও কি খরচের লাগাম টেনে ধরা সম্ভব না কিছুতেই না। এত কিছুর পরেও আমাদের মাঝে প্রাণ চঞ্চল ভাব নিয়ে খুব সুন্দর একটি রেসিপি উপহার দিয়েছেন। চাল কুমড়া দিয়ে শিং মাছের রেসিপি দেখে বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। উপরওয়ালার কাছে দোয়া করি আল্লাহ যেন অতি দ্রুত আপনাকে বাড়ির কাজ সম্পন্ন করে স্বস্তি ফিরিয়ে দেন। চালকুমড়া দিয়ে শিং মাছের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61129.70
ETH 2660.38
USDT 1.00
SBD 2.55