রাজমনি পিরামিড এর কিছু দৃশ্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

গত শুক্রবার বেড়াতে গিয়েছিলাম ঢাকার বাহিরে, নিশ্চয় মনে আছে আপনাদের সে কথা। কারন ইতিপূর্বে একটি পোষ্ট করেছি আমি সে সম্পর্কে। বাংলার তাজমহল বিষয়ক। সেদিন আরো একটি চমৎকার জায়গা ভ্রমন করেছিলাম, আগ্রার তাজমহরের পাশাপাশি মিশরের পিরামিডের কিছুটা স্বাদ নিয়েছিলাম। সুতরাং বুঝতেই পারছেন আজ আপনাদের সাথে কি শেয়ার করবো। হ্যা, মিশরের পিরামিডের আদলে তৈরী রাজমনি পিরামিড। এটি বাংলার তাজমহলের কাছাকাছি অবস্থিত। আর এই দুটি চমৎকার স্থাপনা ভ্রমনের টিকিট কিন্তু একটাই।

তবে আমরা বাংলার তাজমহলে বেশী সময় কাটিয়েছিলাম, কারন ভালোবাসার নিদর্শন বলে কথা, ঠিক সন্ধ্যার আগ মুর্হুতে রাজমনি পিরামিডে প্রবেশ করি, যার কারনে খুব বেশী ফটোগ্রাফি করতে পারি নাই। কারন শীতকালে খুব দ্রুত সন্ধ্যা হয়ে যায় এবং চারপাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠে। তথাপিও চেষ্টা করেছি বাহিরের দৃশ্যগুলো ক্যাপচার করার।

IMG_20211126_172229.jpg

ইতিহাসের প্রতি মানুষের আকর্ষণ বৃদ্ধি করার পাশাপাশি কিছু বিষয়ে ধারনা দেয়ার চেষ্টা করা হয়েছে মিসরের পিরামিডের আদলে তৈরী এই রাজমনি পিরামিড এর মাধ্যমে। ভেতরটা একদম অন্ধকারাচ্ছন্ন, সিড়িঁ দিয়ে নিচে নামতে নামতে আপনার মনে হবে আপনি সত্যি সত্যি পিরামিডের ভেতরে প্রবেশ করছেন, মিসরের মমিগুলোর আদলে অনেকডা ডামি মমি তৈরী করা হয়েছে সাথে একটা ভৌতিক পরিবেশ। তবে মমিগুলোর কাঁচামাল বিভিন্ন দেশ হতে সংগ্রহ করা হয়েছে মিসরের মমিগুলোর সাথে কিছুটা সামঞ্জস্য রাখার চেষ্টা করা হয়েছে। যদিও ভেতরের কোন দৃশ্য আমি ক্যাপচার করি নাই। বুঝতেই পারছেন আমি নিজেও অনেকটা ভিতু টাইপের, হে হে হে হে।

আসলে পিরামিডের প্রতি আকর্ষন বৃদ্ধি করার জন্য উদ্যোক্তারা মিসরের ভিবিন্ন জাদুঘর হতে নানা তথ্য সংগ্রহ করে এবং সে অনুযায়ী এটিকে সাজানোর চেষ্টা করেছেন। মমি ছাড়াও ভেতরে আরো কিছু বিষয় সংযোজন করা হয়েছে, যেমন রাজাদের ব্যবহৃত নানা তৈজসপত্র, যুদ্ধে ব্যবহৃত নানা অস্ত্রের নমুনা এবং রাজা রানীদের পোশাক। একটা ধারণা দেয়ার চেষ্টা করা হয়েছে এবং সাথে কিছু তথ্যও। আমার কাছে বিষয়টি বেশ ভালো লেগেছে, বিশেষ করে ভেতরের ভৌতিক পরিবেশটা, মনে হলো মিসরের পিরাডিম এর অনুভূতি নিয়ে ফিরে আসলাম।

এছাড়া বাহিরের চারপাশটাও অনেক সুন্দর ছিলো, বেশ গুছালো এবং পরিচ্ছন্ন পরিবেশ ছিলো। শুটিং স্পটের মতো করা হয়েছে অনেকটা, যার কারনে প্রচুর দর্শক আসেন এখানে। একটা ডামি সিনেমা হলও রয়েছে, সিমেনা সম্পর্কে অনেক তথ্য রয়েছে সেখানে। ক্ষুদিরামের ফাঁসির মঞ্চের মতো একটা মঞ্চ তৈরী করা হয়েছে এবং দেশের সংস্কৃতির ঐতিহ্য ফুটিয়ে তোলার জন্য চারপাশে অসংখ্য মূর্তি তৈরী করা হয়েছে। চলুন তাহলে কিছু দৃশ্য দেখি-

IMG_20211126_171832.jpg

IMG_20211126_171840.jpg

IMG_20211126_171915.jpg

IMG_20211126_171923.jpg

IMG_20211126_171937.jpg

IMG_20211126_171944.jpg

IMG_20211126_171952.jpg

IMG_20211126_172004.jpg

IMG_20211126_172051.jpg

IMG_20211126_172150.jpg

IMG_20211126_172205.jpg

IMG_20211126_173434.jpg

IMG_20211126_173437.jpg

IMG_20211126_172216.jpg

ম্যাপ.png

W3W Location Code: https://what3words.com/defaults.resists.baths
Device: Redmi 9, Xiaomi

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

banner-abb23.png

Sort:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

আপনার এই পোষ্টের মাধ্যমে অনেক কিছু সম্পর্কে জানতে পারলাম ভাইয়া। আমার মনে হচ্ছে আপনি অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন। ক্ষুদিরামের ফাঁসির মঞ্চটি আমার কাছে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর করে এই কৃত্রিম জিনিসগুলো তৈরি করা হয়েছে। এছাড়া প্রতিটি ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে জায়গাটি ভীষণ সুন্দর। রাজমনি পিরামিড এর দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে এখনই চলে যাই। আমাদের কর্ম ব্যস্ততার মাঝেও বিভিন্ন দর্শনীয় জায়গা ঘুরে আসা উচিত। আমি সময় পেলে অবশ্যই যাবো। শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনাকেও ভাই পোষ্টটি পড়ে আপনার মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

রাজমণি পিরামিডের দৃশ্যগুলো সত্যিই খুব অসাধারণ হয়েছে ভাইয়া। প্রত্যেকটা ফটোগ্রাফি খুব সুন্দর ছিল দেখার মতো ছিল। আপনার সাথে আমাদেরও কিছু কিছু দেখা হয়ে গেল। খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন মনে হচ্ছে। আপনার লেখা পড়ে অনেক কিছু জানতেও পারলাম ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

হুম সময়টা বেশ উপভোগ্য ছিলো আমার কাছে, যদিও দ্রুত সন্ধ্যা হয়ে যাওয়ায় খুব বেশী সময় কাটাতে পারি নাই। ধন্যবাদ

 3 years ago 

ভাইয়া আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লেগেছে। আপনি এক টিকেটে আপনি দুটি পরিদর্শনে জায়গায় ঘুরে বেরিয়েছে। এবং সে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপন করেছে। আগ্রার তাজমহলের ফটোগ্রাফিক গুলো দেখার মত ছিল। সেই সাথে মিশরের পিরামিড চিত্র গুলো অসাধারণ হয়েছে। বিশেষ করে বাইরের গেটের প্রবেশ ফটোগ্রাফি টা করেছেন খুবই সুন্দর এবং স্বচ্ছ্ব। সবমিলিয়ে আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য ভালোবাসা অবিরাম।

 3 years ago 

জায়গাটা সত্যি অনেক দারুণ, অনেকেই শুটিং করার জন্য এখানে আসেন। ধন্যবাদ

 3 years ago 

অসম্ভব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন ভাইয়া। আপনাকে দেখলেই বোঝা যায় আপনি খুবই ভ্রমন প্রিয় একজন মানুষ, ভ্রমণ করতে অনেক ভালোবাসেন। সেই সাথে সুন্দর সুন্দর নিদর্শনগুলো আপনি পরিদর্শন করতে বেশ আনন্দ লাভ করেন। এর আগের পোষ্টের মাধ্যমে আপনি বাংলার তাজমহল সম্পর্কে উপস্থাপন করেছিলেন, যেটা আমার খুবই ভাল লেগেছিল। আজকে আপনি মিশরের পিরামিড সম্পর্কে বিস্তারিতভাবে এবং সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন, সব থেকে মজার বিষয় হলো আপনি আর আমি ঠিক একই রকম একটু ভীতু টাইপের হাহাহা🤣🤣 যাইহোক আপনার সর্বশেষে ফটোগ্রাফি গুলো আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে, বিশেষ করে মালা হাতে নিয়ে যে সুন্দরী মেয়েটি দাঁড়িয়ে আছে তাকে আমার অসম্ভব ভালো লেগেছে হাহাহাহা😃😃 এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য🎊🎊

 3 years ago 

এটা সত্য, এক সময় প্রচুর ভ্রমন করতাম, সুযোগ পেলেই নানা স্থানে ছুটে যেতাম। তবে এখন খুব বেশী সময় পাই না। ধন্যবাদ

 3 years ago 

পুরনো ঐতিহ্য স্মৃতি বিজরিত অনেক বিষয় বিভিন্ন জাদুঘরে কিছুটা দেখতে পাওয়া যায়। সময়ের সাথে সাথে আধুনিকতার ছোঁয়ায় পুরনো ঐতিহ্যের কথা ভুলে গিয়েছে। কিছু ভ্রমণ পিপাসু মানুষ পুরনো ইতিহাস ঐতিহ্য দেখতে বিভিন্ন দেশের জাদুঘরে অবস্থান করে।আমারও ইচ্ছে আছে পুরনো বিষয় গুলো স্মৃতিচারণ করার।আপনার ঘুরতে যাওয়া মিশরের অনুরূপ পিরামিড দেখা আমার অনুপ্রেরণা জোগায়।সুন্দর দৃশ্য পটভূমি তুলে ধরার জন্য ধন্যবাদ ভাই। 😍😍

 3 years ago 

হুম, আধুনিক প্রযুক্তির যুগে অতীত ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে। তবে দৃশ্যগুলো আমার কাছে ভালো লেগেছে।

 3 years ago 

আসলে ইতিহাস খুব একটা পড়া না হলেও আমারও অনেক বেশি ভালো লাগে। আজকে তো অনেক কিছু দেখে ফেললাম। আসলে ঘরে বসেই আপনার কারণে অনেক কিছু জানতে এবং দেখতে পেলাম এই প্রথম। বিশেষ করে এই যে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ টি, সেটি আমার কাছে খুব দারুণ লেগেছে।

 3 years ago 

ওরে ফাঁকিবাজরে, সব জায়গায় ফাঁকিবাজি কিন্তু একদমই ভালো না, হে হে হে।

ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আপনি আপনার ভ্রমণের মুহূর্তের কিছু অসাধারণ ছবি আমাদের মাঝে তুলে ধরলেন। আমার কাছে ফাসির মঞ্চটি খুব ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার মনে হচ্ছে সব কাজের মাঝে একটু বেড়িয়ে আসি। 😊।
ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু, আপনার অনুভূতি ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

পোষ্টের ফটোগ্রাফি গুলো দেখেই বুঝা যাচ্ছে জায়গা টা কতোটা সুন্দর , প্রতিটি জায়গা সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে রাখা , আর মূর্তি গুলো বাক্যহীন , তবে আপনি ভালোই উপভোগ করেছেন সময়টা, সেটা দেখেই বুঝা যাচ্ছে , পিরামিড কিন্তু আমরা মিশর ছাড়া অন্য কোথাও দেখার আশায় করতে পারিনা , তবে আমার কাছে আপনার ছবিতে দেখে অনেক বেশি ভালো লাগলো , অনেক সুন্দর ভাবে দিনটি কাটিয়েছেন ভাইয়া , অনেক উপভোগ করলাম আপনার পোস্ট।

 3 years ago 

রাজমনি পিরামিড এর দৃশ্য দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। আপনার ফটোগ্রাফি গুলোর মাধ্যমে আমরা জায়গাটি খুবই সুন্দর ভাবে দেখতে পেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

হুম, যদিও অনেক দৃশ্য শেয়ার করতে পারি নাই কারন রাত হয়ে গিয়েছিলো। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65970.26
ETH 2696.32
USDT 1.00
SBD 2.88